বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > IND vs PAK: শাপমুক্তি বাবরদের, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পাকিস্তানের
অধিনায়কোচিত ইনিংস বাবর আজমের। ছবি- আইসিসি।

IND vs PAK: শাপমুক্তি বাবরদের, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পাকিস্তানের

প্রথমে ব্যাট করে ভারেত ৭ উইকেটে ১৫১ রান তোলে। 
  • অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন বিরাট কোহলি।
  • পাকিস্তানের দুই ওপেনারই হাফ-সেঞ্চুরি করে অপরাজিত থাকেন।
  • ১০ উইকেটের দাপুটে জয় বাবর আজমদের
  • দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের হাই-ভোল্টোজ ম্যাচে সম্মুখসমরে নামে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে মোট ৬ বার একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামে দু'দেশ। আগের ৫ বারই জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার ম্যাচ জিতে ছবিটা বদলে দেন বাবর আজমরা। কোহলিরা নিজেদের আধিপত্য কায়েম রাখতে পারেননি।

    24 Oct 2021, 11:06:11 PM IST

    ম্যাচের সেরা শাহিন আফ্রিদি

    ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলির উইকেট নেওয়া শাহিন আফ্রিদি ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

    24 Oct 2021, 11:01:19 PM IST

    ১০ উইকেটে জয় পাকিস্তানের

    ভারতের ৭ উইকেটে ১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৭.৫ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৫২ রান তুলে নেয়। তারা ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে। বিশ্বকাপের এই প্রথমবার ভারতকে হারাতে সক্ষম হয় পাকিস্তান। ৬ বারের প্রচেষ্টায় টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় বাবরদের। ১৮তম ওভারে শামির বলে ২টি চার ও ১টি ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন মহম্মদ রিজওয়ান। যদিও উইনিং শটটি নেন বাবর। রিজওয়ান ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। বাবর ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৬৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে নট-আউট থেকে যান।

    24 Oct 2021, 10:53:23 PM IST

    ৩ ওভারে দরকার ১৭

    জয়ের জন্য শেষ ৩ ওভারে পাকিস্তানের দরকার ১৭ রান। ভুবনেশ্বরের ওভারে ৭ রান ওঠে। ১৭ ওভার শেষে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ১৩৫ রান তুলেছে। বাবর আজম ৬৬ ও মহম্মদ রিজওয়ান ৬৩ রানে ব্যাট করছেন।

    24 Oct 2021, 10:47:58 PM IST

    ৪ ওভারে দরকার ২৪ রান

    ১৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২৮ রান তুলেছে পাকিস্তান। জয়ের জন্য তাদের ৪ ওভার দরকার ২৪ রান। শামির ওভারে ৭ রান ওঠে। ১টি চার মারেন বাবর আজম। বাবর ৬৩ ও রিজওয়ান ৬১ রানে ব্যাট করছেন।

    24 Oct 2021, 10:39:02 PM IST

    হাফ-সেঞ্চুরি রিজওয়ানের

    ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মহম্মদ রিজওয়ান। ১৪.২ ওভারে বুমরাহকে চার মেরে অর্ধশতরান পূর্ণ করেন রিজওয়ান। ওভারে মোট ৯ রান ওঠে। ১৫ ওভারে পাকিস্তান ১২১/০ষ ৫ ওভারে জয়ের জন্য ৩১ রান দরকার বাবরদের। পাক দলনায়ক ৬২ ও রিজওয়ান ৬০ রানে ব্যাট করছেন।

    24 Oct 2021, 10:36:53 PM IST

    জাদেজার ওভারে জোড়া বাউন্ডরি বাবরের

    ১৪তম ওভারে জাদেজার বলে জোড়া বাউন্ডারি মারেন বাবর আজম। ওভারে মোট ১১ রান ওঠে। ১১ ওভার শেষে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ১১২ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৬ ওভারে ৪০ রান দরকার তাদের। বাবর ৬১ ও রিজওয়ান ৪৮ রানে ব্যাট করছেন। জাদেজা ৪ ওভারে ২৮ রান খরচ করেও কোনও উইকেট পাননি।

    24 Oct 2021, 10:31:38 PM IST

    ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি বাবরের

    ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বাবর আজম। তিনি ১২.৪ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান। ওভারে ১টি ছক্কা মারেন রিজওয়ান। ১৬ রান ওঠে বরুণের শেষ ওভারে। ১৩ ওভার শেষ পাকিস্তান ১০১/০। বরুণ ৪ ওভারে ৩৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি। বাবর ৫২ ও রিজওয়ান ৪৬ রানে ব্যাট করছেন।

    24 Oct 2021, 10:28:42 PM IST

    ৮ ওভারে পাকিস্তানেক দরকার ৬৭ রান

    ১২ ওভার শেষে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ৮৫ রান তুলেছে। জাদেজার ওভারে ৫ রান ওঠে। জয়ের জন্য ৮ ওভারে পাকিস্তানের দরকার ৬৭ রান। রিজওয়ান ৩৮ ও বাবর ৪৪ রান করেছেন। জাদেজা ৩ ওভারে ১৭ রান খরচ করেন।

    24 Oct 2021, 10:24:51 PM IST

    বুমরাহর ওভারে ৯ রান ওঠে

    ১১তম ওভারে বল করতে আসেন বুমরাহ। তাঁর ওভারে ৯ রান ওঠে। বাবর ১টি চার মারেন। ১১ ওভার শেষে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ৮০ রান তুলেছে। বাবর ৩৬ বলে ৪৩ রান করেছেন। ৩০ বলে ৩৫ রান করেছেন রিজওয়ান।

    24 Oct 2021, 10:18:24 PM IST

    ১০ ওভারে পাকিস্তান ৭১/০

    ১০ ওভার শেষে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ৭১ রান তুলেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে পাকিস্তানের দরকার ৮১ রান। বরুণের ওভারে ৯ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন বাবর। তিনি ৩০ বলে ৩৪ রান করে অপরাজিত রয়েছেন। রিজওয়ান ব্যাট করছেন ৩০ বলে ৩৫ রান করে। বরুণ ৩ ওভারে ১৭ রান খরচ করেছেন।

    24 Oct 2021, 10:12:42 PM IST

    জাদেজাকে ছক্কা হাঁকালেন বাবর

    ৮.৫ ওভারে জাদেজার বলে ছক্কা মারেন বাবর আজম। ওভারে মোট ১০ রান ওঠে। ৯ ওভার শেষে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ৬২ রান তুলেছে। বাবর ২৭ বলে ২৮ রান করেছেন। ২৭ বলে ৩২ রান করেছেন রিজওয়ান।

    24 Oct 2021, 10:09:04 PM IST

    ৮ ওভারে পাকিস্তান ৫২/০

    ৮ ওভার শেষে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ৫২ রান তুলেছে। বরুণের ওভারে ৬ রান ওঠে। রিজওান ২৫ বলে ৩০ রান করেছেন। বাবর ২৩ বলে ২০ রান করে ব্যাট করছেন। বরুণ ২ ওভারে মোট ৮ রান খরচ করেছেন।

    24 Oct 2021, 10:04:01 PM IST

    জাদেজার ওভারে ৩ রান ওঠে

    সপ্তম ওভারে জাদেজার হাতে বল তুলে দেন কোহলি। মাত্র ৩ রান খরচ করেন তিনি। ৭ ওভারে পাকিস্তান ৪৬/০। রিজওয়ান ২৭ ও বাবর ১৮ রানে ব্যাট করছেন 

    24 Oct 2021, 10:01:45 PM IST

    পাওয়ার প্লে-র ৬ ওভারে পাকিস্তান ৪৩/০

    পাওয়ার প্লে-র ৬ ওভারে পাকিস্তান বিনা উইকেটে ৪৩ রান তুলেছে। ভুবনেশ্বরের ওভারে ৮ রান ওঠে। বাবর ১৭ বলে ১৭ রান করেছেন। ১৯ বলে ২৫ রান করেছেন রিজওয়ান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

    24 Oct 2021, 09:55:37 PM IST

    শামির ওভারে ১১ রান ওঠে

    পঞ্চম ওভারে বল করতে আসেন মহম্মদ শামি। ১১ রান খরচ করেন তিনি। ১টি করে চার মারেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। ৫ ওভার শেষে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ৩৫ রান তুলেছে। রিজওয়ান ১৬ বলে ২১ রান করেছেন। বাবর ১৪ বলে ১৪ রান করে ব্যাট করছেন।

    24 Oct 2021, 09:50:07 PM IST

    বরুণের ওভারে মাত্র ২ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান

    চতুর্থ ওভারে বরুণ চক্রবর্তীকে আক্রমণে নিয়ে আসেন কোহলি। বরুণের ওভারে মাত্র ২ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। ৪ ওভারে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ২৪ রান তুলেছে। রিজওয়ান ১৫ ও বাবর ৯ রানে ব্যাট করছেন।

    24 Oct 2021, 09:46:11 PM IST

    বুমরাহর ওভারে ৪ রান ওঠে

    তৃতীয় ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। তাঁর ওভারে মোট ৪ রান ওঠে। পাকিস্তান ৩ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে। রিজওয়ান ১২ বলে ১৪ রান করেছেন। ৬ বলে ৮ রান করেছেন বাবর আজম।

    24 Oct 2021, 09:41:54 PM IST

    শামির ওভারে ৮ রান তোলে পাকিস্তান

    দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ শামি। ওভারে মোট ৮ রান ওঠে। ১টি চার মারেন বাবর আজম। ২ ওভার শেষে পাকিস্তান ১৮/০। রিজওয়ান ১৩ ও বাবর ৫ রানে ব্যাট করছেন।

    24 Oct 2021, 09:35:01 PM IST

    পাকিস্তানের রান তাড়া করা শুরু

    পাকিস্তানের হয়ে ওপেন করতে নামেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। ভারতের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় বলে চার মারেন রিজওয়ান। তৃতীয় বলে ছক্কা হাঁকান। প্রথম ওভারে ১০ রান ওঠে। কোনও উইকেট হারায়নি পাকিস্তান।

    24 Oct 2021, 09:20:21 PM IST

    ভারত ২০ ওভারে ১৫১/৭

    ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫১ রান তোলে। হ্যারিস রউফের শেষ ওভারে ৭ রান ওঠে। ভুবনেশ্বর কুমার ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। কোনও বল খেলার সুযোগ পাননি শামি। জয়ের জন্য পাকিস্তানের দরকার ১৫২ রান।

    24 Oct 2021, 09:17:15 PM IST

    হার্দিককে ফেরালেন হ্যারিস

    ১৯.৩ ওভারে হ্যারিস রউফের বলে বাবরের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১১ রান করেন পান্ডিয়া। ভারত ১৪৬ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ শামি।

    24 Oct 2021, 09:14:32 PM IST

    আফ্রিদির ওভারে ১৭ রান ওঠে

    কোহলির উইকেট নিলেও শাহিন আফ্রিদির শেষ ওভারে ১৭ রান ওঠে। ২টি বাউন্ডারি মারেন হার্দিক। তার মধ্যে একটি নো-বলে। শেষ বলে ওভার থ্রো-র ৪ রান-সহ মোট ৫ রান ওঠে। ভারত ১৯ ওভার শেষে ১৪৪/৬। শাহিন ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন।

    24 Oct 2021, 09:11:13 PM IST

    আফ্রিদির তৃতীয় শিকার কোহলি

    ১৮.৪ ওভারে শাহিন আফ্রিদির বলে রিজওয়ানের দস্তানায় ধরা পড়েন কোহলি। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৫৭ রান করে ক্রিজ ছাড়েন বিরাট। ভারত ১৩৩ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ভুবনেশ্বর কুমার।

    24 Oct 2021, 09:06:15 PM IST

    জাদেজাকে ফেরালেন হাসান

    ১৭.৫ ওভারে হাসান আলির বলে পরিবর্ত ফিল্ডার মহম্মদ নওয়াজের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৩ রান করেন তিনি। ভারত ১২৫ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। হাসানের ওভারে মোট ১৩ রান ওঠে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১২৭/৫। কোহলি ৫৭ রানে ব্যাট করছেন। হাসান ৪ ওভারে ৪৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

    24 Oct 2021, 09:00:51 PM IST

    হাফ-সেঞ্চুরি কোহলির

    ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। চাপের মুখে অধিনায়কোচিত দৃঢ়তা দেখান বিরাট।

    24 Oct 2021, 08:58:30 PM IST

    হ্যারিসের ওভারে মাত্র ৪ রান ওঠে

    ১৭তম ওভারে হ্যারিস রউফ মাত্র ৪ রান খরচ করেন। ১৭ ওভার শেষে ভারেত ১১৪/৪। কোহলি ৪৪ বল ৪৮ রান করেছেন। ১১ বলে ৯ রান করেছেন রবীন্দ্র জাদেজা।

    24 Oct 2021, 08:54:58 PM IST

    হাসানের ওভারে জোড়া বাউন্ডারি মারেন কোহলি

    ১৬তম ওভারে হাসান আলির বলে জোড়া বাউন্ডারি মারেন কোহলি। ওভারে মোট ১০ রান ওঠে। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১১০/৪। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে কোহলি। তিনি অপরাজিত রয়েছেন ৪০ বলে ৪৬ রান করে। জাদেজা ব্যাট করছেন ৭ রানে। হাসান ৩ ওভারে ৩১/১।

    24 Oct 2021, 08:49:57 PM IST

    শাদব ৪ ওভারে ২২/১

    ১৫ ওভারে দলগত ১০০ রান ছুঁল ভারত। শাদবের ওভারে ৪ রান ওঠে। ভারতের স্কোর ১০০/৪। শাদব ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন। কোহলি ৩৭ ও জাদেজা ব্যক্তিগত ৬ রানে ব্যাট করছেন।

    24 Oct 2021, 08:45:49 PM IST

    ১৪ ওভারে ভারত ৯৬/৪

    হ্যারিস রউফের ওভারে ৯ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন বিরাট কোহলি। ভারত ১৪ ওভার শেষে ৪ উইকেটের বিনিমেয় ৯৬ রান তুলেছে। কোহলি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৩৫ রান করেছেন। জাদেজা ব্যাট করছেন ৪ বলে ৪ রান করে।

    24 Oct 2021, 08:37:31 PM IST

    ঋষভ পন্ত আউট

    ১২.২ ওভারে শাদব খানের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ঋষভ পন্ত। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন পন্ত। ভারত দলগত ৮৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা। অবাক করার বিষয় হল, মূলত ব্যাটসম্যান হিসেবে দলে থাকলেও ৬ নম্বরে ব্যাট করতে নামলেন না হার্দিক পান্ডিয়া। শাদবের ওভারে ৬ রান ওঠে। ১৩ ওভারে ভারতের স্কোর ৮৭/৪। কোহলি ৩০ বলে ৩০ রান করে ব্যাট করছেন। শাদব ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন।

    24 Oct 2021, 08:34:43 PM IST

    জোড়া ছক্কা হাঁকালেন পন্ত

    হাসান আলির ১২তম ওভারে জোড়া ছক্কা হাঁকালেন ঋষভ পন্ত। দ্বিতীয় ও তৃতীয় বলে তিনি ছয় মারেন। ওভারে মোট ১৫ রান ওঠে। ১২ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৮১ রান তুলেছে। পন্ত ৩৭ ও কোহলি ২৮ রানে ব্যাট করছেন।

    24 Oct 2021, 08:29:40 PM IST

    হ্যারিসের ওভারে ৬ রান ওঠে

    ১১তম ওভারে হ্যারিস রউফের ওভারে ৬ রান ওঠে। ভারতের স্কোর ৩ উইকেটে ৬৬ রান। কোহলি ২৮ ও পন্ত ২২ রানে অপরাজিত রয়েছেন। দুই ব্যাটসম্যানই সেট হয়ে গিয়েছেন। সুতরাং, যে কোনও মুহূর্তে গিয়ার বদলাতে পারেন কোহলিরা।

    24 Oct 2021, 08:22:41 PM IST

    ১০ ওভারে ভারত ৬০/৩

    অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৬০ রান তুলেছে। হাফিজের ওভারে ৮ রান ওঠে। দ্বিতীয় বলে ১টি চার মারেন পন্ত। কোহলি ২৪ বলে ২৬ রান করেছেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। পন্ত ১৯ বলে ১৯ রান করে ব্যাট করছেন। তিনি মোট ২টি চার মেরেছেন। কোহলি প্রথম ব্যাটসম্যান হিসেবে আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ৫০০ রান পূর্ণ করেন।

    24 Oct 2021, 08:17:54 PM IST

    ৯ ওভারে ভারত ৫২/৩

    ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে দলগত ৫০ রান টপকাল ভারত। বারতের স্কোর ৩ উইকেটে ৫২ রান। শাদবের ওভারের শেষ বলে বাউন্ডারি মারেন পন্ত। ওভারে মোট ৯ রান ওঠে। কোহলি ২৪ ও পন্ত ১৩ রানে ব্যাট করছেন।

    24 Oct 2021, 08:13:12 PM IST

    রিভিউ খোয়াল পাকিস্তান

    ৭.৪ ওভারে হাফিজের বলে রিভার্স স্যুইপ করার চেষ্টা করেন পন্ত। বল কানেক্ট হয়নি। রিজওয়ান কট বিহাইন্ডের আবেদন জানান। আম্পায়ার সাড়া দেননি। পাকিস্তান রিভিউ নেয়। টেলিভিশন রিপ্লেতে নিশ্চিত হয়ে যায় বল পন্তের ব্যাটে লাগেনি। রিভিউ খোয়ায় পাকিস্তান। ওভারে মোট ৪ রান ওঠে। বারত ৮ ওভার শেষে ৪৩/৩। কোহলি ২২ ও পন্ত ৬ রানে ব্যাট করছেন।

    24 Oct 2021, 08:09:14 PM IST

    শাদবের ওভারে মাত্র ৩ রান ওঠে

    সপ্তম ওভারে বল করতে আসেন শাদব খান। তার ওভারে ভারত ৩টি সিঙ্গল নিয়েই সন্তুষ্ট থাকে। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৩৯/৩। কোহলি ২০ ও পন্ত ৪ রানে ব্যাট করছেন।

    24 Oct 2021, 08:02:12 PM IST

    হাসান আলি ফেরালেন সূর্যকুমারকে

    ৫.৪ ওভারে হাসান আলির বলে মহম্মদ রিজওয়ানের দস্তানায় ধরা পড়েন সূর্যকুমার যাদব। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১১ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত দলগত ৩১ রানের মাথায় ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত। ওভারের শেষ বলে বাউন্ডারি মারেন কোহলি। পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৩৬ রান তুলেছে। কোহলি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২০ রান করে ব্যাট করছেন। ১ বল খেলে ১ রান করেছেন পন্ত।

    24 Oct 2021, 07:57:07 PM IST

    পালটা লড়াই শুরু ভারতের

    শাহিন আফ্রিদি প্রথম ২ ওভারে ২টি উইকেট তোলায় তাঁকে টাান তৃতীয় ওভার আক্রমণে নিয়ে আসেন বাবর। তবে ৪.৫ ওভারে আফ্রিদিতে গ্যালারিতে ফেলেন বিরাট কোহলি। ওভারে মোট ৯ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩০ রান। বিরাট ১৫ বলে ১৫ রান করে ব্যাট করছেন। সূর্যকুমার অপরাজিত রয়েছেন ১১ রান করে।

    24 Oct 2021, 07:55:52 PM IST

    মহারণের আগে হাঁটু মুড়ে বসলেন কোহলিরা

    পাকিস্তানের ম্যাচের আগে #BlackLivesMatters আন্দোলনের প্রতি সমর্থন জানালেন ভারতীয় ক্রিকেটাররা। রবিবার দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণের শুরুতেই হাঁটু মুড়ে বসে বর্ণবিদ্বেষের বিরোধিতা করেন তাঁরা।বিস্তারিত পড়তে ক্লিক করুন:- কেন মহারণের আগে হাঁটু মুড়ে বসলেন ভারতের ক্রিকেটাররা? কারণটা কী?

    24 Oct 2021, 07:52:38 PM IST

    চতুর্থ ওভারের শেষ বলে ইমদকে বাউন্ডারি মারেন সূর্যকুমার

    চতুর্থ ওভারের শেষ বলে ইমদ ওয়াসিমকে বাউন্ডারি মারেন সূর্যকুমার ওভারে মোট ৭ রান ওঠে। ৪ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ২১ রান তুলেছে। সূর্যকুমার ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১১ রান করে অপরাজিত রয়েছেন। কোহলি ব্যাট করছেন ৯ বলে ৬ রান করে। ইমদ কোনও উইকেট না পেলেও ২ ওভারে ১০ রান খরচ করেছেন।

    24 Oct 2021, 07:48:20 PM IST

    ভয়ডরহীন শুরু সূর্যকুমারের

    শাহিন ইতিমধ্যেই ২টি উইকেট তুলে নিলেও তৃতীয় ওভারের শেষ বলে তাঁকে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। তিন ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ১৪ রান তুলেছে। সূর্যকুমার ৪ বলে ৭ রান করেছেন। কোহলি ব্যাট করছেন ৫ বলে ৪ রান করে। আফ্রিদি ২ ওভারে ১০ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন।

    24 Oct 2021, 07:45:00 PM IST

    আফ্রিদির বলে বোল্ড রাহুল

    তৃতীয় ওভারে বল করতে আসেন আফ্রিদি। তিনি প্রথম বলেই বোল্ড করেন লোকেশ রাহুলকে। ৮ বলে ৩ রান করে ক্রিজ ছাড়েন লোকেশ। ভারত ৬ রানের মাথায় দুই ওপেনারের উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

    24 Oct 2021, 07:40:31 PM IST

    নতুন বলে স্পিন আক্রমণ

    একপ্রান্ত দিয়ে শাহিনের আগুনে গতি, অন্য প্রান্ত দিয়ে বাঁ-হাতি স্পিনার ইমদ ওয়াসিমকে আক্রমণে আনেন বাবর আজম। শুরুতেই উইকেট খোয়ানো ভারত তাড়াহুড়ো করতে রাজি নয়। দ্বিতীয় ওভারে ৪টি সিঙ্গল নিয়েই সন্তুষ্ট থাকে টিম ইন্ডিয়া। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬ রান। রাহুল ও কোহলি, উভয়েই ব্যক্তিগত ৩ রানে ব্যাট করছেন।

    24 Oct 2021, 07:36:38 PM IST

    রোহিতকে ফেরালেন শাহিন আফ্রিদি

    প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফিরিয়ে ভারতীয় শিবিরে শুরুতেই ধাক্কা দিলেন শাহিন আফ্রিদি। ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হিটম্যান। ১টি বল খেলে কোনও রান না করেই ক্রিজ ছাড়তে হয় ভারতীয় ওপেনারকে। ভারত দলগত ১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। প্রথম ওভারের শেষে ভারতের স্কোর ২/১।

    24 Oct 2021, 07:32:37 PM IST

    ম্যাচ শুরু

    ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। পাকিস্তানের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন শাহিন আফ্রিদি। উল্লেখযোগ্য বিষয় হল, রোহিত শর্মা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৭টি বিশ্বকাপেই মাঠে নামেন। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রাহুল। 

    24 Oct 2021, 07:17:39 PM IST

    পাকিস্তানের প্রথম একাদশ

    প্লেয়িং ইলেভেন: বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদব খান, ইমদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ ও শাহিন আফ্রিদি। 

    24 Oct 2021, 07:07:33 PM IST

    ভারতের প্রথম একাদশ

    ১৫ জনের স্কোয়াড থেকে ভারত রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখে রবিচন্দ্রন অশ্বিন, ইশান কিষাণ, শার্দুল ঠাকুর ও রাহুল চাহারকে।প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

    24 Oct 2021, 07:04:58 PM IST

    টস জিতল পাকিস্তান

    ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে টস জিতল পাকিস্তান। টস জিতে পাক দলনায়ক বাবর আজম রান তাড়া করার সিদ্ধান্ত নেন। সুতরাং দুবাইয়ে টস হেরে শুরুতে ব্যাটিং টিম ইন্ডিয়ার।

    24 Oct 2021, 06:42:38 PM IST

    কখন অনুষ্ঠিত হবে টস?

    ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা ৭টার সময় অনুষ্ঠিত হবে দুবাইয়ের ভারত-পাকিস্তান ম্যাচের টস। ম্যাচ শুরু হবে ৭টা ৩০ মিনিটে।

    24 Oct 2021, 06:41:37 PM IST

    বোল-আউট দিয়ে শুরু, এবার কি তবে সুপার ওভার?

    T20 বিশ্বকাপে প্রথম সম্মুখসমরে ভারত-পাকিস্তান ম্যাচ টাই হয়। বোল-আউটে টিম ইন্ডিয়া পরাজিত করে পাকিস্তানকে। ২০০৭ সালে ডারবানে উদ্বোধনী টি-২০ বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪১ রানে আটকে যায়। বোল আউটে সেহওয়াগ, হরভজন ও উথাপ্পা, তিনজনেই বল স্টাম্পে লাগিয়ে দেন। পাকিস্তানের হয়ে আরাফত, গুল ও আফ্রিদি, তিনজনের কেউই স্টাম্পে বল লাগাতে পারেননি। ফলে ভারত ৩-০ ব্যবধানে বোল-আউট জিতে ম্যাচের দখল নেয়। এবার যদি ম্যাচ টাই হয়, তবে বোল-আউট নয়, বরং সুপার ওভারে নির্ধারিত হবে ফলাফল।

    24 Oct 2021, 06:36:40 PM IST

    দুবাইয়ের ইতিহাস আশাবাদী করছে পাকিস্তানকে

    রেকর্ড বলছে, দুবাইয়ে শেষ ৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের একটিতেও হারেনি পাকিস্তান। সবক'টি ম্যাচেই বাবররা জয় তুলে নিয়েছেন। সেই ট্রেন্ড যদি বজায় থাকে, তবে বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারিয়ে দিতেও পারে পাকিস্তান।

    24 Oct 2021, 06:35:18 PM IST

    ভারতের লক্ষ্য ৬/৬, প্রথম জয়ের খোঁজে পাকিস্তান

    টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে মোট ৬ বার একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামছে ভারত-পাকিস্তান। আগের ৫ বারই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। সুতরাং ছয়ে ছয় করার লক্ষ্যে মাঠে নামছেন কোহলিরা। অন্যদিকে বিশ্বকাপে প্রথবার ভারতকে হারিয়ে এবার ছবিটা বদলে দিতে মরিয়া বাবর আজমরা।

    রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

    ময়দান খবর

    Latest News

    মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল শোণিতপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘বাচ্চার বাচ্চা আসছে…’,দিদিমা হচ্ছেন নীনা গুপ্তা! ২য় বিয়ের এক বছর,গর্ভবতী মাসাবা গর্ভাবস্থাতেই ‘ঢিসুম ঢিসুম’ দীপিকার, ছেলে না মেয়ে চাই? মনের ইচ্ছে জানালেন রণবীর ব্যবসায়ীকে খুনের চেষ্টা, বারে ভাঙচুর, বাকি ৮৭ হাজারের বিল! জেল হতে পারে পরীমনির? লখিমপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘খ্যাঁকখ্যাঁক করে…’,শিমুলের নামে রচনার কাছে নালিশ ঠুকল শ্রীতমা, পালটা মানালি গবাদি পশুও সন্তান! অপহৃত মেয়ে ও গৃহপালিত প্রাণীদের ফিরে পেতে হাইকোর্টে মা ‘ধর্ম যার যার উৎসব সবার’ মমতার সুর লকেটের মুখে, ‘রাম BJP-র একার নয়’ বললেন রচনা জোরহাট লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

    Latest IPL News

    কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.