বিরাট কোহলি এক মহাকাব্যিক মেজাজে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন শুরু করেছেন। তেমন ভারতও জয় দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করেছেন। উদ্বোধনী ম্যাচে কোহলি দুরন্ত পারফরম্যান্স করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেটে জয় এনে দিয়েছেন কোহলি। সেই সঙ্গে গড়ে ফেলেছেন অসংখ্য নজির। দেখে নিন তালিকা:
1/6বিরাট কোহলি এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। এই সংক্ষিপ্ততম ফরম্যাটে সর্বকালের সর্বোচ্চ রান স্কোরিং তালিকার শীর্ষে উঠে এলেন কোহলি। কোহলি আরও একবার রোহিত শর্মাকে টপকে গেলেন। তাঁর সংগ্রহ এখন ১১০ ম্যাচে ৫১.৯৭ গড়ে এবং ১৩৮.৪১ স্ট্রাইক রেটে ৩৭৯৪ রান। যেখানে রোহিত শর্মা ৩৭৪১রান করে দুই নম্বরে রয়েছেন।
2/6টি-টোয়েন্টিতে এটি কোহলির ১৪তম প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার। যা যে কোনও পুরুষ খেলোয়াড়ের জন্য সবচেয়ে বেশি প্লেয়া অফ দ্য ম্যাচের নজির। আফগানিস্তান অধিনায়ক মহম্মদ নবির ১৩তম প্লেয়ার অফ দ্য ম্যাচের নজির ছাপিয়ে গিয়েছেন কোহলি।
3/6এটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির ষষ্ঠতম প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার, যেটি যে কোনও পুরুষ খেলোয়াড়দের জন্য সবচেয়ে বেশি।
4/6টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির মোট রান ৯২৭। তিনি রোহিত শর্মার ৮৫১ রানের নজির টপকে গেলেন। এখন টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোহলিই সর্বোচ্চ ভারতীয় রান স্কোরার। তিন নম্বরে তার পরে রয়েছেন যুবরাজ সিং, যিনি ৫৯৩ রান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
5/6পাকিস্তানের বিরুদ্ধে এটি কোহলির পঞ্চম হাফ সেঞ্চুরি এবং এর মধ্যে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এসেছে। এটি কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রতিপক্ষের বিপক্ষে যে কোনও খেলোয়াড়ের করা যৌথ সর্বোচ্চ পঞ্চাশের বেশি স্কোর। ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ক্রিস গেইলেরও এই রেকর্ড রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টুর্নামেন্টে গেইল চারটি পঞ্চাশের বেশি স্কোর করেছিলেন।
6/6রবিবার মেলবোর্নে ৫৩ বলে ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন কোহলি। ভারতকে ম্যাচ জিতিয়ে আবেগে ভাসেন কিং কোহলি। রবিবার স্টেডিয়াম জুড়ে শুধু বিরাট ধ্বনি। ম্যাচ জিততেই রোহিত শর্মা দৌড়ে এসে কোলে তুলে নেন কোহলিকে। গোটা টিমই যেন বিরাটে মজেছেন।