বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > Ind vs Pak-বৃষ্টিবাদলার দিনে কত বড় ফ্যাক্টর হবে ড্রপ-ইন পিচ, ফাঁস করলেন কিউরেটর

Ind vs Pak-বৃষ্টিবাদলার দিনে কত বড় ফ্যাক্টর হবে ড্রপ-ইন পিচ, ফাঁস করলেন কিউরেটর

উইকেটের জরিপ করছেন রোহিত শর্মা (ANI)

স্থানীয় সময় সন্ধ্যে সাতটা থেকে ম্যাচ শুরু হবে। কিউরেটর স্থানীয় এক সংবাদমাধ্যমে জানিয়েছেন যে খুব ভালো খেলা হবে। উইকেটের চরিত্র বদলাবে না। এমসিজি-তে মাঠের ঠিক বাইরে একটি উইকেট নার্সারি আছে। সেখানেই উইকেটগুলির পরিচর্যা করা হয় সারা বছর। তারপর মাত্র তিন সপ্তাহ আগে মাঠে এই উইকেটটি বসানো হয়েছে বলে তিনি জানান।

ব্লকবাস্টার সানডেতে তিলধারণের জায়গা থাকবে না এমসিজি-র মাঠে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাবর আজমের পাকিস্তান ও রোহিত শর্মার ভারত। সেখানে কীরকম আচরণ করতে চলেছে এমসিজি-র ড্রপ-ইন পিচ, সেই কথা জানালেন মাঠের প্রধান কিউরেটর। মাইকেল সালভেতর জানিয়েছেন পুরো ম্যাচেই পিচের চরিত্র একই রকম থাকবে। অর্থাৎ টস খুব সম্ভবত বড় ফ্যাক্টর হবে না রবিবার।

স্থানীয় সময় সন্ধ্যে সাতটা থেকে ম্যাচ শুরু হবে। কিউরেটর স্থানীয় এক সংবাদমাধ্যমে জানিয়েছেন যে খুব ভালো খেলা হবে। উইকেটের চরিত্র বদলাবে না। এমসিজি-তে মাঠের ঠিক বাইরে একটি উইকেট নার্সারি আছে। সেখানেই উইকেটগুলির পরিচর্যা করা হয় সারা বছর। তারপর মাত্র তিন সপ্তাহ আগে মাঠে এই উইকেটটি বসানো হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত মেলবোর্নের এই মাঠে ক্রিকেট ছাড়াও অন্য খেলা হয়। ক্রিকেটের সময় ড্রপ ইন পিচ এনে বালির সাহায্যে সেটা বসানো হয়। তারপর আবার অজি ফুটবল শুরু হয়। তার জন্য আবার অন্য ব্যবস্থা করতে হয়। ভারতে খুব একটা প্রচলন না থাকলেও অস্ট্রেলিয়ার মতো দেশ যেখানে ক্রিকেট ছাড়াও অন্য অনেক খেলা জনপ্রিয়, সেখানে হামেশাই ড্রপ-ইন পিচ ব্যবহার করা হয়। যদিও অনেকে বলে তাতে সাবেকি পিচে যে বাউন্স দেখা যেত, সেটা উবে গিয়েছে।

প্রসঙ্গত, দুপুর ও বিকেলে মেলবোর্নে রোববার বৃষ্টি হওয়ার কথা আছে। এখনও প্রায় ৭০ শতাংশ সম্ভাবনা আছে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস থেকে। ফলে মেলবোর্নে ম্যাচ চলাকালীন কিছু সময় নষ্ট হতেই পারে বলে মনে করা হচ্ছে। তবে শেষপর্যন্ত কী হবে সেটা এখনও স্পষ্ট নয়।

মাঠের নিকাশি ব্যবস্থা খুব ভালো হওয়ায় জল সহজেই ঝরে যায়। তাই খেলা চলাকালীন বৃষ্টি হলেও ম্যাচ খুব সম্ভবত পরিত্যক্ত হবে না, এটাই আশায় থাকবেন মাঠে হাজির থাকা ৯০ হাজার দর্শক ও কোটি কোটি মানুষ যারা টিভি ও কমপিউটারে খেলায় চোখ রাখবেন। গত টি২০ বিশ্বকাপেই প্রথমবার পাকিস্তানের কাছে পরাজিত হয় ভারত, তাও একেবারে দশ উইকেটে। সেদিনের সেই কালো ইতিহাস পিছনে ফেলে ফের যে জয়ের সরণিতে ফিরতে চাইবেন রোহিতরা, সেটা বলাই বাহুল্য। গতবার পিচ ও টস বড় একটা ফ্যাক্টর ছিল আমিরশাহিতে। এবার অস্ট্রেলিয়ার বড় মাঠে তেমন কোনও বিষয় নেই। কিউরেটর জানিয়ে দিয়েছেন উইকেট বদলাবে না। তাই একেবারেই ভাগ্যের সহায়তায় নয়, ক্রীড়াশৈলীর মাধ্যমেই ম্যাচ জিততে হবে দুই দলকে।

 

বন্ধ করুন