শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপে বল হাতে বেশ ভাল ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধেও যথেষ্ট ভাল বোলিং করেছেন তিনি। মিডল ওভারে তার কৃপণ বোলিং পাকিস্তানের ব্যাটারদের সে দিন আটকে রাখতে সাহায্য করেছিল। রবিবার ফাইনালে মাঠে নামার আগে অ্যাডাম জাম্পা জানালেন, তাঁর ক্যারিয়ারে দীর্ঘ দিন ধরে তাঁকে অবজ্ঞার সম্মুখীন হতে হয়েছে। আর সেই ঘটনাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার পরেই তার পারফরম্যান্সের উন্নতি ঘটেছে।
চলতি টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সব থেকে ভাল পারফরম্যান্স করার পরেও জাম্পা সে ভাবে লাইমলাইটে আসেননি। এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। ৬ ম্যাচে এখনও পর্যন্ত ১২ টি উইকেট নিয়েছেন তিনি। ৫.৬৯ ইকোনমি রেট এবং ১১.৫ গড়ে তিনি এই উইকেট নিতে সমর্থ হয়েছেন। বাংলাদেশ দলের বিরুদ্ধে ১৯ রান দিয়ে তিনি ৫ উইকেট তুলে নেন। তার এই পারফরম্যান্সে ভর করে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা মসৃণ করে অজিরা।
২৯ বছর বয়সী লেগ স্পিনার জাম্পা জানালেন, ‘সব সময় আমাকে অবজ্ঞা করা হয়েছে। আমার যখন ১৫-১৬ বছর বয়স তখন থেকেই এমন ঘটনা ঘটত। আমার থেকে সব সময় অন্য কারও উপর বেশি ফোকাস করা হত। এই বিশ্বকাপের পরে ফের একটা সিরিজ আসবে। আমি ফের একবার অবজ্ঞার সম্মুখীন হব। এই চ্যালেঞ্জটাই আমাকে ভাল পারফরম্যান্স করতে সাহায্য করে।’