নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট নিয়ে স্পিরিটপ্রেমীদের খোঁচা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের ম্যাচের আগে ভারতীয় স্পিনার খোঁচা দিলেন, কেউ যদি জনসমক্ষে এসে বলেন যে নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট করবেন না, তাহলে তাঁদের বিরুদ্ধে সুযোগের সদ্ব্যবহার করবেন।
শনিবার প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠকে অশ্বিনকে এক সাংবাদিক প্রশ্ন করেন, 'সামনের দিক থেকে ব্যাটারকে আউট করার দিকে আপনার যেভাবে নজর থাকে, সচেতনভাবে কি নন-স্ট্রাইকার এন্ডেও নজর থাকে? (প্রশ্ন শুনে হেসে ফেলেন অশ্বিন) কয়েকটি দল, কয়েকজন খেলোয়াড়রা বলছেন, কেন উইলিয়ামসনরা বলেন, আমি চাইব না যে এরকম কেউ আউট হোক। তো এই বিষয়ে কি আপনার অবস্থান এখনও এক আছে?'
সেই প্রশ্নের জবাবে একেবারে সপাটে ছক্কা মারেন অশ্বিন। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমিও ওরকমভাবে আউট হতে চাই না। আমার (কোনও আউটের ধরণ) পছন্দ না হওয়ার অর্থ এটা নয় যে আমি সেরকমভাবে আউট হতে পারব না। কেউ আউট হতে পছন্দ করেন না। ব্যাটের কাণায় লেগে ক্যাচ, বোল্ড, রান-আউট, এলবিডব্লুউ বা অন্য কোনওভাবে আউট হতে ভালো লাগে না আমরা। সেভাবেই নন-স্ট্রাইকার এন্ডে আমি রান-আউট হতে চাই না।’
আরও পড়ুন: Video: নিয়ম মেনে লক্ষ্যপূরণ, অভিনব উপায়ে নন-স্ট্রাইকার ব্যাটারদের শিক্ষা দিলেন ফিলিপস
সেখানেই থামেননি অশ্বিন। স্পিরিটপ্রেমীদের খোঁচা দিয়ে ভারতের তারকা স্পিনার বলেন, ‘এটা আউটের একটি ধরণ এবং সেটা বৈধ। যে কোনও বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়। এই দুনিয়ায় নতুন কোনও কিছু হলেই হইচই হয়। লোকজনের ভিন্ন মত থাকতে পারে। সেটা আপনি করতে চান নাকি করতে চান না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এটা ভালো যে ওরা করবে না, তাহলে….(কী বলছিলেন, তা ঠিক স্পষ্টভাবে বোঝা যায়নি)। লোকজন যদি জনসমক্ষে এসে বলেন যে করবেন না, তা ভালো। ক্রিকেটার হিসেবে আমি সেটাকে নিজের জন্য অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করব।’
আরও পড়ুন: ‘আমাকে যদি কেউ আউট করে…’, মানকাডিং নিয়ে কড়া প্রতিক্রিয়া হার্দিক পান্ডিয়ার
নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট ও অশ্বিন
অতীতে নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট করেছেন ভারতের তারকা অফস্পিনার অশ্বিন। ২০১৯ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে সেভাবে আউট (সেইসময় মানকাডিং বলা হত) করেছিলেন। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। যে বিতর্ক এখনও চলে আসছে। মাসকয়েক আগে ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে দীপ্তি শর্মা সেভাবেই নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট করায় বিতর্কের মাত্রা আরও বেড়েছিল। ক্রিকেট আইনে যে আউটকে বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাতে স্পিরিটের দোহাই দিয়ে আক্রমণ শানাতে থাকেন অনেকেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।