বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 World Cup 2022: সময় নষ্ট নয়, মেলবোর্নে পৌঁছেই পাকিস্তান ম্যাচের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার

T20 World Cup 2022: সময় নষ্ট নয়, মেলবোর্নে পৌঁছেই পাকিস্তান ম্যাচের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার

অনুশীলনে ভারতীয় দল। ছবি- বিসিসিআই।

India vs Pakistan T20 World Cup 2022: বৃহস্পতিবারই ব্রিসবেন ছেড়ে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মেলবোর্নে পৌঁছেছে ভারতীয় দল।

পারথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে একজোড়া অনুশীলন ম্যাচ খেলে ব্রিসবেনে পা দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। গাব্বায় ২টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ জয় তুলে নিলেও রোহিত শর্মাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি। বৃষ্টির জন্য ভেস্তে যায় ভারত বনাম নিউজিল্যান্ড অনুশীলন ম্যাচটি।

কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ না হলেও বিশ্বকাপের আগে ভারতীয় দলের প্রস্তুতি মোটেও মন্দ হয়নি। টুর্নামেন্টের বেশ কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ায় ওদেশের পিচের গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আবহাওয়ার গতিপ্রকৃতি নিয়েও স্পষ্ট ধারণা তৈরি হয়েছে ক্রিকেটারদের মনে।

যদিও তাতেই সন্তুষ্ট হয়ে বসে থাকতে রাজি নন রোহিতরা। বরং পাকিস্তানের বিরুদ্ধে কঠিন ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরুর আগে তাঁরা নিজেদের ফাঁক-ফোকরগুলি যথাসম্ভব মেরামত করে নিতে চান। সেই লক্ষ্যেই মেলবোর্নে পৌঁছে মাঠে নামতে বিশেষ সময় নষ্ট করল না টিম ইন্ডিয়া।

সারা দিনের যাবতীয় খেলার খবরের আপডেট জানতে ক্লিক করুন

বৃহস্পতিবারই ব্রিসবেন ছেড়ে মেলবোর্নে পৌঁছেছে ভারতীয় দল। শুক্রবার তারা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে নেমে পড়ে, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে মহারণ চালাতে হবে মেন ইন ব্লু-দের। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ান অনুশীলনের ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'ভারত-পাকিস্তান ম্যাচের আগে আমরা এখন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের প্রথম ট্রেনিং সেশনে।'

আরও পড়ুন:- Indian Teams reaches Melbourne: ব্রিসবেনে 'বিরিয়ানি খেয়ে মেলবোর্নে পা, পাকিস্তান ম্যাচের আগে ফুরফুরে টিম ইন্ডিয়া

উল্লেখ্য, রবিবার মেলবোর্ন পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে। রোহিতরা সুপার টুয়েলভের পরের তিনটি ম্যাচ খেলবেন যথাক্রমে সিডনি, পারথ ও অ্যাডিলেডে। সুপার টুয়েলভের শেষ ম্যাচ খেলতে ভারতীয় দল পুনরায় পা দেবে মেলবোর্নে।

বন্ধ করুন