দুবাইয়ে গত টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয় ভারতকে। একই মাঠে গত এশিয়া কাপের গ্রুপ লিগে পাকিস্তানকে পরাজিত করে টিম ইন্ডিয়া। তবে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে বাবর আজমরা পুনরায় টেক্কা দেন রোহিত শর্মাদের। এবার চলতি টি-২০ বিশ্বকাপে সম্মুখসমরে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। মেলবোর্নের মহারণে শেষ হাসি হাসেন রোহিত শর্মারা।
ম্যাচের সেরা কোহলি
অর্শদীপ সিং দুর্দান্ত বোলিং করেন। হার্দিক পান্ডিয়া ব্যাটে-বলে নিজেকে ছাপিয়ে যান। তবে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ভারতকে জয় এনে দেওয়া বিরাট কোহলিকে ছাড়া অন্য কাউকে ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া সম্ভব ছিল না।
৪ উইকেটে জয় ভারতের
পাকিস্তানের ৮ উইকেটে ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত একসময় ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ভারত ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬০ রান তুলে নেয়। ৪ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ৫৩ বলে ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। অশ্বিন ১ বলে ১ রান করেন। নওয়াজ ৪ ওভারে ৪২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
রুদ্ধশ্বাস জয় ভারতের
শেষ ৫ বলে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল ভারতের। নওয়াজের দ্বিতীয় বলে ১ রান নেন দীনেশ কার্তিক। তৃতীয় বলে ২ রান নেন কোহলি। তার পরেই নো-বলে ছক্কা হাঁকান কোহলি। পরে একটি ওয়াইড বল করেন নওয়াজ। চতুর্থ বলে কোহলি বোল্ড হন বটে, তবে ফ্রি-হিট থাকায় তিনি আউট হননি। বল স্টাম্পে লেগে উইকেটকিপারের পিছনে চলে যায়। কোহলি ও কার্তিক দৌড়ে ৩ রান সংগ্রহ করেন সেই বলে। জয়ের জন্য শেষ ২ বলে ২ রান দরকার ছিল ভারতের। পঞ্চম বলে স্টাম্প-আউট হন কার্তিক। তিনি ২ বলে ১ রান করেন। ব্যাট করতে নামেন অশ্বিন। শেষ বলে ভারতের দরকার ছিল ২ রান। নওয়াজ ওয়াইড করতেই স্কোর লেভেল হয়ে যায়। শেষ বলে জিততে ১ রান দরকার ছিল ভারতের। শেষ বলে ১ রান নিয়ে ভারতকে ম্য়াচ জেতান অশ্বিন।
হার্দিক পান্ডিয়া আউট
১৯.১ ওভারে নওয়াজের বলে বাবরের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১৪৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক।
শেষ ওভারে ভারতের দরকার ১৬ রান
১৯তম ওভারে হ্যারিস রউফের বলে ১৫ রান সংগ্রহ করে ভারত। শেষ ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন কোহলি। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪৪ রান। জয়ের জন্য শেষ ওভারে ১৬ রান দরকার টিম ইন্ডিয়ার। কোহলি ৭৪ ও পান্ডিয়া ৪০ রানে ব্যাট করছেন। রউফ ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরি কোহলির
৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। শাহিনের ওভারে ১৭ রান ওঠে। ৩টি চার মারেন কোহলি। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৯ রান। জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ২ ওভারে ৩১ রান। কোহলি ৫৭ ও হার্দিক ৪২ রানে ব্যাট করছেন। আফ্রিদি ৪ ওভারে ৩৪ রান খরচ করেছেন।
বোলিং কোটা শেষ নাসিমের
১৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১১২ রান। নাসিম শাহ ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। কোহলি ৪৬ ও হার্দিক ৩৭ রানে ব্যাট করছেন।
৪ ওভারে ৫৪ দরকার ভারতের
১৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১০৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৫৪ রান দরকার টিম ইন্ডিয়ার। বিরাট কোহলি ৪৩ রানে ব্যাট করছেন। ৩৪ রানে
১০০ ছুঁল ভারত
১৫তম ওভারে ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। তাদের সংগ্রহ ৪ উইকেটে ১০০ রান। জয়ের জন্য ৩০ বলে ৬০ রান দরকার টিম ইন্ডিয়ার। কোহলি ৪২ রানে ব্যাট করছেন। ৩২ রান করেছেন হার্দিক পান্ডিয়া। নাসিমের ওভারে ১০ রান সংগ্রহ করে ভারত। ১টি চার মারেন কোহলি।
শাদবের বোলিং কোটা শেষ
৪ ওভারের বোলিং কোটা শেষ শাদব খানের। কোনও উইকেট না নিলেও মাত্র ২১ রান খরচ করেন তিনি। ১৪তম ওভারে ৭ রান সংগ্রহ করে ভারত। ১টি চার মারেন কোহলি। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৯০ রান। বিরাট ৩৪ ও হার্দিক ৩০ রানে ব্যাট করছেন।
আফ্রিদিকে বাউন্ডারি কোহলির
১৩তম ওভারে শাহিন আফ্রিদির বলে ৯ রান সংগ্রহ করে ভারত। ১টি চার মারেন কোহলি। ১৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৮৩ রান। কোহলি ২৮ ও হার্দিক ২৯ রানে ব্যাট করছেন।
নওয়াজকে আক্রমণ হার্দিক-কোহলির
১২তম ওভারে মহম্মদ নওয়াজের বলে ২টি ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ১টি ছক্কা মারেন বিরাট কোহলি। ওভারে মোট ২০ রান ওঠে। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৭৪ রান। হার্দিক ১৮ বলে ২৬ রান করেছেন। ২৬ বলে ২২ রান করেছেন কোহলি। নওয়াজ ৩ ওভারে ২৯ রান খরচ করেছেন।
৫০ টপকাল ভারত
১১তম ওভারে শাদব খান ৯ রান খরচ করেন। ওভারের দ্বিতীয় বলে চার মারেন হার্দিক। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৫৪ রান। কোহলি ১৫ ও হার্দিক ১৩ রানে ব্যাট করছেন। শাদব ৩ ওভারে ১৪ রান খরচ করেছেন।
১০ ওভারে ভারতের দরকার ১১৫
১০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৪৫ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১১৫ রান। কোহলি ২১ বলে ১২ রান করেছেন। ১১ বলে ৭ রান করেছেন হার্দির পান্ডিয়া। ২ ওভারে ৯ রান খরচ করেছেন নওয়াজ।
কৃপণ বোলিং শাদবের
নবম ওভারে মাত্র ৩ রান খরচ করেন শাদব খান। তিনি ২ ওভারে মাত্র ৫ রান খরচ করেছেন। ৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৪১ রান। কোহলি ১১ রানে ব্যাট করছেন।
নওয়াজের ওভারে ৫ রান
অষ্টম ওভারে বল করতে আসেন মহম্মদ নওয়াজ। তিনি ৫ রান খরচ করেন। ৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৩৮ রান। কোহলি ৯ ও হার্দিক ৩ রানে ব্যাট করছেন।
রান-আউট অক্ষর
৬.১ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন অক্ষর প্যাটেল। ৩ বলে ২ রান করেন তিনি। ভারত ৩১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৩ রান। কোহলি ৬ রানে ব্যাট করছেন।
সূর্যকুমারকে ফেরালেন হ্যারিস
৫.২ ওভারে হ্যারিস রউফকে চার মারেন সূর্যকুমার যাদব। পরের বলেই রিজওয়ানের দস্তানায় ধরা পড়েন তিনি। ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৫ রান করেন সূর্যকুমার। ভারত ২৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। পাওয়ার প্লে-র ৬ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৩১ রান।
নাসিমের ওভারে ৫ রান
পঞ্চম ওভারে মাত্র ৫ রান খরচ করেন নাসিম শাহ। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২২ রান। সূর্যকুমার ৭ বলে ১১ রান করেন। নাসিম ২ ওভারে ৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
রোহিত শর্মা আউট
৩.২ ওভারে হ্যারিস রউফের বলে ইফতিকার আহমেদের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ৭ বলে ৪ রান করেন ভারত অধিনায়ক। ভারত ১০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ওভারে মোট ৭ রান ওঠে। ৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১৭ রান। সূর্যকুমার ৭ রানে ব্যাট করছেন।
শাহিনের ওভারে ৩ রান
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন শাহিন আফ্রিদি। তাঁর ওভারে মোটে ৩ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০ রান।
রাহুলকে ফেরালেন নাসিম
১.৫ ওভারে নাসিমের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লোকেশ রাহুল। অফ-স্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লাগিয়ে স্টাম্পে টেনে আনেন লোকেশ। তিনি ৮ বলে ৪ রান করেন। ভারত ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।
ভারতের রান তাড়া শুরু
ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। বোলিং শুরু করেন শাহিন আফ্রিদি। প্রথম ওভারে ভারত ৫ রান সংগ্রহ করে।
লড়াইয়ের রসদ পাকিস্তানের
নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৮ উইকেটের বিনিময়ে ১৫৯ রান সংগ্রহ করেছে। সুতরাং জয়ের জন্য বারতের দরকার ১৬০ রান। শান মাসুদ ৫টি বাউন্ডারির সাহয্যে ৪২ বলে ৫২ রান করে নট-আউট থাকেন। ৪ বলে ৬ রান করে অপরাজিত থাকেন হ্যারিস। ভুবি ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
আফ্রিদি আউট
১৯.২ ওভারে ভুবনেশ্বরের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শাহিন আফ্রিদি। তিনি ১৬ রান সংগ্রহ করেন।পাকিস্তান ১৫১ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হ্যারিস রউফ। তিনি মাঠে নেমে প্রথম বলেই ছক্কা মারেন।
হাফ-সেঞ্চুরি মাসুদের
৫টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শান মসুদ। ১৯তম ওভারে অর্শদীপের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন শাহিন আফ্রিদি। ওভারে মোট ১৪ রান ওঠে। ১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ১৪৯ রান। মাসুদ ৫১ ও শাহিন ১৬ রানে ব্যাট করছেন। অর্শদীপ ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
বোলিং কোটা শেষ শামির
চার ওভারের বোলিং কোটা শেষ করেন মহম্মদ শামি। তিনি ২৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ১৩৫ রান। শান মাসুদ ৪৯ রানে ব্যাট করছেন।
আসিফকে ফেরালেন অর্শদীপ
১৬.৪ ওভারে অর্শদীপের বলে কার্তিকের দস্তানায় ধরা পড়েন আসিফ আলি। ৩ বলে ২ রান করেন তিনি। পাকিস্তান ১২০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহিন আফ্রিদি। ১৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ১২৫ রান। শান মাসুদ ৪০ রানে ব্যাট করছেন। অর্শদীপ ৩ ওভারে ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
নওয়াজকে ফেরালেন হার্দিক
১৫.৫ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে দীনেশ কার্তিকের দস্তানায় ধরা পড়েন মহম্মদ নওয়াজ। ২টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৯ রান করেন তিনি। পাকিস্তান ১১৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আসিফ আলি। পান্ডিয়া ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
১০০ টপকাল পাকিস্তান
১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় পাকিস্তান। ১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ১০৬ রান। অশ্বিন নিজের বলেই মাসুদের ফিরতি ক্যাচ ধরার সুযোগ হাতছাড়া করেন। মাসুদ ৩৬ রানে ব্যাট করছেন। অশ্বিন ৩ ওভারে ২৩ রান খরচ করেছেন।
হায়দার আলি আউট
১৩.৬ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমারের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা হায়দার আলি। ৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন তিনি। পাকিস্তান ৯৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ নওয়াজ। হার্দিক ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
শাদবকে ফেরালেন হার্দিক
১৩.২ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন শাদব খান। ৬ বলে ৫ রান করে মাঠ ছাড়েন শাদব। পাকিস্তান ৯৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হায়দার আলি।
ইফতিকারকে ফেরালেন শামি
১২.২ ওভারে ইফতিকার আহমেদকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান মহম্মদ শামি। ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন ইফতিকার। পাকিস্তান ৯১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাদব খান। তিনি ওভারের চতুর্থ বলে চার মারেন। ১৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৯৬ রান। শামি ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরি ইফতিকারের
১২তম ওভারে অক্ষর প্যাটেলের বলে ৩টি ছক্কা মারেন ইফতিকার আহমেদ। তিনি ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ওভারে মোট ২১ রান ওঠে। ১২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৯১ রান। ইফতিকার ৫১ ও মাসুদ ৩০ রানে ব্যাট করছেন।
অশ্বিনকে ছক্কা ইফতিকারের
১১তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে ১টি ছক্কা মারেন ইফতিকার আহমেদ। ওভারে মোট ১০ রান ওঠে। ১১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৭০ রান। ইফতিকার ৩০ রানে ব্যাট করছেন। ৩০ রান সংগ্রহ করেছেন শান মাসুদও।
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬০ রান। হার্দিকের ওভারে ১০ রান সংগ্রহ করে পাকিস্তান। মাসুদ ২৯ ও ইফতিকার ২১ রানে ব্যাট করছেন। হার্দিক ২ ওভারে ১৮ রান খরচ করেন।
৫০ ছুঁল পাকিস্তান
নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে পাকিস্তান। ৯ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ৫০ রান। শান মাসুদ ২৮ ও ইফতিকার আহমেদ ১৩ রানে ব্যাট করছেন। অশ্বিন নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন। একটি লেগ-বাই মিলিয়ে ওবারে মোট ৬ রান ওঠে।
টাইট বোলিং শামির
অষ্টম ওভারে শামি ২ রান খরচ করেন। সঙ্গে লেগ-বাই হিসেবে ১ রান সংগ্রহ করে পাকিস্তান। ওভারে মোট ৩ রান ওঠে। ৮ ওভার শেষ পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৪৪ রান। শামি ২ ওভারে ১০ রান খরচ করেন।
হার্দিকের ওভারে ৯ রান
সপ্তম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। তাঁর প্রথম ওভার থেকে ৯ রান সংগ্রহ করে পাকিস্তান। ১টি চার মারেন মাসুদ। ৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৪১ রান। মাসুদ ২৪ ও ইফতিকার ১১ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে বল করতে আসেন মহম্মদ শামি। তিনি নিজের প্রথম ওভারে ৮ রান খরচ করেন। ১টি চার মারেন মাসুদ। পাওয়ার প্লে-র ৬ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৩২ রান। মাসুদ ১৯ ও ইফতিকার
ভুবির ওভার ৯ রান
পঞ্চম ওভারে ভুবনেশ্বর কুমার ৯ রান খরচ করেন। ১টি চার মারেন ইফতিকার। ৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ২৪ রান। মাসুদ ১২ ও ইফতিকার ৬ রানে ব্যাট করছেন। ভুবি ৩ ওভারে ১৪ রান খরচ করেছেন।
রিজওয়ানকে ফেরালেন অর্শদীপ
৩.৫ ওভারে অর্শদীপের বল রিজওয়ানের ব্যাটের কানা নিয়ে হাওয়ায় ভেসে যায়। তবে তা কোহলির হাতের সামনে ড্রপ করে। ডাইভ দিয়েও বলের নাগাল পাননি বিরাট। তবে ওভারের শেষ বলে অর্শদীপ আউট করেন রিজওয়ানকে। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৪ রান করে ভুবনেশ্বর কুমারের হাতে ধরা পড়েন রিজওয়ান। পাকিস্তান ১৫ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। ব্যাট করতে নামেন ইফতিকার আহমেদ। মাসুদ ৯ রানে ব্যাট করছেন। অর্শদীপ ২ ওভারে ১০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
ভুবির ওভারে ৪ রান
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। ওভারে মাত্র চার রান ওঠে। ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ১০ রান। ভুবি ২ ওভারে মাত্র ৫ রান খরচ করেছেন।
বাবরকে ফেরালেন অর্শদীপ
দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। প্রথম বলেই তিনি এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান বাবর আজমকে। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন পাক দলনায়ক। পাকিস্তান ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শান মাসুদ। ওভারের পঞ্চম বলে তাঁকে রান-আউট করার সুযোগ হাতছাড়া করেন কোহলি। শেষ বলে চার মারেন রিজওয়ান। ২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৬ রান।
ম্যাচ শুরু
পাকিস্তানের হয়ে ওপেন করতে নামেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। ওভারের দ্বিতীয় বলেই হাতে চোট পান রিজওয়ান। যদিও ব্যাটিং জারি রাখেন তিনি। ওভারে ওয়াইড থেকে ১ রান সংগ্রহ করে পাকিস্তান।
পাকিস্তানের প্রথম একাদশ
মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (ক্যাপ্টেন), শান মাসুদ, শাদব খান, হায়দার আলি, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ, আসিফ আলি, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং।
টস জিতল ভারত
পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে বাবর আজমদের শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। সুতরাং, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। ঘাসে ভরা পিচের তাজা-ভাব এবং মেঘাচ্ছন্ন আবহাওয়ার সুবিধা নিতেই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হিটম্যান। তিনি আশা করছেন, বল সুইং করবে।
ম্যাচ শুরু হবে যথা সময়ে
পিচ প্রস্তুত। গ্যালারিতে ভিড় জমিয়েছেন দর্শকরা। ক্রিকেটাররা মাঠে গা ঘামাচ্ছেন। মাঠ থেকেই মতামত জানাতে ব্যস্ত বিশেষজ্ঞরা। আকাশ পরিষ্কার। আবহাওয়া হঠাৎ করে না বিগড়ে গেলে ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়েই।
১২ বছর পরে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে পারেন কার্তিক
দীনেশ কার্তিক যদি মাঠে নামার সুযোগ পান, তবে তিনি ১২ বছর পরে ফের টি-২০ বিশ্বকাপের কোনও ম্যাচ খেলতে নামবেন। তিনি শেষবার কোনও টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলেন ২০১০ সালে সেন্ট লুসিয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে।
ঘাস রয়েছে পিচে
মেলবোর্নের বাইশগজে ঘাসের আস্তরণ রয়েছে। তার উপর মেঘের আনাগোনা রয়েছে আকাশে। পিচ সতেজ। পেসাররা সাহায্য পাবেন। তবে শক্ত পিচে ব্যাটসম্যানদের রান তুলতে অসুবিধা হওয়ার কথা নয়।
ভালো খবর মেলবোর্নে
বৃষ্টির জন্য মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে আশার খবর এই যে, বৃষ্টি হচ্ছে না সেখানে। বরং রোদের দেখা মিলেছে। যদিও ইতিউতি মেঘের আনাগোনাও চোখে পড়ছে। আপাতত ম্যাচ যথা সময়ে শুরু হওয়ার উপরে প্রশ্নচিহ্ন পড়েনি।
ক্ষতে প্রলেপ দেওয়ার লড়াই ভারতের
বিশ্বকাপে কখনও পাকিস্তানের কাছে হারেনি, টিম ইন্ডিয়ার এমন রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায় গত টি-২০ বিশ্বকাপে। দুবাইয়ে বাবর আজমদের কাছে রোহিতদের হারে যে ক্ষত তৈরি হয় ভারতীয় সমর্থকদের মনে, এবার মেলবোর্নে সেই ক্ষতে প্রলেপ লাগানোর লড়াই ভারতীয় দলের। পাকিস্তানকে হারালে নিশ্চিতভাবেই মধুর প্রতিশোধ পূর্ণ হবে টিম ইন্ডিয়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।