বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > সে বেশি দিন সব ফর্ম্যাটে খেলতে পারবেন না! বুমরাহকে অজি কিংবদন্তির সতর্কবার্তা

সে বেশি দিন সব ফর্ম্যাটে খেলতে পারবেন না! বুমরাহকে অজি কিংবদন্তির সতর্কবার্তা

দীনেশ কার্তিকের সঙ্গে জসপ্রীত বুমরাহ (ছবি-এপি)

পিটিআই-এর সঙ্গে কথা বলার সময় জেফ থমসন বলেছেন, ‘বুমরাহ তার শরীরের উপর অনেক বোঝা রাখে কারণ সে সব ফর্ম্যাটে খেলে এবং সেক্ষেত্রে সে ইনজুরিতে পড়ে। এখন তিনি কী করতে চান তা তাঁর সিদ্ধান্ত নেওয়ার উপরেই নির্ভর করে।’ 

বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার জেফ থমসন বলেছেন, জসপ্রীত বুমরাহ যদি তাঁর ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে চায়, তবে সে তিনটি ফর্ম্যাটেই বেশি সময় ধরে খেলাতে পারবেন না। সমসাময়িক ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরে রয়েছেন। পিঠের চোটের কারণে তাকে অনেকদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। থমসন, তার সময়ের দুরন্ত পেসার, তিনি বিশ্বাস করেন যে তিন ফর্ম্যাটের মধ্যে কোনটি খেলতে চান তা জসপ্রীত বুমরাহর উপরেই নির্ভর করবে।

পিটিআই-এর সঙ্গে কথা বলার সময় জেফ থমসন বলেছেন, ‘বুমরাহ তার শরীরের উপর অনেক বোঝা রাখে কারণ সে সব ফর্ম্যাটে খেলে এবং সেক্ষেত্রে সে ইনজুরিতে পড়ে। এখন তিনি কী করতে চান তা তাঁর সিদ্ধান্ত নেওয়ার উপরেই নির্ভর করে।’ তিনি বলেন, ‘দর্শকরা চায় সে সীমিত ওভারের ক্রিকেটে খেলুক। সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে বোলিং করতে দেখতে সমর্থকেরা স্টেডিয়ামে আসেন। একজনকে ওয়ানডেতে মাত্র ৬০ এবং টি-টোয়েন্টিতে ২৪টা বল করতে হয়, সে কোন ফর্ম্যাটে খেলবে সেটা তাঁর উপর নির্ভর করবে।’

আরও পড়ুন… পাকিস্তানের আশা ভারতের হাতে! সেমির দরজা খুলতে রোহিতদের দিকে তাকিয়ে বাবর আজম

অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার জেফ থমসন আরও বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে তাঁকে একদিনে ১৫ ওভার বল করতে হবে। আপনার ক্যারিয়ার দীর্ঘায়িত করতে কোন ফর্ম্যাটে খেলতে হবে তা আপনি খুব ভালো করেই বুঝতে পারবেন। প্রতি বছর যেভাবে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, তাতে সীমিত ওভারের ক্রিকেটও কম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

জেফ থমসন বলেছেন যে কোন ফর্ম্যাটটি তার পক্ষে সঠিক তা সিদ্ধান্ত নেওয়া বুমরাহের উপর নির্ভর করে কারণ যে কোনও ফাস্ট বোলার ১০ বছরের জন্য তার শীর্ষ ফর্মে থাকেন। জেফ বলেন, ‘একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে আপনি শুধুমাত্র এক দশক ধরে আপনার শিখরে বোলিং করতে পারেন। তাই আপনার জন্য কোনটি সঠিক তা খুঁজে বের করার জন্য আবেগের বাইরে যাওয়া গুরুত্বপূর্ণ। এটি কী যাতে আপনার ক্যারিয়ার আরও ভালভাবে এগিয়ে যায় এবং এটি কী যাতে আপনি দীর্ঘ সময়ের জন্য আপনার দেশের সেবা করতে পারেন।’

আরও পড়ুন… IND vs SA: লোকেশ রাহুলের বদলে কি ঋষভ পন্ত? প্রথম একাদশ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত ভারতের ব্যাটিং কোচের

জসপ্রীত বুমরাহ সীমিত ওভারের ফর্ম্যাটে খেলার কারণেই তিনি আজ বেশি জনপ্রিয়। জেফ থমসন বলেন, ‘এটা নির্ভর করে দর্শকরা কী চায় এবং সে কী চায় তার উপর। মানুষ যদি চায় যে সে ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে বল করুক এবং সে যদি ভারতকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারে তাহলে কেন সে অন্য ফর্ম্যাটের জন্য সীমিত ওভারের ফর্ম্যাট ছেড়ে দেবে।’ তিনি আরও বলেন, ‘সেই সিদ্ধান্ত নেবে কীভাবে তিনি দীর্ঘ সময় ভারতকে সেবা দিতে পারবেন। এই সিদ্ধান্তটি বাস্তবসম্মত হওয়া উচিত এবং আবেগপ্রবণ নয়।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন