যেন স্বস্তির দীর্ঘশ্বাস। যেন যন্ত্রণার অবসান। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের মধুর বদলা! এক বছর বাদে ক্ষততে প্রলেপ বিরাট কোহলির। তাঁর নেতৃত্বেই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরেছিল টিম ইন্ডিয়া। এ দিন শেষ ওভারের নাটকীয় ম্যাচে বাজিমাত করে ভারত। জয়ের নায়ক নিঃসন্দেহে বিরাট কোহলি।
এ দিন মেলবোর্নে ৫৩ বলে ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন কোহলি। ভারতকে ম্যাচ জিতিয়ে আবেগে ভাসেন কিং কোহলি। রবিবার স্টেডিয়াম জুড়ে শুধু বিরাট ধ্বনি। ম্যাচ জিততেই রোহিত শর্মা দৌড়ে এসে কোলে তুলে নেন কোহলিকে। গোটা টিমই যেন বিরাটে মজেছেন। পুরস্কার নিতে এসে কোহলি নিজেই জানালেন, এই আনন্দ তিনি ভাষায় প্রকাশ করতে পাচ্ছেন না। ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে বিরাট আবেগপ্রবণ হয়ে বলছিলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। কী বলব বুঝতে পারছি না।’
আরও পড়ুন: W-1-2-7nb-1w-3b-W-1w-1-টেনশনের শেষ ওভার, হৃদস্পন্দন বন্ধ হয় হয়, শেষ হাসি ভারতের
এই ইনিংসকে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বলে দাবি করলেন বিরাট। কোহলি বলেন, ‘এত দিন আমার কাছে সেরা ছিল মোহালিতে ৫২ (যদিও সেটা ৫১ বলে করেছিলেন তিনি) বলে ৮২ রানের ইনিংসটা (২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)। তবে রবিবার ৫৩ বলে যে ৮২ রান করলাম, সেটাকেই এখন এগিয়ে থাকবে। এই ম্যাচের পরিস্থিতিই আলাদা ছিল। তবে দু'টোই আমার কাছে বিশেষ ইনিংস হয়ে থাকবে।’
আরও পড়ুন: পাক ওপেনিং জুটিকে ফিরিয়ে রেকর্ড আর্শদীপের,বাবর-রিজওয়ানের লজ্জার নজির
আনন্দে আত্মহারা হয়ে কোহলি বলে যাচ্ছিলেন, ‘আমার সত্যিই কিছু বলার নেই। আমি জানি না কী হচ্ছে। হার্দিক (পান্ডিয়া) আমাকে বার বার বলছিল যে, বিশ্বাস রাখো আমরা পারব। আমি কিছু বলতে পারছি না। এটা অস্বাভাবিক পরিস্থিতি। আমাদের কাছে হিসেব পরিষ্কার ছিল। হ্যারিস রউফকে যদি আমি আক্রমণ করতাম, তা হলে পাকিস্তান চাপে পড়ে যাবে জানতাম। তাতেই শেষ ওভারে ১৬ রানের লক্ষ্য হয়ে দাঁড়ায়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। অনেক মাস রান পাচ্ছিলাম না। সমর্থকরা আমার পাশে ছিল। ধন্যবাদ।’
এ দিন পাকিস্তানের বোলাররা যখন ভেবেই নিয়েছিলেন, ম্যাচ তাঁদের দিকে ঘুরতে শুরু করেছে, সেই সময় ম্যাচের রং পাল্টে দেন বিরাট। ১৯তম ওভারে হ্যারিস রউফকে শেষ দু’বলে মারা দু’টি ছক্কা পাল্টে দিল ম্যাচের ফল। স্বভাবতই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এই ইনিংস নিঃসন্দেহে কোহলির অন্যতম সেরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।