শারজায় ভালো বল করেছে, তবে দুবাইয়ে আহামরি কিছু করে দেখাতে পারেননি। আইপিএলের পারফর্ম্যান্সের নিরিখে তাই বরুণ চক্রবর্তীর পরিবর্তে অন্য কাউকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে চাইছেন সঞ্জয় বাঙ্গার। নিউজিল্যান্ড ম্যাচে এক্ষেত্রে টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচের বাজি রবিচন্দ্রন অশ্বিন।
বাঙ্গার মনে করছেন, অভিজ্ঞতার জন্যই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে মাঠে নামানো উচিত টিম ইন্ডিয়ার। ভারতের প্রথম একাদশে এই একটি রদবদল হতে পারে বলে মনে করছেন সঞ্জয়। বরুণ চক্রবর্তীকে বসিয়ে ভারত মাঠে নামাতে পারে অশ্বিনকে।
Star Sports-এ আলোচনার সময় বাঙ্গার বলেন, ‘আমিরশাহিতে বরুণের পারফর্ম্যান্স ধারাবাহিক ছিল না। ওকে শারজায় প্রভাবশালী দেখিয়েছে। তবে দুবাইয়ে নয়, যেখানে এই ম্যাচ খেলা হবে। এই ম্যাচটার গুরুত্বের নিরিখে বরুণের অভিজ্ঞতা নিতান্ত কম।’
বাঙ্গার আরও বলেন, ‘এধরণের একটা ম্যাচে আপনি এমন একজনকে মাঠে নামাতে চাইবেন, যার বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং যে ধৈর্য্য দেখাতে পারবে। তাই আমার মতে এই ম্যাচে বরুণ চক্রবর্তীর বদলে মাঠে নামানো হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে।'
বাঙ্গারের মতে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।