জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হল ভারত। তার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছেন রোহিত শর্মারা। চার মাস আগেই যে ইংরেজদের ঘরের মাঠে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত।
রবিবার সকালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেদারল্যান্ডস জিতে যাওয়ায় ভারতের সেমিফাইনালের টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল। ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধে লড়াইটা ভারতের কাছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচ ছিল। সেই ম্যাচে ৭১ রানে জিতে ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ২’-তে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তার ফলে আগামী বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে নামবেন রোহিতরা। নিউজিল্যান্ডর মুখোমুখি হবে ‘গ্রুপ ২’-র দ্বিতীয় স্থানাধিকারী পাকিস্তান।
‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ২’-র পয়েন্ট তালিকা
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল এবং ফাইনালের সূচি
- প্রথম সেমিফাইনাল: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, ৯ নভেম্বর (বুধবার), দুপুর ১ টা ৩০ মিনিট, সিডনি।
- দ্বিতীয় সেমিফাইনাল: ভারত বনাম ইংল্যান্ড, ১০ নভেম্বর (বৃহস্পতিবার), দুপুর ১ টা ৩০ মিনিট, অ্যাডিলেড ওভাল।
- ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল, ১৩ নভেম্বর (রবিবার), দুপুর ১ টা ৩০ মিনিট, মেলবোর্ন।
(বিশেষ দ্রষ্টব্য: সব ভারতীয় সময় অনুযায়ী)
ভারত-ইংল্যান্ডের শেষ টি-টোয়েন্টি সিরিজ
চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এসেছিল ভারত। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচে জিতেছিলেন রোহিত শর্মারা। সাউথহ্যাম্পটনে ৫০ রানে জিতেছিল ভারত। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যিনি ৩৩ বলে ৫১ রান করেছিলেন। সেইসঙ্গে চার ওভারে ৩৩ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। ১৯ বলে ৩৯ রান করেছিলেন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন: IND vs ZIM: বিরাট জয় ভারতের, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের সেমিফাইনালে রোহিতরা
দ্বিতীয় ম্যাচে ভুবনেশ্বর কুমারের জাদুর সাক্ষী ছিল এজবাস্টন। তিন ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন ভুবি। তাছাড়াও ২৯ বলে অপরাজিত ৪৬ রান করেছিলেন রবীন্দ্র জাদেজা। তৃতীয় ম্যাচে ভারত (পূর্ণশক্তির দল খেলেনি) হারলেও দুর্দান্ত খেলেছিলেন সূর্য। ট্রেন্টব্রিজে ৫৫ বলে ১১৭ রান করেছিলেন ভারতীয় তারকা। ইংল্যান্ডের ২১৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৪ টি চার মেরেছিলেন। হাঁকিয়েছিলেন ছ'টি ছক্কা। বাকিরা কেউ দাঁড়াতে না পারায় ১৭ রানে হেরে গিয়েছিল ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।