বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > IND vs ENG: কেন দ্বিপাক্ষিক সিরিজে জিতে ICC ট্রফিতে ভরাডুবি হচ্ছে? সোজা প্রশ্নে বস্তাপচা অজুহাত রোহিতের

IND vs ENG: কেন দ্বিপাক্ষিক সিরিজে জিতে ICC ট্রফিতে ভরাডুবি হচ্ছে? সোজা প্রশ্নে বস্তাপচা অজুহাত রোহিতের

ভারত অধিনায়ক রোহিত শর্মা।

রোহিত অন্যদের দিকে আঙুল তুললেও, তাঁকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের পারফরম্যান্স হতশ্রী। সেমিফাইনাল ম্যাচেও তিনি নিরাশ করেন। ২৮ বল খেলে করেন মাত্র ২৭ রান। ওপেন করতে নেমে বারবার তিনি ডুবিয়েছেন দলকে। ছ’টি ম্যাচ খেলে মাত্র ১১৬ রান করেছেন রোহিত।

সেমিফাইনালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে, হয়তো ভাবতেই পারেননি রোহিত শর্মা। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে একেবারে ভেঙে পরেন তিনি। খেলা শেষ হওয়ার পরে দেখা যায়, ডাগ আউটে বসে চোখের জল মুছছেন ভারত অধিনায়ক। নিজের আবেগ এ দিন ধরে রাখতে পারেননি হিটম্যান।

নিজেকে সামলে নিয়ে যখন ম্যাচ হারের কাটাছেঁড়া করতে বসেন, তখন পুরো দায়টাই বোলারদের ঘাড়ে চাপিয়ে দেন তিনি। পাশাপাশি রোহিত কিন্তু আরও একটি গুরুতর বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় দলের প্লেয়ারদের উপর। তাঁর স্পষ্ট দাবি, সেমিফাইনালের চাপটাই তাঁর দল সামলাতেই পারেনি।

আরও পড়ুন: আত্মসমালোচনা নয়, বোলিংয়ের ওপর দোষ চাপিয়েই দায় সারলেন রোহিত

ভারত অধিনায়ক বলেও দিয়েছেন, ‘নক আউট পর্বে স্নায়ুর চাপটা সামলানোই আসল। এই ম্যাচ টান টান উত্তেজনাপূর্ণ হয়। ফলে নক আউট গেমের স্নায়ুর চাপটা ধরে রাখাটাই আসল। এই সময় ম্যাচ অনেকটা ব্যক্তি বিশেষের উপরও নির্ভর করে। কী ভাবে চাপ সামলাতে হয়, সেটা কাউকে আপনি শেখাতে পারবেন না। যখন এই ছেলেরা আইপিএলের প্লে-অফ খেলে, সেগুলোও যথেষ্ট চাপের ম্যাচ হয়। ওরা সেটা কিন্তু সামলাতে পারে। দলের সকলেই চাপ সামলাতে অভ্যস্ত।’

তাঁর আগে বোলারদের পারফরম্যান্স নিয়েও রোহিত বলেছিলেন, ‘আমরা যে ভাবে বল নিয়ে শুরুটা যেমন করেছিলাম, সেটা আদর্শ ছিল না। ওদের ওপেনারদের কৃতিত্ব দিতেই হবে। ওরা সত্যিই ভালো খেলেছে। ভুবির প্রথম ওভারে বল সুইং করেছে। কিন্তু ঠিক জায়গায় নয়। ঠিক জায়গায় বলই রাখতে পারল না ও। আমরা ইংল্যান্ডকে কম রানে আটকে রাখতে চেয়েছিলাম।’

আরও পড়ুন: T20I-তে চার হাজার রান করে ফেললেন কোহলি, গড়লেন বিশ্বরেকর্ড

তবে রোহিত অন্যদের দিকে আঙুল তুললেও, তাঁকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের পারফরম্যান্স হতশ্রী। সেমিফাইনাল ম্যাচেও তিনি নিরাশ করেন। ২৮ বল খেলে করেন মাত্র ২৭ রান। ওপেন করতে নেমে বারবার তিনি ডুবিয়েছেন দলকে। ছ’টি ম্যাচ খেলে মাত্র ১১৬ রান করেছেন রোহিত। তাই রোহিত অন্যদের ঘাড়ে যতই বন্দুক রাখার চেষ্টা করুন না কেন, তাঁর দিকেই কিন্তু যাবতীয় সমালোচনার তীর সবচেয়ে বেশি ধেয়ে আসবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন