সেমিফাইনালে সূচি কী হবে? টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর আগেরদিন অধিনায়ক তোলার ছবির মধ্যেই সেই উত্তর লুকিয়ে খুঁজে পেলেন নেটিজেনরা। যা দেখে রীতিমতো হতবাক হয়ে গেলেন তাঁরা। নতুন করে ভাইরালও হয়ে গেল সেই ছবি।
যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, সেটি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেরদিন (গত ১৫ অক্টোবর) ১৬ জন অধিনায়কের সাংবাদিক বৈঠকে তোলা হয়েছিল। প্রাথমিক পর্যায় এবং ‘সুপার ১২’ পর্যায়ের ১৬ টি দলের অধিনায়করা সেই ছবিতে ছিলেন। সেলফি হিসেবে ছবিটি তুলেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা আয়োজক অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সাংবাদিক বৈঠকের সময় অধিনায়করা যে মঞ্চে বসেছিলেন, সেখানেই তোলা হয়েছিল।
ওই ছবিতে দেখা গিয়েছে, যে মঞ্চের উপর দাঁড়িয়েছিলেন অধিনায়করা, সেখানে একটি উঁচু জায়গা ছিল। তাতে ছিল ১৬ টি অংশগ্রহণকারী দেশের জাতীয় পতাকার ছবি। তা দেখে নেটিজেনরা হতবাক হয়ে গিয়েছেন। কারণ গ্রুপ লিগের পর সেমিফাইনালে যে সূচি (প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান) এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড) ঠিক হয়েছে, সেই সূচির মতোই ওই মঞ্চের উঁচু জায়গায় পতাকার ছবি ছিল।
নেটিজেনরা দেখিয়েছেন, ইংল্যান্ড এবং ভারতের জাতীয় পতাকা ঠিক পাশাপাশি আছে। আবার একইভাবে নিউজিল্যান্ডের জাতীয় পতাকার পাশেই আছে অপর সেমিফাইনালিস্ট পাকিস্তানের পতাকা। যা দেখে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। তেমনই একজন নেটিজেন বলেছেন, ‘পতাকা কীভাবে সাজানো আছে, তা দেখুন।’ সেইসঙ্গে চোখ বড়-বড় করার ইমোজিও দিয়েছেন ওই নেটিজেন।
তবে কিছুটা পার্থক্যও আছে। বাঁ-দিক থেকে ছবি দেখলে ইংল্যান্ডের পতাকা প্রথমে আছে। তারপর আছে ভারতের জাতীয় পতাকা। কিন্তু সেমির সূচি অনুযায়ী, ম্যাচটা হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের ('গ্রুপ ২'-র প্রথম স্থানাধিকারী বনাম 'গ্রুপ ১'-র দ্বিতীয় স্থানাধিকারী)। যে দুই দল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে। তবে প্রথম সেমিফাইনালের দুই দলের ক্ষেত্রে পতাকার অবস্থান একেবারে নিখুঁত আছে।
সেমিফাইনালের লড়াই
এমনিতে তিন সপ্তাহের লড়াইয়ের পর রবিবার চারটি সেমিফাইনালিস্ট দল চূড়ান্ত হয়ে গিয়েছে। 'সুপার ১২' পর্যায়ের ‘গ্রুপ ২’ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে ভারত। দ্বিতীয় স্থানে থেকে সেমিতে উঠেছে পাকিস্তান। আবার ‘গ্রুপ ১’ থেকে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় হয়েছে ইংল্যান্ড। সেই পরিস্থিতিতে সেমিফাইনালের সূচি দেখে নিন -
১) প্রথম সেমিফাইনাল: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, ৯ নভেম্বর (বুধবার), দুপুর ১ টা ৩০ মিনিট (ভারতীয় সময়), সিডনি।
২) দ্বিতীয় সেমিফাইনাল: ভারত বনাম ইংল্যান্ড, ১০ নভেম্বর (বৃহস্পতিবার), দুপুর ১ টা ৩০ মিনিট (ভারতীয় সময়), অ্যাডিলেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।