বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 World Cup 2022: হরমনদের ফাইনালে মেলবোর্নেই দর্শক ছিলেন ৮৬,১৭৪, পিছিয়ে থাকল পাক-ইংল্যান্ড মহারণ

T20 World Cup 2022: হরমনদের ফাইনালে মেলবোর্নেই দর্শক ছিলেন ৮৬,১৭৪, পিছিয়ে থাকল পাক-ইংল্যান্ড মহারণ

ভারত-অস্ট্রেলিয়ার ফাইনালে মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডের দর্শক সংখ্যা (ডানদিকে, ফাইল ছবি, সৌজন্যে গেটি ইমেজস), আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে পাকিস্তানি সমর্থকরা। (ছবি সৌজন্যে এএফপি)

T20 World Cup 2022: এবার 'সুপার ১২' পর্যায়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০,২৯৩ দর্শক হাজির ছিলেন। ফাইনালে সেই সংখ্যাটা আরও কম থাকল।

মেলবোর্নে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দর্শকের সংখ্যা ছিল প্রায় ৮১,০০০। কিন্তু এখনও সিংহাসন ধরে রাখল মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ২০২০ সালে মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়ার সেই ফাইনাল দেখতে ৮৬,১৭৪ মানুষ এসেছিলেন। তা নিয়ে প্রাক্তন অজি ক্রিকেটার লিজা স্টালেকার গর্ববোধ করলেন।

রবিবার টুইটারে দুুটি ছবির কোলাজ পোস্ট করেন স্টালেকার। উপরের ছবিতে ২০২০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনালের (২০২০ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ) দর্শক সংখ্যা দেখা যাচ্ছিল। দ্বিতীয় ছবিতে আজ পাকিস্তান-ইংল্যান্ড ফাইনালের (২০২২ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ) দর্শক সংখ্যা দেওয়া ছিল।

সেই ছবির সঙ্গে স্টালেকার লেখেন, 'একই মাঠ, একই টুর্নামেন্ট - টি-টোয়েন্টি বিশ্বকাপ। (ফাইনালে) যে দুটি দল খেলছে, সেটা আলাদা। অস্ট্রেলিয়া বনাম ভারতের (ফাইনালে) দর্শকের সংখ্যা ছিল ৮৬,১৭৪। ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে দর্শকের সংখ্যা হল ৮০,৪৬২। কে ভেবেছিলেন যে মহিলা ক্রিকেটের (ফাইনাল) দেখতে বেশি মানুষ আসবেন।'

আরও পড়ুন: Matthew Mott wins 2 World Cups within a year: সাড়ে ৭ মাসের মধ্যে ২ বিশ্বকাপ জয় ইংল্যান্ডের কোচের! ভারত কি দায়িত্ব দেবে?

লিজার সেই টুইটে মজেছেন ভারতীয়রা। এক নেটিজেন বলেন, '(আজকের ফাইনালের তুলনায়) ভারত-জিম্বাবোয়ে ম্যাচে বেশি দর্শক ছিলেন।' এক নেটিজেন বলেন, '(২০২০) সালের ফাইনালে ভারতীয় দল ছিল। সেটাই পার্থক্য গড়ে দিয়েছিল। যদি আজকের ফাইনালে ভারত থাকত, তাহলে দর্শকের সংখ্যা অনেক বেশি হত।' যদিও অনেকের আবার বক্তব্য, অহেতুক তুলনা করছেন লিজা। কারণ দুটি ফাইনালের টিকিটের দামের মধ্যে বিশাল ফারাক ছিল বলে দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুন: T20 World Cup 2022: সেমিতে লজ্জার হার, তাও T20 WC-এর একাধিক রেকর্ড ভারতীয়দের ঝুলিতে, দেখুন তালিকা

এমনিতে এবার 'সুপার ১২' পর্যায়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০,২৯৩ দর্শক হাজির ছিলেন। ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচেও ৮২,০০০-র বেশি দর্শক ছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। যা অস্ট্রেলিয়ায় 'জি' হিসেবে পরিচিত। তাছাড়া ২০২০ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮৬,০০০-র বেশি দর্শক এসেছিলেন। মেলবোর্নেই ২০১৫ সালে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে দর্শকের সংখ্যা ছিল ৯৩,০১৩। যে ফাইনালে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।

বন্ধ করুন