ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও হারতে হল ইংল্যান্ডকে। যদিও প্রস্তুতি ম্যাচ ছিল। তবে এই ম্যাচকে ঘিরে টানটান উত্তেজনা ছিল। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা এ দিন যতটা ভাল খেলেছে, তাদেরও ছাপিয়ে গেলেন লোকেশ রাহুলরা। ইংল্য়ান্ডের ১৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জিতল ভারত।
২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ রয়েছে। তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। ভারত-পাকিস্তান মানেই ২২ গজে উত্তেজনার পারদ একেবারে আকাশছোঁয়া হয়ে যায়। তবে সেই ম্যাচের আগে সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ভারত অনেকটাই অক্সিজেন পেল। বাড়ল আত্মবিশ্বাসও।
18 Oct 2021, 11:17:35 PM IST
৬ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতল ভারত
১৮. ৬ ওভারে ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতালেন ঋষভ পন্ত। তবে এ দিন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল (২৪ বলে ৫১) এবং ইশান কিষাণই (৪৬ বলে ৭০) ভারতের জয়ের ভিত তৈরি করে দেন। এর পর ঋষভ পন্ত ১৪ বলে অপরাজিত ২৯ রান করেন। তবে নিরাশ করলেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। দুই তারকা ব্যাটসম্যানই কিন্তু বহু দিন ধরে নিজেদের ছন্দে নেই। যেটা ভারতের চিন্তার কারণ। ভুবনেশ্বর কুমার, রাহুল চাহারদের যে ভাবে ইংল্যান্ড পিটিয়েছে, তা নিয়েও চিন্তায় থাকতে হবে টিম ইন্ডিয়াকে। এই ম্যাচের পর অন্তত নিজেদের ভুলত্রুটিগুলো আরও পরিষ্কার হয়ে গিয়েছে ভারতের। আশা করা হচ্ছে, ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে এই ভুলগুলো শুধরে নেবে ভারত।
18 Oct 2021, 10:58:46 PM IST
সূর্যকুমার যাদব আউট
১৫.২ ওভারে ইশান কিষাণ ৪৬ বলে ৭০ রান করে মাটে ছেড়েছিলেন। অন্যদের খেলার সুযোগ দেওয়ার জন্য তিনি রিটায়ার্ড হার্ট হয়ে যান। এর পর নেমেছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু ৯ বলে ৮ রান করে আউট হলেন সূর্য। ১৮ ওভারে ৩ উইকেটে ১৬৯ রান ভারতের। জিততে হলে চাই ১২ বলে ২০ রান।
18 Oct 2021, 10:42:07 PM IST
ভারত ১৫ ওভারে ১৪৮/২
ভারত ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ফেলেছে। ক্রিজে রয়েছেন ইশান কিষাণ (৪৫ বলে ৬৯ রান) এবং ঋষভ পন্ত (৮ বলে ১৫ রান)।
18 Oct 2021, 10:31:22 PM IST
কোহলি আউট
লিভিংস্টোনের বলে ক্যাচ আউট হলেন কোহলি। ১৩ বলে ১১ রান করেন কোহলি। ১৩ ওভারে ভারতের স্কোর ২ ওভারে ১২৬ রান।
18 Oct 2021, 10:23:13 PM IST
ভারত ১২ ওভারে ১২৩/১
এই ওভারে ২৪ রান নিল ভারত। ১০০ পার করল তারা। ইশান কিষাণও অর্ধশতরান করে ফেললেন। ৩৮ বলে ৬০ রান করে ফেলেছেন ইশান কিষাণ। ১০ বলে ১০ রান কোহলির। ১২ ওভারে ১ উইকেটে ১২৩ রান ভারতের।
18 Oct 2021, 10:11:08 PM IST
ভারত ১০ ওভারে ৯২/১
৩৩ রান করে ক্রিজে রয়েছেন ইশান কিষাণ বিরাট কোহলি করেছেন ৭ বলে ৭ রান।
অর্ধশতরান করেই আউট হলেন কেএল রাহুল। ২৪ বলে ৫১ রান করলেন কেএল রাহুল।
18 Oct 2021, 10:01:40 PM IST
ভারত ৮ ওভারে ৭৮/0
কে এল রাহুল ২২ বলে ৪৭ রান করেছেন। ২৬ বলে ৩০ রান করেছেন ইশান কিষাণ।
18 Oct 2021, 09:53:13 PM IST
ভারত ৬ ওভারে ৫৯/০
এই ওভারে ১০ রান হল। ৬ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান ভারতের। ১৪ বলে ৩৩ রান রাহুলের। ২২ বলে ২৫ রান ইশানের।
18 Oct 2021, 09:48:22 PM IST
ভারত ৫ ওভারে ৪৯/০
এই ওভারেও ১৬ রান নিল ভারত। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৯ রান ভারতের। ১৯ বলে ২৩ রান ইশান কিষাণের। ১১ বলে ২৫ রান রাহুলের।
18 Oct 2021, 09:41:33 PM IST
ভারত ৪ ওভারে ৩৩/০
এই ওভারে রাহুল তিনটি ৪ এবং একটি ছক্কা হাঁকান। মোট ১৮ রান নেন তিনি। ১০ বলে ২৫ করে ফেললেন রাহুল। ইশান কিষাণ ১৪ বলে করেছেন ৮ রান। ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৩ রান ভারতের।
18 Oct 2021, 09:36:39 PM IST
ভারত ৩ ওভারে ১৫/০
ভারত ৩ ওভারে ১৫ রান করেছেন। ইশান কিষাণ ১৪ বল খেলে ফেলেছেন। করেছেন মাত্র ৮ রান। ৪ বলে ৭ রান রাহুলের।
18 Oct 2021, 09:32:27 PM IST
ভারত ২ ওভারে ১৩/০
এই ওভারে মাত্র ৫ রান নিল ভারত। ৯ বলে ৭ রান ইশান কিষাণের। ৩ বলে ৬ রান রাহুলের। ২ ওভারে কোনও উইকেট হারিয়ে ১৩ রান ভারতের।
18 Oct 2021, 09:28:01 PM IST
ভারত ১ ওভারে ৮/০
প্রথম ওভারে ৮ রান নিল ভারত। ৩ বলে ৬ রান করেছেন রাহুল। ৩ বলে ২ রান ইশান কিষাণের।
18 Oct 2021, 09:24:08 PM IST
ভারতের রান করা শুরু
বড় রানের লক্ষ্য রেখেছে ইংল্যান্ড। ব্যাট করতে নেমেছেন কেএল রাহুল এবং ইশান কিষাণ।
18 Oct 2021, 09:16:02 PM IST
ভারতের সামনে লক্ষ্য ১৮৯ রান
শেষ ওভারে ভুবনেশ্বর কুমার ২১ রান দিলেন। শেষ তিন বলে একটি চার এবং দু'টি ছয় মারেন মইন আলি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান ইংল্যান্ডের। ২০ বলে অপরাজিত ৪৩ রানের একটি দুরন্ত খেলেছেন মইন আলি। ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন মহম্মদ সামি। একটি করে উইকেট নিয়েছে জসপ্রীত বুমরাহ এবং রাহুল চাহার।
18 Oct 2021, 09:03:29 PM IST
বেয়ারস্টো আউট
৩৬ বলে ৪৯ করে বুমরাহর বলে বোল্ড হলেন বেয়ারস্টো। পরিবর্তে ক্রিস ওকস নেমেছেন। ১৯ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান ইংল্যান্ডের।
18 Oct 2021, 08:59:23 PM IST
ইংল্যান্ডের ১৮ ওভারে ১৬১/৪
বড় রান করার পথে ইংল্যান্ড। ৪ উইকেট পড়েছে ঠিকই। তবে ১৮ ওভারে ১৬১ রান করে ফেলেছে ইংল্যান্ড। ৩৪ বলে ৪৭ করেছেন বেয়ারস্টো। ১২ বলে ২১ রান মইন আলির।
18 Oct 2021, 08:42:56 PM IST
লিভিংস্টোন আউট
এই ওভারে মহম্মদ সামি ১৩ রান দিলেন। তবে আরও ১ উইকেট তুলে নিলেন তিনি। এ বার লিভিংস্টোনকে ফেরালেন তিনি। এই নিয়ে মোট তিন উইকেট নিয়ে ফেললেন সামি। ২০ বলে ৩০ করে সামির বলে বোল্ড হন লিভিংস্টোন। ১৫ ওভারে ৪ উইকেটে ১৩০ রান ইংল্যান্ডের। ২৭ বলে ৩৮ করে ফেলেছেন বেয়ারস্টো। লিভিংস্টোনের পরিবর্তে মইন আলি সবে নেমেছেন। ১ বল খেলে ১ রান তাঁর।
18 Oct 2021, 08:27:18 PM IST
ইংল্যান্ডের ১২ ওভারে ৯৩/৩
এই ওভারে রাহুল চাহার ১২ রান দিলেন। ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান ইংল্যান্ডের। লিভিংস্টোন ১১ বলে ১৩ রান করেছেন। ১৮ বলে ২৩ রান করেছেন বেয়ারস্টো।
18 Oct 2021, 08:19:22 PM IST
মালানকে ফেরালেন চাহার
১৮ বলে ১৮ রান করে আউট হয়ে গেলেন দাওয়িদ মালান। রাহুল চাহারের বলে বোল্ড হন মালান। পরিবর্তে লিভিংস্টোন নেমেছেন। ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড ৭৯ রান করেছেন।
18 Oct 2021, 08:14:30 PM IST
ইংল্যান্ডের ৯ ওভারে ৭৬/২
অশ্বিন এই ওভারে ৫ রান দিলেন। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান ভারতের। জনি বেয়ারস্টো (১২ বলে ১৯ রান) এবং দাওয়িদ মালান (১৭ বলে ১৮ রান) রয়েছেন ক্রিজে।
18 Oct 2021, 08:00:33 PM IST
জেসন রয়কে ফেরালেন সামি
দ্বিতীয় সাফল্য মহম্মদ সামির। বাটলারের পর জেসন রয়কে ফেরালেন তিনি। ১৩ বলে ১৭ রান করে আউট হলেন জেসন রয়। সামির বলে ক্যাচ ধরেন বুমরাহ। ৬ ওভারে ২ উইকেটে ৫১ রান করে ফেলল ইংল্যান্ড। ২ উইকেট হারালেও অর্ধশতরানের গণ্ডি টপকে গেলেন ব্রিটিশরা।
18 Oct 2021, 07:51:02 PM IST
বাটলারকে ফেরালেন সামি
১৩ বলে ১৮ রান করে সামিরবলে বোল্ড হন বাটলার। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৩৭ রান। এই ওভারে বাটলার দু'টি চার মেরেছিলেন সামিকে। ক্রিজে রয়েছেন জেসন রয় (১১ বলে ১৬ রান), দাওয়িদ মালান (১ বলে ১ রান)।
18 Oct 2021, 07:45:50 PM IST
ইংল্যান্ডের ৩ ওভারে ২৭/০
এই ওভারে ১৩ রান দেন ভুবনেশ্বর। জেসন রয় দু'টি চার মারেন। ১০ বলে ১৬ রান করেছেন রয়। ৯ বলে ১০ রান বাটলারের। ৩ ওভারে ২৭ রান ইংল্যান্ডের।
18 Oct 2021, 07:41:01 PM IST
ইংল্যান্ডের ২ ওভারে ১৪/০
৮ বলে ৯ রান বাটলারের। ৪ বলে ৫ রান জেসন রায়ের। জসপ্রীত বুমরাহ দিলেনএই ওভারে ৬ রান। ২ ওভারে ১৪ রান ইংল্যান্ডের। কোনও উইকেট তারা হারায়নি।
18 Oct 2021, 07:34:37 PM IST
ইংল্যান্ডের ১ ওভারে ৮/০
প্রথম ওভারে ভুবনেশ্বর কুমার ৮ রান দিয়েছেন। ১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ডের রান ৮। জেসন রায় ৩ রান করেছেন। ৫ রান করেছেন জোস বাটলার।
টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিল ভারত। দুবাইয়ে পরে রান তাড়া করেই আইপিএলের দলগুলো সাফল্য পেয়েছে। সে কারণেই সম্ভবত ভারতও আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
Hello & welcome from Dubai for #TeamIndia's first warm-up game against England 👋
হয়তো প্রস্তুতি ম্য়াচ। এই ম্যাচের উপর কোনও ওঠা-নামা কিছুই নির্ভর করছে না। তবু দুই দলই এই ম্যাচ জিততে চায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে নামার আগেই তাই ভারত-ইংল্যান্ড যেন দুবাইয়ে বিশ্বকাপ যুদ্ধে নেমে পড়েছে।