বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > ICC T20 WC Record: অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়েও ভারতের কাছে ১ রানে ‘হেরে’ গেল কিউয়িরা!

ICC T20 WC Record: অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়েও ভারতের কাছে ১ রানে ‘হেরে’ গেল কিউয়িরা!

কেন উইলিয়ামসন এবং টিম সাউদি (AFP)

গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৯ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

গতকাল টি২০ বিশ্বকাপের সুপার ১২ পর্বের প্রথম ম্যাচে ৮৯ রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ জিতলেও ভারতের রেকর্ডের কাছে এক রানের ব্যবধানে হেরে গেল নিউজিল্যান্ড। টি২০ বিশ্বকাপে আইসিসির দুই পূর্ণাঙ্গ সদস্যের ম্যাচে সর্বাধিক ব্যবধানে ম্যাচ জেনার রেকর্ড রয়েছে ভারতের নামে। ২০১২ বিশ্বকাপে ইংল্যান্ডকে ৯০ রানে হারিয়েছিল ভারত। ভারতের সেই রেকর্ডের থেকে এক রান পিছিয়ে পড়ে নিউজিল্যান্ড।

গতবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। সেই হারের বদলা গতকাল ভালো ভাবেই নেয় কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ঝোরো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০০ রান সংগ্রহ করেন কিউয়িরা। ফিন অ্যালেন মাত্র ১৬ বলে ৪২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন। ডেভন কনওয়ে অপরাজিত ছিলেন ৯২ রানে। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ডেভন কনওয়ে।

এদিকে ২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১৭.১ ওভারে ১১১ রানে অল-আউট হয়ে যায়। ৮৯ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন টিম সাউদি। ৩১ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন মিচেল স্যান্টনার। ২৪ রানে ২টি উইকেট পকেটে পোরেন ট্রেন্ট বোল্ট। এছাড়া ১টি করে উইকেট নেন লকি ফার্গুসন ও ইশ সোধি।

বন্ধ করুন