সচিন তেন্ডুলকর, যাকে ক্রিকেটের ঈশ্বর বলা হয়, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পরাজয়ের পর টিম ইন্ডিয়াকে সমর্থন করে একটি বার্তা লিখেছেন। সেমিফাইনালে ভারত হেরেছে ১০ উইকেটে। এ নিয়ে তিনি ভারতীয় ক্রিকেট দলের ভক্তদের কাছে আবেদন করেছেন যে, তারা যদি জয় উদযাপন করেন, তাহলে তাদেরকে পরাজয় সহ্য করার ক্ষমতা রাখতে হবে। তবে তেন্ডুলকরের এই টুইটে ভক্তরা বেশ ক্ষুব্ধ হয়েছেন।
কিংবদন্তি তারকা সচিন তেন্ডুলকর টুইট করে লিখেছিলেন, ‘একটি মুদ্রার দুটি দিক আছে।জীবনও তাই। আমরা যদি আমাদের দলের সাফল্যকে আমাদের জয় হিসাবে উদযাপন করি, তবে আমাদের দলের পরাজয়ও সহ্য করতে সক্ষম হওয়া উচিত। জীবনে, উভয়ই একসাথে যায়।’ একই সঙ্গে সচিনের এই টুইটের জবাবে কিছু ভক্ত লিখেছেন যে পরাজয়ে আমাদের কোনও সমস্যা নেই,কিন্তু আমরা যেভাবে হেরেছি তাতে আমাদের সমস্যা আছে।
আরও পড়ুন… T20 World Cup: ২০২১ সেমিতে আউট হয়েছিল পাক-ইংল্যান্ড, এ বার খেলবে ফাইনাল, শুধু ভারতেরই জুটল লজ্জা
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘পরাজয় ঠিক আছে স্যার এটা খেলার অংশ, কিন্তু স্যার আজ আমাদের দল যেভাবে খেলেছে সেটা স্বাভাবিক স্তরের ক্রিকেট। আমরা একটা উইকেটও নিতে পারিনি। আমাদের সেই কাপ জেতার কোনও উদ্দেশ্য ছিল না। অথবা আপনি কতক্ষণ এক বা দুই খেলোয়াড়ের উপর ম্যাচ জিততে থাকবেন? আমাদের ওপেনাররা এই টুর্নামেন্ট জুড়ে পাওয়ারপ্লেতে রান করতে ব্যর্থ হয়েছেন।’
আরও পড়ুন… হতাশ, আহত, মর্মাহত... ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে আবেগপ্রবণ হার্দিক
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে খুব ক্লোস জয়ে ভারত কঠিন লড়াই করেছে। দক্ষিণ আফ্রিকা এককভাবে আপনাকে হারিয়েছে। ইংল্যান্ড এত বড় দল যে একে হারানো কঠিন। নেদারল্যান্ডস এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের মানে এই নয় যে আপনি টুর্নামেন্টের জন্য ফেভারিট... আইপিএল খেলতে যাও।’
অন্য একজন টুইটার ব্যবহারকারী নিজেই দল নিয়ে প্রশ্ন তুলেছেন এবং লিখেছেন, ‘দল যখন খারাপ লোক দিয়ে তৈরি হয়, তখন পরাজয় নিশ্চিত। পাকিস্তানের বিরুদ্ধেও হেরে যেত। এক তো খারাপ ওপেনারযারা খেলতেই পারল না। তার উপর খারাপ স্পিনার। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য কখনও জায়গা পায় না আর হ্যা সেই ভুবনেশ্বর কুমার... জিম্বাবোয়ের সঙ্গেই ভালো আছে...’ রাজীব লিখেছেন, ‘পরাজয় একটি ভিন্ন জিনিস,কিন্তু লড়াই না করে আত্মসমর্পণ করা জিনিসটিকে কষ্ট দেয়।’
অন্য একজন ব্যবহারকারী তার হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘এটি কেবল মিঃ তেন্ডুলকরের পরাজয় ছিল না,এটি ছিল দলের একটি লজ্জাজনক আত্মসমর্পণ। বিশ্বকাপে অধিনায়কত্ব,দলের পারফরম্যান্স এবং কম্পোজিশন নিয়ে আপনি কি সত্যিই খুশি?’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।