২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। এর পর থেকেই রোহিত শর্মা ব্রিগেডকে নিয়ে চলছে তীব্র সমালোচনা। ক্রিকেট ভক্ত থেকে ক্রিকেট বিশেষজ্ঞ- প্রত্যেকেই ধুইয়ে দিচ্ছে টিম ইন্ডিয়াকে। পাকিস্তান আবার নানা ভাবে টিপ্পনি কাটছে, কটাক্ষ করে চলেছে। এই সব কারণে ভারতীয় ক্রিকেট ভক্তদের ক্ষোভটা রোহিতদের উপর আরও বেড়ে গিয়েছে।
তবে এত সবের মাঝেও একটাই প্রশ্ন সকলের মনে খচখচ করছে, ভারত একেবারে লড়াই না করে, ইংল্যান্ডের কাছে কী ভাবে হেরে বসে থাকল? পাশাপাশি বিশ্ব ক্রিকেটে ভারতকে নতুন ‘চোকার্স’ বলা হচ্ছে! কপিল দেব, যাঁর অধিনায়কত্বে ভারত প্রথম বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল, তিনিও মেনে নিয়েছেন, চোকার্স শব্দটা এখন ভারতীয় দলের সঙ্গে খাপ খেয়ে যায়। তবে ক্রিকেটারদের অতিরিক্ত সমালোচনা করাটাও কপিলের পছন্দ নয়।
আরও পড়ুন: আত্মসমালোচনা নয়, বোলিংয়ের ওপর দোষ চাপিয়েই দায় সারলেন রোহিত
কপিল দেব এবিপি নিউজে বলেছেন, ‘হ্যাঁ, আমরা এখন ভারতীয় দলকে চোকার্স বলতেই পারি। এটা ঠিক আছে। ভারতের এখন তীরে এসে বারবার তরী ডুবছে। অর্থাৎ চোক করে যায় ভারতীয় দল। কিন্তু তা বলে ভারতীয় দলকে নিয়ে এতটাও সমালোচনা করবেন না। আমি একমত যে, ভারত এখানে খারাপ ক্রিকেট খেলেছে, কিন্তু আমরা এক ম্যাচের ভিত্তিতে তাদের অতিরিক্ত সমালোচনা করতে পারি না।’ এটা ঘটনা যে, ২০১৩ সালের পর আর আইসিসি ট্রফি জেতেনি ভারত। কখনও সেমিফাইনাল, কখনও ফাইনাল, তো কখনও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ভারতকে।
আরও পড়ুন: T20 WC থেকে ভারতের বিদায়ের পর দ্রাবিড়দের বিশ্রাম, কিউয়ি সফরে ভারতের কোচ লক্ষ্মণ
এ ছাড়া কপিল দেব ইংল্যান্ডের ওপেনারদের প্রশংসা করেছেন। অধিনায়ক জস বাটলার এবং অ্যালেক্স হেলস যে ভাবে মাত্র ১৬ ওভারে ম্যাচ শেষ করেছেন, তা দেখে সকলের মতো অবাক হয়েছেন কপিলও। কপিল দেব বিশ্বাস করেন যে, ইংল্যান্ড দল পিচের ব্যবহার ভালো ভাবে করেছে। এবং তারা পিচের চরিত্র বুধে নিজেদের পরিকল্পনা সাজিয়েছিল। যেটা ভারত করেনি।
কপিল বলেওছেন, ‘ইংল্যান্ড পিচের চরিত্র ভালো ভাবে বুঝে নিয়েছিল। এবং ভালো ক্রিকেট খেলেছে ওরা। তবে আমাদের খেলোয়াড়দের প্রতি খুব বেশি কঠোর হওয়া উচিত নয়। এরাই কিন্তু দেশের মর্যাদা বাড়িয়েছে। ১৬৮-১৭০ ভালো স্কোর। কিন্তু পিচ অনুযায়ী বোলিং না করলে সমস্যা হবেই। ইংল্যান্ডের জন্য এটি একটি সহজ জয় ছিল, তবে আপনি কত শর্ট বল করেছেন সেটাও দেখতে হবে।’