মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ে সকলের মতো উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়ও। নিজের উচ্ছ্বাসটা তিনি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়াতেও। ভারতীয় দলকে এমন দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েও সতর্ক করলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। স্পষ্ট জানালেন যে, বিশ্বকাপ জিততে হলে প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাছাড়া তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে, গত এশিয়া কাপেও পাকিস্তানকে হারিয়ে অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া। তার পরেও সুপার ফোর থেকেই বিদায় নিতে হয় রোহিতদের।
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘কোনও সন্দেহ নেই যে, প্রথম ম্যাচে দল দারুণ খেলেছে। তবে বিশ্বকাপ জিততে হলে সব ম্যাচেই ভালো খেলতে হবে। তাই একটি জয়ে উত্তেজিত হয়ে পড়ার দরকার নেই। হ্যাঁ, আমরা পাকিস্তানকে হারিয়েছি, দুর্দান্ত খেলেছি, দারুণ শুরু করেছি। নিশ্চই সেলিব্রেট করব। তবে বিশ্বকাপ জিততে হলে আমাদের প্রায় সব ম্যাচেই জিততে হবে।’
আরও পড়ুন:- IND vs PAK: ‘হারের জন্য কেউ যেন কারও দিকে আঙুল না তোলে’, সাজঘরে নওয়াজকে আড়াল করলেন বাবর
মহারাজ আরও বলেন, ‘জয়ের ধারার মধ্যে থাকতে হবে। ২টি গ্রুপ থেকে ২টি করে দল সেমিফাইনালে যাবে। কোনও দলই কিন্তু খারাপ নয়। তাছাড়া এশিয়া কাপেও আমরা পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিলাম। তার পরেও গ্রুপ থেকে (সুপার ফোর) বিদায় নিতে হয়।’
শেষে সৌরভ ভারতীয় দলকে পরামর্শ দেন, ‘একটি করে ম্যাচ ধরে এগোও। প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আত্মতুষ্টি না আসে। সমর্থকরা যতই আনন্দ করুক, দলকে মনে রাখতে হবে যে, আমরা ভালো শুরু করেছি মাত্র। এখনও অনেক কাজ বাকি। অনেক খেলা বাকি এখনও।'
সৌরভ পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির অবিশ্বাস্য ইনিংসের ভূয়সী প্রশংসা করেন। তবে তাঁকে শুধুমাত্র চেজমাস্টার তকমা দিতে রাজি নন মহারাজ। বরং তাঁর দাবি, প্রথমে ব্যাট করেও কোহলি একই রকম সফল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।