বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > একজন ব্যাটসম্যানকে তাড়াতাড়ি ফেরালেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে পাকিস্তানের ইনিংস, কার দিকে ইঙ্গিত পানেসরের

একজন ব্যাটসম্যানকে তাড়াতাড়ি ফেরালেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে পাকিস্তানের ইনিংস, কার দিকে ইঙ্গিত পানেসরের

পাকিস্তান দল। ছবি- গেটি।

টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের মতামত জানালেন প্রাক্তন তারকা।

টি-২০ বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে যাবতীয় আগ্রহ এই মুহূর্তে ২৪ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। টুর্নামেন্টের মাঝে কার্যত আলাদা টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে ভারত-পাক ম্যাচটি। স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞদের আলাপ-আলোচনা শুরু হয়ে গিয়েছে এই ম্যাচ নিয়ে।

কীভাবে ভারতকে হারানো যাব, কী করলে পাকিস্তান বিশ্বকাপে প্রথমবার জয় তুলে নিতে পারবে ভারতের বিরুদ্ধে, এমন সম্ভাব্য সব বিষয়েই নিজেদের মতামত জানাচ্ছেন প্রাক্তন তারকারা। সেই দলে নাম লেখালেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর।

টাইমস অফ ইন্ডিয়াকে পানেসর জানান, ভারত যদি বাবর আজমকে দ্রুত ফিরিয়ে দিতে পারে, তবে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। তাঁর কথায়, ‘যদি অশ্বিন ও জাদেজা ভালো খেলে, তবে ভারত টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। বাবর আজম ও শাহিন আফ্রিদি পাকিস্তানের তুরুপের তাস হতে পারে। শাহিন একজন দারুণ বাঁ-হাতি পেসার। আমি নিশ্চিত কোহলি ও লোকেশ রাহুল বাঁ-হাতি পেসারদের বলে পর্যাপ্ত অনুশীলন করেছে। যদি ভারতের বোলাররা বাবর আজমকে তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারে, তবে পাকিস্তানের ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে।’

শুধু পাকিস্তানের বিরুদ্ধেই নয়, বরং টিম ইন্ডিয়াকে টি-২০ বিশ্বকাপের খেতাব জয়ের অন্যতম ফেবারিট হিসেবে বর্ণনা করেন প্রাক্তন ব্রিটিশ তারকা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন