শুভব্রত মুখার্জি: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩৩ রানের বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খান। ব্যাট এবং বল হাতে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন শাদাব খান। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে শাদাবের মন্তব্য পিএসএলে এর আগেও এমন পারফরম্যান্স করেছি। তবে এটা যেহেতু বিশ্বকাপ তাই এই পারফরম্যান্সটাই সেরা।
আরও পড়ুন… T20 World Cup: তিনি ভারতের ভবিষ্যত, আর্শদীপের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন তারকারা!
প্রসঙ্গত পাকিস্তানের ব্যাটিংয়ের সময় শাদাব খান ২২ বলে ৫২ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। পরবর্তীতে বল হাতে তেম্বা বাভুমা এবং এডেন মার্করামকে আউট করে পাকিস্তানকে ম্যাচে ফেরান। তাঁর এই পারফরম্যান্সের কারণেই ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তিনি। ম্যাচ শেষে শাদাব খান জানিয়েছেন, ‘আমি পিএসএলে এর আগেও এমন পারফরম্যান্স করেছি। তবে এটা একটা আন্তর্জাতিক ম্যাচ। পাশাপাশি বিশ্বকাপের একটা ম্যাচ। সেই কারণেই এটা আমার সেরা পারফরম্যান্স। পিচ এ দিন ভালোই ছিল। কিছুটা স্লো ছিল। তবে বল ব্যাটে ভালোভাবেই এসেছে।’
আরও পড়ুন… ICC র্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান দখল করতেই সূর্যকুমারকে এভাবে শুভেচ্ছা জানালেন কোহলি
নিজের বোলিং প্রসঙ্গে বলতে গিয়ে শাদাব খান জানিয়েছেন, ‘প্রথম বল থেকেই আমি স্টাম্পের মধ্যে বল করার চেষ্টা করেছি। যতটা সম্ভব স্লো বল করার চেষ্টা করেছি। বল পিচে গ্রিপ হয়ে বেশ স্লো হয়ে আসছিল। আর এটাই এই ম্যাচে আমার জন্য কাজে এসেছে।’ ব্যাটিং অর্ডারে আরও উপরে ব্যাট করা প্রসঙ্গে শাদাব খান জানিয়েছেন, ‘আমি উপরে ব্যাট করতে ভালোবাসি। পরিস্থিতির উপর নির্ভর করে আমি কোন পজিশনে ব্যাট করব। দল কী চায় তার উপর ও এটা নির্ভর করে।’
এদিন ম্যাচে ২২ বলে ৫২ রানের একটি মারকাটারি ইনিংস খেলেছেন শাদাব। তার ইনিংস সাজানো ছিল ৩টি চার এবং ৪টি ছয়ে। ২৩৬.৩৬ স্ট্রাইক রেটে এদিন ব্যাট করেন তিনি। অন্যদিকে ২ ওভার বল করে ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। এক ওভারেই দুই সেট হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠান শাদাব। দক্ষিণ আফ্রিকার ইনিংসের অষ্টম ওভারেই দুটি উইকেট নিয়েছিলেন শাদাব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।