২৩ অক্টোবর মেলবোর্নে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্ধী দুই টিম। এই ম্যাচকে ঘিরে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। দুই দলের প্রাক্তন এবং ক্রিকেট বিশেষজ্ঞ ও ক্রিকেট প্রেমীদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এ বলে আমায় দলের শক্তি দেখ তো, ও বলে আমার দলের ধারাবাহিকতা দেখ! এই চাপানউতোর তো চলতেই থাকবে। তবে এরই মাঝেই বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া ম্যাচে কিন্তু নজর কাড়লেন শাহিন আফ্রিদি। যদিও তিনি প্রথম ম্যাচে কিছুটা নিরাশ করেছিলেন।
তবে প্রথম ম্যাচে শাহিন আফ্রিদির পারফরম্যান্স দেখার পরেই সঞ্জয় বাঙ্গার কিছুটা ব্যঙ্গই করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহম্মদ শামির শেষ ওভারে আগুনের বোলিংয়ের হাত ধরে তিন উইকেটে নেওয়া এবং ভারতকে জেতানোর প্রসঙ্গ তুলে, সাদামটা তকমা দিয়েছেন শাহিনকে। ভারত এবং পাকিস্তানের দুই তারকা পেসারের প্রত্যাবর্তনের তুলনা টেনে শাহিনের সমালোচনাই করেছিলেন বাঙ্গার।
আরও পড়ুন: ২২ অক্টোবর থেকে T20 WC-এর সুপার ১২ রাউন্ড শুরু হবে, জেনে নিন কবে কবে ভারতের খেলা
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পর স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তনী সঞ্জয় বাঙ্গার বলেছেন, ‘আমি মনে করি না আফ্রিদির প্রত্যাবর্তন শামির মত ওতটাও ভালো হয়েছে। আসল বিষয়টা হল ও (শাহিন) একটাও ইনসুইং ডেলিভারি করতে পারেনি। ওর সবকটা বল এ দিন ছিল আউটসুইং। যা ব্যাটারকে ছেড়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। যা থেকে বোঝা যায় যে, ওর সেই আগের আত্মবিশ্বাসটাই নেই। ক্রিজে ও নিজের পজিশন নিয়ে আত্মবিশ্বাসী নয়। যেটা এর আগে ওর (চোটের আগে) শক্তিশালী জায়গা ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়েছে, ও নিজের টেকনিক একটু বদল করেছে। যদি এই মুহূর্তে ও সেটা সত্যিই করে থাকে, বিশেষ করে যে ভাবে ও বলটা ছাড়ছে, সেটা দেখে এটা বলতেই হয় পাকিস্তানের জন্য এটা সমস্যার কারণ হতে পারে। যা মোটেই সুবিধার নয়। ঘটনাচক্রে বলটা যখন সুইং করছে না, তখন বিষয়টি ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে যথেষ্ট স্বস্তির বিষয়। যা ভারতের টপ অর্ডারকে স্বস্তি দেবে।’
আরও পড়ুন: বড় ধাক্কা খেল ইংল্যান্ড, ছিটকে গেলেন তারকা পেসার,পরিবর্তে দলে মিলস
কিন্তু বুধবার আফগানদের বিরুদ্ধে ভেস্তে যাওয়া প্রস্তুতি ম্যাচে শাহিনের পারফরম্যান্স দেখার পর কী বলবেন তিনি? য়ে ম্যাচে দুরন্ত গতিতে ২ উইকেট নিয়েছেন শাহিন। তাঁর বোলিংয়ে বিপাকে পড়ছিলেন আফগান ব্যাটাররা। পুরনো শাহিনের ঝলক ফের দেখা গিয়েছে।
বুধবার পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল আফগানিস্তান। পর পর দু’ওভারে দু’টি উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি। দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং হজরতুল্লাহ জাজাইকে ফিরিয়ে দেন তিনি। তবে গুরবাজ আউট হওয়ার সময়েই সমস্যা দেখা দেয়।
শাহিনের ইয়র্কার সজোরে আছড়ে পড়ে গুরবাজের বাঁ পায়ে। আম্পায়ার তাঁকে আউট দিলেও প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন আফগান ওপেনার। বাঁ পা চেপে ধরে তিনি মাঠেই বসে পড়েন। চিকিৎসকরা ছুটে আসেন গুরবাজের আঘাত পরীক্ষা করতে। তিনি হাঁটতেই পারছিলেন না। সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়।
ব্যাট করতে নেমে শাহিন এবং হ্যারিস রউফের দাপটে এক সময় বিপদে পড়ে যায় আফগানিস্তান। তবে মহম্মদ নবির অপরাজিত ৫১ রানের সৌজন্যে স্কোরবোর্ডে ১৫৪-৬ তোলে তারা। পাকিস্তানের রান বিনা উইকেটে ১৯, এমন সময় বৃষ্টির জন্যে খেলা বন্ধ হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।