এমন ম্যাচ দেখার জন্য়ই তো দিনের পর দিন অপেক্ষা করে থাকেন ক্রিকেটপ্রেমীরা। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেই ম্যাচটাই দেখা গেল। ভারত-পাকিস্তানের ম্যাচ যেমন হওয়া উচিত, তেমনই টানটান উত্তেজনার মোড়া ছিল মেলবোর্ন। শেষ ওভারের শেষ বল পর্যন্ত ছিল উত্তেজনায় মোড়া। শেষ ওভারের নাটকের পর অবশ্য জয়ের হাসি হাসল টিম ইন্ডিয়া।
এ দিন মেলবোর্নে জয়ের নায়ক বিরাট কোহলি। ৫৩ বলে অপরাজিত ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন কোহলি। দায়িত্ব নিয়ে দলকে জেতালেন কিং কোহলি। আর ম্যাচ শেষে ভারতীয় দলকে উচ্ছ্বসিত হয়েই শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে আলাদা করে একটি শব্দও তিনি জয়ের নায়ক কোহলির জন্য খরচ করলেন না। সৌরভ টুইট করে লেখেন, ‘এই রকম জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা। বিশ্বকাপের শুরুটা দারুণ হল।
আরও পড়ুন: মোহালির থেকেও ভালো এই ইনিংস, কঠিন সময় কাটিয়ে ওঠার কথা বললেন কোহলি
এ দিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৮ উইকেটে ১৫৯ রান করে। দুই ওপেনার চূড়ান্ত ব্যর্থ হলেও, শান মাশুদ এবং ইফতিকর আহমেদ দলের হাল ধরেন। শান মাশুদ ৪২ বলে অপরাজিত ৫২ রানের দুরন্ত ইনিংস খেলেন। ইফতিকার আহমেদ করেন ৩৪ বলে ৫১ রান। আর টেল এন্ডারে নেমে শাহিন আফ্রিদি ৮ বলে ১৬ করেছিলেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান।
ভারতের আর্শদীপ সিং এবং হার্দিক পাণ্ডিয়া নিয়েছেন ৩টি করে উইকেট। ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামি নিয়েছেন ১টি করে উইকেট।
আরও পড়ুন: কাউকে সমালোচনার সুযোগ দিলেন না,CAB সভাপতি হচ্ছেন না সৌরভ,কে পাচ্ছেন নতুন দায়িত্ব?
জবাবে ব্যাটে করতে নেমে ভারতের দুই ওপেনারও ব্যর্থ হন। সূর্যকুমার যাদবও হতাশ করলেন। তবে হাল ধরেছিলেন বিরাট কোহলি। কিং কোহলি এশিয়া কাপ থেকেই ছন্দে রয়েছেন। এ দিন একা দায়িত্ব নিয়ে ভারতের হাল ধরেন। তাঁকে যোগ্য সঙ্গত করেছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি ৩৭ বলে ৪০ করেছিলেন। তবে ম্যাচ শেষ ওভারের নাটক পর্যন্ত গড়ায়। শেষ বলে ম্যাচ জিতে গত বিশ্বকাপের বদলা নিল ভারত। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে টিম ইন্ডিয়া। ৪ উইকেটে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।