রবিবার ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং পাকিস্তান। ৩০ বছর আগের স্মৃতি ফিরিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফের এক বার বিশ্বকাপের ফাইনাল খেলবে পাকিস্তান আর ইংল্যান্ড। সে বার ইমরান খানের নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে ওডিআই-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পাক ব্রিগেড। এ বার ৩০ বছর আগের সেই যন্ত্রণায় প্রলেপ দিতে চান ব্রিটিশরা। রবিবার পাকিস্তানকে হারিয়ে ১৯৯২ সালের বদলা পূরণ করতে চান জস বাটলাররা।
আরও পড়ুন: ভারতকে কটাক্ষ করে পাক প্রধানমন্ত্রীর করা টুইট প্রসঙ্গে নীরবতা ভাঙলেন বাবর
তবে এই লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা এগিয়ে রাখছেন পাকিস্তানকেই। তিনি চান, ট্রফি এ বার এশিয়ায় আসুক। আর সচিন তেন্ডুলকরের বাজি আবার ইংল্যান্ড। তাঁর স্বপক্ষে কিছু যুক্তিও দিয়েছেন সচিন। শনিবার ২০২২ হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এসে ক্রিকেটের দুই কিংবদন্তি বিশ্বকাপ ফাইনাল নিয়ে একেবারে ভিন্ন মেরুতে অবস্থান করছেন।
লারা পরিষ্কার বলে দেন, ‘আমি মনে করি, ব্যক্তিগত খেলোয়াড়দের নৈপুণ্যের দিক থেকে পাকিস্তান টিম বেশ ভালো। ইংল্যান্ডও খুব সুগঠিত ক্রিকেট খেলছে। তবে আমি ট্রফিটি এশিয়ায় দেখতে চাই।’ সচিন তেন্ডুলকরের যুক্তি অন্য। তাঁর ভোট আবার ইংল্যান্ডের দিকে।
আরও পড়ুন: শোচনীয় হারের ময়নাতদন্ত করবে BCCI,উত্তর দিতে হবে কোচ-অধিনায়ককে,বাদ যাবেন না কোহলিও
সচিন বলেন, ‘গ্রাউন্ড ডাইমেনশন দেখে, আমি ইংল্যান্ডকেই ভোট দেব। পাকিস্তানের গতি আছে। ওরা সঠিক সময়ে সেরা ছন্দে ফিরেছে। কিন্তু ইংল্যান্ড স্কোয়ার অফ উইকেট খেলতে পারবে। মেলবোর্নে যেখানে বাউন্ডারি লম্বা। সোজা সীমানা ছোট। সেখানে তারা সুবিধে পাবে।’ তবে মাস্টার ব্লাস্টার এটাও স্বীকার করে নিয়েছেন যে, পাকিস্তান ঠিক সময়ে নিজের সেরা ছন্দে ফিরেছে। ফাইনালেও যে তারা পিচিয়ে রয়েছে, এমনটা ভাবলে ভুল করা হবে।
বৃষ্টির কারণে রবিবার ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে সোমবার রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি রিজার্ভ ডে-তেও বৃষ্টি হয়, তবে পাকিস্তান-ইংল্যান্ড দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।