বিশ্বকাপের আসরে পাকিস্তান কখনও ভারতকে হারাতে পারেনি, ক্রিকেটপ্রেমীদের কাছে এই তথ্য অজানা নয়। তবে অনেকেরই হয়ত মনে নেই, টি-২০ বিশ্বকাপে প্রথমবার ভারত-পাকিস্তান ম্যাচ কীভাবে চমকপ্রদ মোড় নিয়েছিল।
ব্যাট হাতে বীরেন্দ্র সেহওয়াগ, রবিন উথাপ্পারা ভারতের বহু জয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তবে ইরফান পাঠান, আরপি সিংয়ের মতো বোলাররা দলে থাকা সত্ত্বেও কীভাবে বীরু-উথাপ্পারা বল হাতে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন, সেখবর আড়ালে চলে গিয়েছে এতদিনে।
আসলে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ টাই হয়, এটা বোধহয় অনেকেরই মনে নেই। বোল-আউটে ভারতকে জিতিয়েছিলেন সেহওয়াগরা।
২০০৭ সালে ডারবানে উদ্বোধনী টি-২০ বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪১ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন উথাপ্পা। এছাড়া ধোনি ৩৩ ও ইরফান করেন ২০ রান। মহম্মদ আসিফ ১৮ রানে ৪ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪১ রানে আটকে যায়। ৫৩ রান করেন মিসবা। ২০ রান করেন ক্যাপ্টেন শোয়েব মালিক। ২০ রানে ২টি উইকেট নেন ইরফান।
ম্যাচ টাই হওয়ায় বোল-আউটে ফলাফল নির্ধারিত হয়। সেহওয়াগ, হরভজন ও উথাপ্পা প্রথম তিনটি বল করতে আসেন। তিনজনেই বল স্টাম্পে লাগিয়ে দেন। পাকিস্তানের হয়ে আরাফত, গুল ও আফ্রিদি, তিনজনের কেউই স্টাম্পে বল লাগাতে পারেননি। ফলে ভারত ৩-০ ব্যবধানে বোল-আউট জিতে ম্যাচের দখল নেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।