বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > নিজে পারেননি, আফসোস কমালেন বাবর আজমরা, উচ্ছ্বসিত পাক প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিজে পারেননি, আফসোস কমালেন বাবর আজমরা, উচ্ছ্বসিত পাক প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ভারত-পাকিস্তান ম্যাচ দেখছেন ইমরান।

ইমরান খান দেশের প্রধানমন্ত্রী হলে কী হবে! তাঁর মন যে এখনও পড়ে থাকে ২২ গজে। তাঁর রক্তে রয়েছে ক্রিকেট। তাই রবিবার সব কাজ ফেলে ভারত-পাকিস্তান মহারণ দেখতে বসে গিয়েছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

১৯৯২ সাল। সে বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েও আক্ষেপ রয়ে গিয়েছিল পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে না পারর যন্ত্রণাটা উচ্ছ্বাসের মাঝেও কোথাও যেন বড় বেশি খোঁচা দিচ্ছিল। আসলে বিশ্বকাপের মঞ্চে যে ক'বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে, একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। রবিবারের আগে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে কখনও হারেনি ভারত। অবশেষে ১৩ বারের বার পাকিস্তানের একটি বড় যন্ত্রণায় মলম লাগালেন বাবর আজমের পাকিস্তান। রবিবার ভারতকে হারিয়ে লজ্জার পরিসংখ্যানের হাত থেকে মুক্তি পেল তারা। আর তাদের এই জয়ে উচ্ছ্বসিত পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং দেশের প্রাক্তন অধিনায়ক ইমরান খান।

ভারতকে হারানোর পর উচ্ছ্বসিত হয়ে ইমরান খান একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘পাকিস্তানটি টিমকে অনেক শুভেচ্ছা। বিশেষ করে বাবর আমজমকে। ও একেবারে সামনে দাঁড়িয়ে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি রিজওয়ান এবং শাহিন আফ্রিদিও দুরন্ত পারফরম্যান্স করেছে। দেশ তোমাদের জন্য গর্বিত।’

দেশের প্রধানমন্ত্রী হলে কী হবে! তাঁর মন যে এখনও পড়ে থাকে ২২ গজে। তাঁর রক্তে রয়েছে ক্রিকেট। তাই রবিবার সব কাজ ফেলে ভারত-পাকিস্তান মহারণ দেখতে বসে গিয়েছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। 

রবিবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করতে নেমেই দলের ১ রানের মাথায় রোহিত শর্মাকে ফেরান শাহিন আফ্রিদি। ১ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। এর পর আফ্রিদি ফেরান কেএল রাহুলকে। তখন দলের রান মাত্র ৬। দলের ৩১ রানের মাথায় আউট হন সূর্যকুমার যাদব। একমাত্র বিরাট কোহলির ৪৯ বলে ৫৭ এবং ঋষভ পন্তের ৩০ বলে ৩৯ রানের সৌজন্যে ১৫১ রান করে ভারত। বিরাট, পন্ত ছাড়া বাকিরা কেউ ১৫ রানের গণ্ডি টপকাতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে সহজে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ৫৫ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন মহম্মদ রিজওয়ান। ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন বাবর আজম। ১৭.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫২ রান করে নেয় পাকিস্তান।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.