বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > Ind Vs Eng Head to Head: ২০০৭-এর ছয় ছক্কা দিয়ে শুরু... ইংল্যান্ডকে বরাবর ভুগিয়েছে ভারত, পরিসংখ্যানে এগিয়ে রোহিত ব্রিগেড!

Ind Vs Eng Head to Head: ২০০৭-এর ছয় ছক্কা দিয়ে শুরু... ইংল্যান্ডকে বরাবর ভুগিয়েছে ভারত, পরিসংখ্যানে এগিয়ে রোহিত ব্রিগেড!

মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ডের থেকে এগিয়ে ভারত।

পরিসংখ্যানের দিক দিয়ে ইংরেজদের থেকে অনেকটাই এগিয়ে ভারত। সেই পরিসংখ্যানের রেশ ধরেই কি সেমিতে আসবে বহু আকাঙ্খিত জয়?

২০০৭ সালের কিংসমিড। সেও এক টি২০ বিশ্বকাপ। স্টুয়ার্ড ব্রডের বলে যুবরাজ সিংয়ের এক ওভারে ছয় ছক্কার ওপর ভর করে ভারত ২০০ রানের গণ্ডি পার করেছিল। ইংল্যান্ডও খুব কাছাকাছি চলে এসেছিল ভারতের লক্ষ্যের। তবে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছিল ধোনি ব্রিগেড। ২০০৭ সালে সেই ম্যাচে খেলা ক্রিকেটারদের মধ্যে মাত্র একজনই এখনও সাদা বলের ক্রিকেটে খেলে চলেছেন। তিনি হলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ২০০৭ সালে সুপার সিক্স পর্বে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হয়ে ভারত জিতেছিল। পরবর্তীতে সেই বিশ্বকাপও ঘরে নিয়ে এসেছিল ভারত। এবার ১৫ বছর পর আরও এক বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে। সামনে জস বাটলারের ইংরেজ বাহিনী। অ্যাডিলেডে ইংরেজদের হারালেই এমসিজির ফাইনালের টিকিট মিলবে। তার আগে এটা জেনে ভারতীয় সমর্থকরা খুশিই হবেন যে, ঐতিহাসিক ভাবে টি২০ ফর্ম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতই এগিয়ে।

মুখোমুখি লড়াইতে এগিয়ে ভারত

উল্লেখ্য, ২০০৭ সালের বিশ্বকাপের পর বিগত দেড় দশকে ভারত এবং ইংল্যান্ড আরও ২১টি টি২০ ম্যাচ খেলেছে। আজও পর্যন্ত ভারত ও ইংল্যান্ড মোট ২২ বার টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। আর এর মধ্যে ভারতের ঝুলিতে গিয়েছে ১২টি জয়। ইংল্যান্ড জিতেছে ১০ বার। তাই বলাই যায়, খাতায় কলমে এগিয়ে ভারত। ইংরেজদের বিরুদ্ধে ভারতের জয়ের হার ৫৪.৫৪ শতাংশ। ২০০৭ সালের পর ২০১২ সালে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেবার ইল্যান্ডকে মাত্র ৮০ রানে অলআউট করে দিয়ে ৯০ রানে ম্যাচ জিতেছিল ভারত। সেই ম্যাচটি হয়েছিল কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এমনকি ২০২১ সাল থেকে ভারত ৮ বার ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলে জয়ী হয়েছে ৫ বার। অবশ্য, ট্রেন্ট ব্রিজে দুই দলের শেষ টি২০ ম্যাচে জয়ী হয়েছিল ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে গত চারটি দ্বিপাক্ষিক সিরিজেই ভারত জয়ী হয়েছে। এত পরিসংখ্যানের মধ্যেও এটা সত্যি, অস্ট্রেলিয়াতে কখনও টি২০ ম্যাচে মুখোমুখি হয়নি ভারত ও ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের পরিসংখ্যান

এদিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে অধিনায়ক রোহিত শর্মার টি২০-তে সেঞ্চুরি রয়েছে ইংরেজদের বিরুদ্ধে। বিগত ১৫ বছরে রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ১৪টি টি২০ ম্যাচ খেলেছেন। ৩৪.৮১ গড়ে তিনি ৩৮৩ রান করেছেন ইংরেজদের বিরুদ্ধে। এদিকে ভারতের অপর ওপেনার কেএল রাহুলের গড় (২৬.৮৮) সেই অর্থে ভালো না হলেও ইংরেজদের বিরুদ্ধে টি২০-তে শতরান রয়েছে তাঁরও। এছাড়া তিন নম্বরে নামতে চলা বিরাট কোহলি ইংরেজদের বিরুদ্ধে চারটি অর্ধশতরান করেছেন। বাটলারদের বিরুদ্ধে ১৯ ম্যাচে তাঁর গড় ৩৯.২৬। অন্যদিকে ছয় ম্যাচে ইংরেজদের বিরুদ্ধে ৫২-র গড়ে ২৬০ রান করেছেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে খেলা শেষ ম্যাচে ১১৭ রান করেছিলেন বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটার। বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ৯ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেট নিয়েছেন। মহম্মদ শামি জীবনে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টি২০ ম্যাচ খেলেছেন। ২০১৪ সালের সেই ম্যাচে তিনি ৩ উইকেট নিয়েছিলেন।

ভারতের বিরুদ্ধে ইংরেজ ক্রিকেটারদের পরিসংখ্যান

এদিকে টি২০-তে ভারতের বিরুদ্ধে ইংরেজ অধিনায়ক জস বাটলারের গড় মাত্র ২৮.২১। ২০ ম্যাচে তিনি ভারতের বিরুদ্ধে ৩৯৫ রান করেছেন। ইংল্যান্ডের অপর ওপেনার অ্যালেক্স হেলস নয় ম্যাচে ভারতে বিরুদ্ধে ২৪৫ রান করেন ৩০.৬২ গড়ে। এদিকে ভারতের বিরুদ্ধে ৯টি টি২০ ম্যাচে কোনও দিন অর্ধশতরানের গণ্ডি পার করেননি বেন স্টোকস। ভারতের বিরুদ্ধে টি২০-তে সব মিলিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এদিকে ভারতের বিরুদ্ধে ৮টি টি২০ ম্যাচে মাত্র ৮০ রান করেছেন মোইন আলি। ৭টি উইকেট নিয়েছেন মোইন। এছাড়া মার্ক উড ভারতের বিরুদ্ধে ৪ ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন। এদিকে সাতটি টি২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে মাত্র ২টি উইকেট নিতে পেরেছেন স্যাম কারান। ব্যাট হাতে ভারতের বিরুদ্ধে তাঁর গড় মাত্র ৯। ইংরেজদের মধ্যে কারও সেই অর্থে দুর্দান্ত রেকর্ড নেই ভারতের বিরুদ্ধে। এই আবহে অ্যাডিলেডে মাঠে নামার আগে খাতায় কলমে কিছুটা হলেও পিছিয়েই আছে ইংরেজরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিয়ের পিঁড়িতে বসছেন গোবিন্দার ভাগ্নি আরতি সিং, পাত্র কে 'আমার ছেলে যা করেছে…' বলছেন অভিযুক্তের মা, কর্ণাটকে লাভ জেহাদ?হিন্দু তরুণীকে খুন নওয়াদায় অধীর চৌধুরীর প্রচারে TMCর হামলার নিন্দা করলেন দলেরই বিধায়ক ১৯ দিন পর ছেলের বিয়ে! আদৃতকে নিয়ে আবেগঘন বাবা, কী লিখলেন কৌশাম্বির হবু শ্বশুর? বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, গম্ভীরকে দেখালেন বিরাট? ফের তাজা হল ক্ষত ডেথ ওভারে নাইট বোলারদের রান দেওয়ার রোগ সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’ Luton Town vs Brentford Live Score, Luton Town 0-0 Brentford EPL 2023 Sheffield United vs Burnley Live Score, Sheffield United 0-0 Burnley EPL 2023 Everton vs Nottingham Forest Live Score, Everton 0-0 Nottingham Forest EPL 2023 'রাজনৈতিক মতাদর্শ বদলান...' লোকসভার আগে ইঙ্গিতবহ পোস্ট বীরের, নিশানায় কোন দল?

Latest IPL News

বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, গম্ভীরকে দেখালেন বিরাট? ফের তাজা হল ক্ষত ডেথ ওভারে নাইট বোলারদের রান দেওয়ার রোগ সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’ কীভাবে বড় স্কোর তুলছে SRH? কামিন্সদের সাফল্যের কৌশল ফাঁস করলেন ট্র্যাভিস হেড রোহিত বা বোর্ড নয়, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কিনা,ঠিক করুক দর্শকরাই, মত পন্টিংয়ের IPL 2024: রোহিতের জন্য চিৎকার করছেন PBKS ক্যাপ্টেন! জেনে নিন ঘটনাটা আসলে কী? কেন উপরের দিকে ব্যাটিং করছেন না ধোনি! ফ্লেমিং-এর উত্তরে মন ভাঙবে মাহি ভক্তদের ‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর? ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.