বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > হেলস দুর্দান্ত খেলল, এই জয় দলের যৌথ প্রয়াসের ফলাফল- জোস বাটলার

হেলস দুর্দান্ত খেলল, এই জয় দলের যৌথ প্রয়াসের ফলাফল- জোস বাটলার

ভারতের বিরুদ্ধে জয়ের পরে বাটলার ও হেলস (ছবি-এএফপি)

এই ম্যাচের পরে ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার বলেন, ‘আজ আমাদের সেরা পারফরম্যান্স দেখিয়েছি। এটা বিস্ময়কর ছিল। আমরা এখানে আসতে পেরে বেশ উত্তেজিত হয়ে গিয়েছি, এটি সত্যিই খুব ভালো অনুভূতি।’

ভারতকে ১০ উইকেটে হারিয়ে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে, টিম ইন্ডিয়া বোর্ডে ১৬৮ রান করেছিল। এই স্কোরটি ইংলিশ দল মাত্র ১৬ ওভারে অর্জন করেছিল। ইংল্যান্ডের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন ইংল্যান্ডের ওপেনাররা। তাঁরা উইকেট না হারিয়ে দলকে এই লক্ষ্যে নিয়ে গেছেন। জোস বাটলার ৮০ ও অ্যালেক্স হেলস ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। দুই ব্যাটসম্যানের মধ্যে প্রথম উইকেটে ১৭০ রানের জুটি গড়ে ওঠে। এই জুটির ভিত্তিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন বাটলার ও হেলস।

আরও পড়ুন… Viral Video- হারের পর ডাগআউটে বসে চোখের জল মুছলেন রোহিত! সান্ত্বনা দিচ্ছেন দ্রাবিড়

বাটলার ও হেলসের জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জুটি গড়লেন। এর আগে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও রিলি রুশোর। এই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে দুই ব্যাটসম্যানের মধ্যে ১৬৮ রানের পার্টনারশিপ ছিল। তিন নম্বরে থাকা মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারার জুটি, যারা ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬৬ রান যোগ করেছিলেন। এই তালিকার চতুর্থ এবং শেষ অবস্থানে রয়েছে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের জুটি, যারা ২০২১ সালে ভারতের বিরুদ্ধে অপরাজিত ১৫২ রানের জুটি গড়েছিলেন।

আরও পড়ুন… ভাইরাল ছবি: পাড়ার চায়ের দোকানে বসে আছেন এবি ডিভিলিয়ার্স

এই ম্যাচের পরে ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার বলেন, ‘আয়ারল্যান্ডের ম্যাচের পর থেকেই নিজেদের খেলাকে অনুভব করছি। তারপর থেকে টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা যে চরিত্রটি দেখিয়েছি সেটা খুব ভালো ছিল। আজ আমাদের সেরা পারফরম্যান্স দেখিয়েছি। এটা বিস্ময়কর ছিল। আমরা এখানে আসতে পেরে বেশ উত্তেজিত হয়ে গিয়েছি, এটি সত্যিই খুব ভালো অনুভূতি।’

তিনি আরও বলেন, ‘এটা একটা গ্রুপ এফোর্ট। ১ থেকে ১১ জন প্রত্যেকেই দারুণ চেষ্টা করেছে। আমরা সবসময় যত দ্রুত সম্ভব আক্রমণাত্মক শুরু করি। আদিল রশিদ আজ ১১ নম্বরে ছিলেন, এবং এটি আমাদের আক্রমণাত্মকভাবে ব্যাট করার স্বাধীনতা দিয়েছিল। এটা আমাদের গভীরতা দিয়েছিল।’

বাটলার আরও বলেন, ‘আজকে বোলারদের বিরুদ্ধে কঠিন ছিলেন হেলস। তিনি মাটির মাপকে ব্যবহার করেছিলেন। আমরা একে অপরের পুরোপুরি পরিপূরক। সে আজ একজন দুর্দান্ত সঙ্গী ছিল। ক্রিস জর্ডনকে আজকে আসার জন্য বিশেষ প্রশংসা দিতেই হয়। এর আগে পর্যন্ত তাঁর খেলা হয়নি। কিন্তু তিনি ডেথ ওভারে যেভাবে হার্দিকের বিরুদ্ধে চমৎকাররভাবে খেললেন সেটা দুর্দান্ত ছিল। আমি জানি সে সত্যিই নিজের কাজটা খুব ভালোভাবে করেছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন