শুভব্রত মুখার্জি: ধারাবাহিক ভাবে দু'টি ম্যাচে ব্যর্থ হওয়ার পরে আফগানিস্তান ম্যাচে ভারতীয় ব্যাটাররা যথেষ্ট ভাল পারফরম্যান্স করলেন। বলা ভাল এ দিন বিধ্বংসী ফর্মে থাকা ভারতীয় ব্যাটারদের সৌজন্যে চলতি বিশ্বকাপের নয়া নজির স্থাপন করে ফেলল বিরাট কোহলিরা। আফগানিস্তানের করা ১৯০ রানকে টপকে চলতি টি-২০ বিশ্বকাপে সর্বাধিক দলগত রান করার নজির গড়ল বিরাটের ভারত।
এদিন ব্যাট হাতে প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিলেন দুই ওপেনার কেএল রাহুল এবং রোহিত শর্মা। প্রথম উইকেটের জুটিতে তাঁরা ১৪০ রান তুলতে সমর্থ হন। মাত্র ১৪ ওভারেই এই রান তুলেছিল রোহিত-রাহুল জুটি। রোহিতের ৭৪ রান ,রাহুলের ৬৯ রান, ঋষভ পন্তের ১৩ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস এবং হার্দিক পাণ্ডিয়ার ১৩ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে ভর করে ভারত তাদের নির্ধারিত ২০ ওভারে ২১০ রান তুলতে সমর্থ হয়।
উল্লেখ্য এর আগে চলতি টি-২০ বিশ্বকাপের দলগত সর্বোচ্চ রান ছিল আফগানিস্তানের। তারা এই রান করেছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে ১৩০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল রশিদ খানরা। আসুন একনজরে দেখে নিন সেই পরিসংখ্যান :-
১) ভারত ২১০/২ বনাম আফগানিস্তান
২) আফগানিস্তান ১৯০/৪ বনাম স্কটল্যান্ড
৩) পাকিস্তান ১৮৯/২ বনাম নামিবিয়া
৪) শ্রীলঙ্কা ১৭২/৫ বনাম বাংলাদেশ
৫) নিউজিল্যান্ড ১৭২/৫ বনাম স্কটল্যান্ড
৬) বাংলাদেশ ১৭১/৪ বনাম শ্রীলঙ্কা
৭) ইংল্যান্ড ১৬৩/৪ বনাম শ্রীলঙ্কা
৮) আফগানিস্তান ১৬০/৫ বনাম নামিবিয়া
৮) স্কটল্যান্ড ১৫৬/৫ বনাম নিউজিল্যান্ড
৯) অস্ট্রেলিয়া ১৫৫/৩ বনাম শ্রীলঙ্কা
১০ ) অস্ট্রেলিয়া ১৫৪/৬ বনাম অস্ট্রেলিয়া