বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > IND vs BAN: পন্ত, যুজি একাদশে সুযোগ পাবেন? ভারতীয় দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা

IND vs BAN: পন্ত, যুজি একাদশে সুযোগ পাবেন? ভারতীয় দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একাদশে কি একাধিক পরিবর্তন হতে পারে?

দক্ষিণ আফ্রিকা ম্যাচে দলে বদল করে সমস্যায় পড়তে হয়েছিল ভারতকে। তবে জানা গিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধেও দলে একাধিক পরিবর্তন হতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে একটি ছোট্ট অঘটন কিন্তু ভারতকে টুর্নামেন্টের বাইরে ছিটকে দিতে পারে। তাই একেবারে অঙ্ক কষে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে মরিয়া টিম ইন্ডিয়া। কেমন হতে পারে দল?

বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে জেতার পর হঠাৎই বড় ধাক্কা খেতে হয়েছে ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বসেছে টিম ইন্ডিয়া। আর তাতেই শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। চলছে কাটাছেঁড়া। তবে বাংলাদেশ এবং জিম্বাবোয়েকে হারালে সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত। কিন্তু বাংলাদেশ ম্যাচ ভারতকে জিততেই হবে।

দক্ষিণ আফ্রিকা ম্যাচে দলে বদল করে সমস্যায় পড়তে হয়েছিল ভারতকে। তবে জানা গিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধেও দলে একাধিক পরিবর্তন হতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে একটি ছোট্ট অঘটন কিন্তু ভারতকে টুর্নামেন্টের বাইরে ছিটকে দিতে পারে। তাই একেবারে অঙ্ক কষে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে মরিয়া টিম ইন্ডিয়া। কেমন হতে পারে দল?

আরও পড়ুন: 2022 T20 WC-এর ফাইনালে খেলবে কোন দুই দল? বড় ভবিষ্যদ্বাণী মিতালি রাজের

যে পরিবর্তনগুলি নিয়ে চলছে জল্পনা:

ঋষভ পন্ত না দীনেশ কার্তিক?

দীনেশ কার্তিক দক্ষিণ আফ্রিকা ইনিংস চলাকালীন চোট পেয়েছিলেন পিঠে। তার পরে তিনি কিপিং করতে করতে মাঝপথেই মাঠ ছাড়েন। বাকি ম্যাচে কিপিং করেন ঋষভ পন্ত। বাংলাদেশ ম্যাচে কার্তিকের নামার সম্ভবনা কার্যত নেই। রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে ম্যাচ-ডে’র সকাল পর্যন্ত অপেক্ষা করার কথা বললেও জানা গিয়েছে, চলতি বিশ্বকাপে প্ৰথম বার বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার কথা পন্তের।

রাহুল কি ওপেন করবেন?

কেএল রাহুল চলতি বিশ্বকাপে চূড়ান্ত হতাশ করেছেন। বিশ্বকাপে খেলতে নামার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং প্রস্তুতি ম্যাচে টানা চারটে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনি নিরাশ করেছেন। তিন ম্যাচে এখনও পর্যন্ত তাঁর রানসংখ্যা ৪, ৯ এবং ৯। যে ভাবে খোলসের মধ্যে ঢুকে গিয়ে ব্যাটিং করছেন, তাতে তাঁর ক্রিকেট মানসিকতা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। তবে ঘটনা হল, কেএল রাহুল অফফর্মে থাকলেও টিম ম্যানেজমেন্ট সম্পূর্ণ ভাবে পাশে দাঁড়িয়েছেন রাহুলের। তাই তাঁর বাদ পড়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে। সে ক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধেও রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন রাহুলই।

আরও পড়ুন: ‘মিথ্যে’ ক্যাচ ধরেছিলেন উইলিয়াসন, ক্ষমা চাইলেন বাটলারের কাছে- ভিডিয়ো

রবিচন্দ্রন অশ্বিন না যুজবেন্দ্র চাহাল?

প্ৰথম দুই ম্যাচেই ভালো খেললেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনেক বেশি রান দিয়ে ফেলেছেন অশ্বিন। তাই তাঁর পরিবর্ত হিসেবে যুজিকে খেলানোর বিষয়ে সরব হয়েছে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটার সকলে। তবে একটা ম্যাচে খারাপ পারফরম্যান্সের জন্য কি টিম ম্যানেজমেন্ট বাদ দেবেন অশ্বিনকে? যেখানে অশ্বিন ব্যাটটাও যুজির চেয়ে ভালো করেন।

দীপক হুডা না অক্ষর প্যাটেল?

দক্ষিণ আফ্রিকা ম্যাচে দুম করে বাদ দেওয়া হয়েছিল অক্ষর প্যাটেলকে। ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াতে সুযোগ দেওয়া হয়েছিল দীপক হুডাকে। তবে তিনি ব্যর্থ হন। ব্যাট হাতে কোনও রান না করেই সাজঘরে ফিরেছিলেন দীপক হুডা। পরে বল হাতেও তাঁকে দেখা যায়নি। তাই বাংলাদেশের বিরুদ্ধে অক্ষর প্যাটেলের দলে ফেরার সম্ভাবনা প্রবল। অনেকে আবার বলছেন অ্যাডিলেড ওভালের পিচে যেহেতু পেসাররা সুবিধে পাবেন, তাই হয়তো আরও এক ম্যাচে দেখা হতে পারে দীপক হুডাকে। তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.