টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে একেবারে মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। তাও আবার ১০ উইকেটে হারের লজ্জা। রোহিত শর্মারা ফিরিয়ে আনলেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের লজ্জার স্মৃতি। সে বার পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ লিগের প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরে নিজেদের সম্মান খুইয়েছিলেন বিরাট কোহলিরা। আর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে একই ঘটনার পুনরাবৃত্তি। ৩৮২ দিন পর ফের ভারতীয় ক্রিকেটে ফিরল ১০ উইকেটে হারের লজ্জার স্মৃতি।
আরও পড়ুন: ৯২'র বিশ্বকাপের সঙ্গে ২০২২-এর আশ্চর্য মিলগুলি দেখুন-ফের MCG-তে উড়বে পাক ধ্বজা?
বৃহস্পতিবারের ম্যাচে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি হারতে না হারতেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা কার্যত উল্লাসে মেতে ওঠেন। আর সেই তালিকায় সকলের আগে নাম লিখিয়েছেন প্রাক্তন পাক ফাস্ট বোলার শোয়েব আখতার। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ চলাকালীনই শোয়েব আখতার একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘একটাও আউট করতে পারলি না ভাই?’
রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের এই মন্তব্য যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাটা ঘায়ে নুনের ছিটে দিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। যদিও তিনি এর পর আরও একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন। সেখানে সমালোচনার সুরে বলেছেন, ‘ভারতের এই পরাজয় সত্যিই খুব বিস্ময়কর। এই ম্যাচটা একেবারে জঘন্য খেলেছে টিম ইন্ডিয়া। এমন পারফরম্যান্স করার পর ভারতের ফাইনালে ওঠার কোনও অধিকারই ছিল না। ভারতের বোলিং ব্যর্থতা আরও একবার স্পষ্ট হয়ে গেল। অস্ট্রেলিয়ার উইকেটে যেখানে যথেষ্ট গতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের হাতে কোনও ফাস্ট বোলার ছিল না। চাহাল ভারতের একজন ঠিকঠাক স্পিনার, ওকে কেন খেলানো হল না সেটাও বুঝতে পারলাম না।’
আরও পড়ুন: ৩৮২ দিন পর ফের ভারতীয় ক্রিকেটে ফিরল T20 WC-এ ১০ উইকেটে হারের লজ্জা!
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘কোন মাপকাঠিতে ভারতের এই টিম সিলেকশন করা হল, সেটাই আমার মাথায় ঢুকছে না। আমরা মেলবোর্নে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষা করছিলাম। এবার সেটা আর সম্ভব নয়। এমনিতে ভারতীয় ক্রিকেট দল যদি পাকিস্তানে খেলতে আসে, তাহলে বরাবরই আমরা স্বাগত জানাব। তবে সেটা নিয়ে বিশ্বকাপের পরেই কথা হবে। আজকের দিনটা ভারতের জন্য খুবই খারাপ ছিল। হাতের সম্পদগুলো ভারত ঠিকঠাক করে ব্যবহার করতে পারল না। যখন ভারত কিছুই করতে পারছিল না, তখন অন্তত রাউন্ড দ্য উইকেট এসে বাউন্সার মারতে পারত। ম্যাচে একটা উত্তেজনা তৈরি হত। কিন্তু, সেইসব কিছুই হল না। ইংল্যান্ড ইনিংসের প্রথম ৫ ওভারেই ভারত হাত তুলে দিয়েছিল। একটা নির্বিষ ম্যাচে ভারত হেরে গেল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।