দু'দশকেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেট খেলা কোনও দেশের ক্যাপ্টেনকে বিশ্বকাপের মঞ্চে এমন মন্তব্য করতে কখনও শোনা গিয়েছে কিনা সন্দেহ। বাংলাদেশের ক্যাপ্টেন শাকিব আল হাসান ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন এক আপলকা মন্তব্য করে বসেন, যা বাংলাদেশ ক্রিকেটের গরিমাকে কালিমালিপ্ত করবে নিশ্চিত।
ভারতের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে শাবিক স্পষ্ট স্বীকার করে নেন যে, তাঁরা বিশ্বকাপ জিততে আসেননি। বরং ভারত বিশ্বকাপ জিততে এসেছে। তাই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ভারতকে হারিয়ে তাঁরা অঘটন ঘটাতে চান।
শাকিব বলেন, ‘আমার মনে হয় স্টেডিয়াম পুরো ভরা থাকবে। কারণ ভারত যেখানেই খেলে, দারুণ সমর্থন পায়। আশা করি ভালো ম্যাচ হবে। ভারত নিঃসন্দেহে ফেবারিট হিসেবেই মাঠে নামবে। ওরা বিশ্বকাপ জিততে এসেছে। আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন। আমরা যদি ভারতকে হারাই, তবে সেটা অঘটন হবে এবং আমরা ভারতকে হতাশ করার জন্য মরিয়া চেষ্টা চালাব।’
উল্লেখ্য, বুধবার অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এখনও সেমিফাইনালের দৌড়ে টিকে থাকলেও বাংলাদেশ দলনায়ক নিজেদের আন্ডারডগ হিসেবে বর্ণানা করেন। যদিও ম্যাচটি যে তাঁদের কাছে গুরুত্বপূর্ণ, তা এককথায় মেনে নেন শাকিব। তিনি বলেন, ‘সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা একই রকম মানসিকতা নিয়ে খেলতে চাই। আমরা কোনও একটি প্রতিপক্ষকে নিয়ে মাথা ঘামাতে রাজি নই। বরং নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করাই হবে আমাদের লক্ষ্য।’
শাকিব আরও যোগ করেন, ‘বিশ্বকাপে আমাদের ক্রিকেটারদের স্ট্রাইক-রেট নিয়ে আমরা বিন্দুমাত্র চিন্তিত নই। ম্যাচের সব বিভাগে সম্পূর্ণ দলগত পারফর্ম্যান্স মেলে ধরার দিকেই আমাদের নজর থাকছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।