বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > ICC T20 WC 2022: চাহালকে কেন একটা ম্যাচও খেলায়নি রোহিত-রাহুল? উত্তর দিলেন ডিকে

ICC T20 WC 2022: চাহালকে কেন একটা ম্যাচও খেলায়নি রোহিত-রাহুল? উত্তর দিলেন ডিকে

রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, যুজবেন্দ্র চাহাল ও দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক বলেছিলেন, ‘তারা একবারও রাগ করেনি বা বিরক্ত হয়নি কারণ তারা (চাহাল এবং হার্ষাল) খুব আত্মবিশ্বাসী ছিল। টুর্নামেন্টের শুরুতে তাঁদের বলা হয়েছিল, এই কন্ডিশনে আমরা তোমাদের খেলাতে পারব না। কারণ এটা না করলে খেলাটা একটু কঠিন হতে পারে।’

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হারের কথা এখনও ভুলতে পারছে না ভারতীয় ভক্তরা। রোহিতদের এমন হারে বিশ্ব ক্রিকেটও বেশ অবাক হয়েছিল। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরে, এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর ভক্তরা ও সমালোচকরা জানতে চান। সেই সকল প্রশ্নের মধ্যে একটি হল টিম ইন্ডিয়া কেন যুজবেন্দ্র চাহালকে পুরো বিশ্বকাপে একটিও ম্যাচ খেলাতে পারেনি। এই পুরো বিশ্বকাপে যুজবেন্দ্র চাহাল এবং হার্ষাল প্যাটেল একমাত্র দুই খেলোয়াড় ছিলেন যারা একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি।

আরও পড়ুন… কীভাবে ভারতীয় দলে নিয়মিত হতে পারেন উমরান? পথ বাতলে দিলেন জাহির

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, যুজবেন্দ্র চাহাল নিজেই দলে নির্বাচিত হননি, তবে এবার তাকে নির্বাচিত করা হয়েছিল এবং একাদশে সুযোগ দেওয়া হয়নি। যুজবেন্দ্র চাহালকে প্রথম একাদশে না নেওয়ায় অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে বহু দিক থেকে সমালোচিত হয়েছিল। এখন দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দীনেশ কার্তিক এই প্রশ্নের উত্তর দিয়েছেন কেন যুজবেন্দ্র চাহালকে খেলানো হয়নি?

আরও পড়ুন… অজিভূমেও হবে ঘটি-বাঙালের লড়াই, মোহন-ইস্ট সমর্থকরা আয়োজন করছেন ডার্বির

ক্রিকবাজের শোতে কথোপকথনের সময়, দীনেশ কার্তিক বলেছিলেন, ‘তারা একবারও রাগ করেনি বা বিরক্ত হয়নি কারণ তারা (চাহাল এবং হার্ষাল) খুব আত্মবিশ্বাসী ছিল। টুর্নামেন্টের শুরুতে তাঁদের বলা হয়েছিল, এই কন্ডিশনে আমরা তোমাদের খেলাতে পারব না। কারণ এটা না করলে খেলাটা একটু কঠিন হতে পারে। তাই তারা এ ব্যাপারটা নিয়ে খুব সচেতন ছিলেন এবং এমনভাবে প্রস্তুতি নিচ্ছিলেন যে, সুযোগ পেলেই তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন আবার একটাও ম্যাচ না খেলতে হতে পারে।’

আরও কথা বলতে গিয়ে দীনেশ কার্তিক বলেছিলেন, ‘তাই যখন কোচ এবং অধিনায়কের কাছ থেকে এই স্পষ্টতা থাকে, তখন এটি খেলোয়াড়ের জন্য জিনিসগুলিকে সহজ করে তোলে কারণ আপনি কেবল নিজের মধ্যে দেখতে শুরু করেন এবং মনে করেন যে আরও ভালো প্রস্তুতি শুরু করতে হবে। আমি কী করব। তিনি এটাই করছেন এবং সুযোগ পেলে নিজের সেরাটা দিতেন। এটি একটি অত্যন্ত উচ্চ তীব্রতার টুর্নামেন্ট। পার্থিব প্যাটেলের মতো ভারতের হয়ে অনেক ম্যাচ খেলেছেন এবং তিনি বাদ পড়ার অনুভূতি জানেন।’ 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন