রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার পারফর্ম্যান্স নিয়ে সঙ্গত কারণেই চর্চা চলছে বিস্তর। যদিও ভারতের ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আরও কয়েকজন তারকা। তবে সবার আড়ালে ভুবনেশ্বর কুমার যে ভারতের হয়ে সর্বকালীন একটি রেকর্ড গড়ে বসেন, সেদিকে হুঁশ ছিল না কারও।
ভুবি মেলবোর্নে ৪ ওভার বল করে মাত্র ২২ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেন। শেষবেলায় ব্যাট চালিয়ে ৮ বলে ১৬ রানের কার্যকরী যোগদান রাখা শাহিন আফ্রিদিকে ফিরিয়ে দেন তিনি। এই একটি মাত্র উইকেট নেওয়ার সুবাদেই ভুবনেশ্বর টি-২০ ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিতে পরিণত হন। তিনি পিছনে ফেলে দেন সতীর্থ যুজবেন্দ্র চাহালকে, যিনি পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি।
পাকিস্তান ম্যাচের পরে ভারতের হয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে ভুবনেশ্বরের উইকেট সংখ্যা দাঁড়ায় ৮৬টি। ৮০টি ম্যাচে মাঠে নেমে তিনি এমন কৃতিত্ব অর্জন করেন। চাহাল ভারতের হয়ে ৬৯টি টি-২০ ম্যাচে মাঠে নেমে ৮৫টি উইকেট নিয়েছেন। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি দেশের জার্সিতে ৬০টি টি-২০ খেলে ৭০টি উইকেট সংগ্রহ করেছেন।
টি-২০ ক্রিকেটে ভারতের সেরা দশ উইকেটশিকারি:-
১. ভুবনেশ্বর কুমার: ৮০ ম্যাচে ৮৬টি উইকেট।
২. যুজবেন্দ্র চাহাল: ৬৯ ম্যাচে ৮৫টি উইকেট।
৩. জসপ্রীত বুমরাহ: ৬০ ম্যাচে ৭০টি উইকেট।
৪. রবিচন্দ্রন অশ্বিন: ৬০ ম্যাচে ৬৬টি উইকেট।
৫. হার্দিক পান্ডিয়া: ৭৪ ম্যাচে ৫৭টি উইকেট।
৬. রবীন্দ্র জাদেজা: ৬৪ ম্যাচে ৫১টি উইকেট।
৭. কুলদীপ যাদব: ২৫ ম্যাচে ৪৪টি উইকেট।
৮. আশিস নেহরা: ২৭ ম্যাচে ৩৪টি উইকেট।
৯. শার্দুল ঠাকুর: ২৫ ম্যাচে ৩৩টি উইকেট।
১০. অক্ষর প্যাটেল: ৩৩ ম্যাচে ৩১টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।