কোহলিদের বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার জন্য নিউজিল্যান্ডের হারা যেমন আবশ্যক, তার থেকেও বেশি জরুরি ভারতের বাকি ম্যাচগুলিতে জয় নিশ্চিত করা। নিউজিল্যান্ড যদি শেষমেশ কোনও ম্যাচে হেরে বসে, তবে শুধু জয়ই যথেষ্ট নাও হতে পারে টিম ইন্ডিয়ার শেষ চারের টিকিট হাতে পাওয়ার জন্য। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে নেট রান-রেট।
সুতরাং, স্কটল্যান্ডের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে ভারতকে শুধু জিতলেই চলবে না, বরং নেট রান-রেট যতটা বেশি সম্ভব বাড়িয়ে নিতে হবে।
প্রথমত, সতর্ক হয়ে মাঠে নামতে হবে কোহলিদের। কেননা স্কটল্যান্ডকে মোটেও হালকাভাবে নেওয়া যাবে না। তারা প্রথম রাউন্ডে বাংলাদেশকে হারিয়েছে। সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের কাছে ১৬ রানে হারলেও কড়া টক্কর দিয়েছে। তাছাড়া তাদের হারানোর কিছুই নেই। বরং ভারতের মতো সেরা দলের বিরুদ্ধে জিততে পারলে সেটাই হবে বিশ্বকাপে তাদের সেরা প্রাপ্তি। সুতরাং, তারা ভারতকে হতাশ করার মরিয়া প্রয়াস চালাবে নিশ্চিত।
দ্বিতীয়ত, জয়ের ব্যবধান বাড়ানোর দিকে নজর দিতে হবে কোহলিদের। প্রথমে ব্যাট করলে বড় রান তুলে স্কটল্যান্ডকে যথা সম্ভব কম রানে বাঁধে রাখতে হবে। পরে ব্যাট করলে স্কটল্যান্ডকে সস্তায় বেঁধে রেখে যত তাড়াতাড়ি সম্ভব জয়ের লক্ষ্যে পৌঁছে যেতে হবে কোহলিদের।
আসলে নিউজিল্যান্ডকে আফগানিস্তান হারালে ভারতের মতো তাদের সামনেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্ট সংখ্যা সমান হবে এবং নেট রান-রেটই এক্ষেত্রে নির্ণায়ক হয়ে দেখা দেবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।