দুরন্ত স্পেল করে টিম ইন্ডিয়ার ইনিংসের টপ অর্ডারকে ভেঙে দিলেন লুঙ্গি এনগিদি। পরে মিলার ও মার্করামের ব্যাটে জয় পেল দক্ষিণ আফ্রিকা।
পাঁচ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা
১৯.৪ ওভারেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। পাঁচ উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা। মিলার ৪৬ বলে ৫৯ রান করলেন।
৬ বলে দরকার ৬ রান
ভুবনেশ্বরের হাতে বল। দক্ষিণ আফ্রিকার জিততে হলে ৬ বলে ৬ রান করতে হবে।
পঞ্চাশ করলেন মিলার
শামির বলেনিজের অর্ধশতরান সম্পূর্ণ করলেন ডেভিড মিলার।
১২ বলে ১২ রান দরকার দক্ষিণ আফ্রিকা
ক্রিজে রয়েছেন ডেভিড মিলার। এই ম্যাচে কি কোনও চম
আউট….
ট্রিস্টান স্টাবসকে LBW আউট করলেন অশ্বিন। এই ওভারে অনেক রান হজম করেছে দক্ষিণ আ
দক্ষিণ আফ্রিকার জিততে দরকার ১৮ বলে ২৫ রান
ডেভিড মিলারের উইকেট দরকার। ৩৬ বলে ৩৪ রান করে ক্রিজে রয়েছেন ডেভিড মিলার। এদিকে ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার ১৮ বলে ২৫ রান দরকার
১৬ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০২/৩
দক্ষিণ আফ্রিকাকে জিততে হলে ২৪ বলে ৩২ রান করতে হবে।
আউট……
হার্দিকের বলে ক্যাচ তুলে সূর্যকুমারের হাতে ধরা দিলেন মার্করাম। ৪১ বলে ৫২ রান করলেন তিনি।
দীনেশ কার্তিক মাঠ ছাড়ছেন
কিপিং করতে এলেন ঋষভ পন্ত। চোট পয়ে মাঠ ছাড়লেন দীনেশ কার্তিক। ১৫.১ ওভারে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। আশা করা হবে যেন ডিকের চোট গুরুতর না হ
১৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯৫/৩
অর্ধশতরান পূর্ণ করলেন মার্করাম। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯৫/৩ রান। দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিততে হলে ৩০ বলে ৩৯ রান করতে হবে।
১৪ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৫/৩
অশ্বিনের ওভারে ১৭ রান নিল দক্ষিণ আফ্রিকা। এরফলে দক্ষিণ আফ্রিকা ম্যাচে দারুণ ভাবে ফিরেছে। ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ৩৬ বলে ৪৯ রান। ৫২ বলে ৬৩ রানের পার্টনারশিপ গড়লেন মার্করাম ও মিলার।
১৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৮/৩
শামির ওভারে মাত্র তিন রান নিল দক্ষিণ আফ্রিকা। যদি রান আউট হয়ে যেতে তাহলে খেলার গতি অন্য হতেই পারত।
মিস…. আবার মিস….
মার্করামকে রান আউট করার সুযোগ পেয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু সহজ সুযোগকে কাজে লাগাতে পারলেন না ভারতের ক
ক্যাচ মিস করলেন বিরাট কোহলি
অশ্বিনের বলে মার্করাম ক্যাচ তুলেছিলেন, কিন্তু বিরাট কোহলি সকলকে অবাক করে লং বাউন্ডারির সেই ক্যাচ মিস করেন। ১২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৫/৩ রান।
১১ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫৬/৩
ভারতের জন্য বড় ওভার। ১১তম ওভারে ১৬ রান নিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচ জিততে হলে এই জুটিকে
১০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪০/৩
নিজের প্রথম ওভার বল করতে এসে মাত্র ৫ রান দিলেন অশ্বিন। বাকি ১০ ওভারে অর্থাৎ ৬০ বলে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিততে হলে
৯ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৫/৩
দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চেপে ধরেছেন ভারতীয় বোলাররা। পার্থের উইকেটে রান করাটা যে বেশ কঠিন সেটাই বুঝতে পারছে দক্ষিণ আফ্রিক
৮ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৩/৩
জিততে হলে এখনও ৭২ বলে ১০১ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচে ফিরতে হলে মিলার-মার্করামে এই জুটিকে ভাঙতে হবে ভারতকে।
৭ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩২/৩
উইকেটে রয়েছেন মার্করাম ও ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার এই জুটিকে ভাঙতে হবে। রোহিত কী পরিকল্পনা নেন সেটাই দেখার।
৬ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৪/৩
পাওয়ার প্লে শেষ। ছয় ওভারে তিন উইকেটে ২৪ রান তুলল দক্ষিণ আফ্রিকা। এই পাওয়ার প্লে ভারতের পক্ষেই গেল।
আউটটট….
শামির বলে দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তেম্বা বাভুমা। ৫.৪ ওভারে ২৪ রানে তৃতীয় উইকেট হারাল দকি
৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২১/২
ম্যাচ জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে এখনও ৯০ বলে ১১৩ রান দরকার। তবে তার মধ্যে আটকে দিতে পারলেই সেমিফাইনালের রাস্তাটা মসৃণ হয়ে যাবে টি
৪ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩/২
মার্করামকে আউট করতে হবে, নয়তো ইনিংসের সঙ্গে সঙ্গে বড় রান করতে পারেন মার্করাম। ১১ বলে ৯ রান করেছ
৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯/২
ম্যাচ জিততে হলে ১৭ ওভারে ১২৫ রান দরকার দক্ষিণ আফ্রিকার। এখন দেখার বল আর্শদীপ আর কী চম
২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭/২
দুরন্ত আর্শদীপ। এক ওভারে দুই উইকেট শ
আবার আউটটটট….
জ্বলে উঠেছেন আর্শদীপ সিং। রিলি রসৌ শূন্য রানে আউট করলেন আর্শদীপ। LBW আউট হলেন রিলি। ১.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩/২ রান।
আউটটটট…..
আর্শদীপ সিং-এর বলে আউট হলেন কুইন্টন ডি কক। তিন বলে এক রান করলেন প্রোটিয়া ওপেনার। কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন
প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩/০
তেম্বা বাভুমা ও কুইন্টন ডি ককের কাছে এই লক্ষ্যটা খুব একটা সহজ হবে না। কারণ পার্থের উইকেটে বোলাররা অনেক কাজে লাগাচ্
দক্ষিণ আফ্রিকার লড়াই শুরু
কুইন্টন ডি কক ও তেম্বা বাঙুমা লড়াই করতে নামলেন।
ভারত তুলল ১৩৩/৯ রান
নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান তুলল ভারত। এরমধ্যে ৯ উইকেট হারাল টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদব ৪০ বলে ৬৮ রান তুললেন সূর্য। এখন দেখার ভারতীয় বোলররা পার্থের মাঠে কী করেন? লুঙ্গি এনদিগি চার ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট নিলেন। একটা সময়ে ভারত ৪৯ রানে পাঁ
আউট হলেন শামি
ভুবনেশ্বরের সঙ্গে রান নিতে গিয়ে রান আউট হলেন মহম্মদ শামি।
আউট হলেন সূর্যকুমার যাদব
৪০ বলে ৬৮ রান করে পার্নেলের বলে কেশব মহারাজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সূর্যকুমার যাদব। ১৮.৫ ওভারে ভারতের স্কোর
আউট হলেন অশ্বিন
বড় শট মারতে গিয়ে পার্নেলের বলে রাবাডার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন অশ্বিন।
১৮ ওভার শেষে ভারতের স্কোর ১২৪/৬
ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন সূর্য কুমার যাদব। ১৮ তম ওভার থেকে ৯ রান তুলল
১৭ ওভার শেষে ভারতের স্কোর ১১৫/৬
১৭তম ওভারে ১০ নিলেন সূর্যকুমার যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। এই ওভারে দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন সূর্য।
১৬ ওভার শেষে ভারতের স্কোর ১০৫/৬
ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন সূর্যকুমার যাদব। এবার তাঁকে সাহায্য করতে ক্রিজে এসেছেন অশ্বিন। এখন দেখার শেষ চার ওভারে কী করে টিম ইন্ডিয়া।-
১৫ বলে ৬ রান করে আউট হলেন কার্তিক
ভারতের ষষ্ঠ উইকেটের পতন। ১৫ বলে ৬ রান করে আউট হলেন দীনেশ কার্তিক। ৫২ রানের পার্টনারশিপ গড়ার পরেই আউট হলেন ডিকে।
১৫ ওভার শেষে ভারতের স্কোর ১০১/৫
এখন দেখার বাকি পাঁচ ওভারে ভারত কত রান তোলে। ৮.৩ ওভারে ৪৯ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে ১০১ করলেন
ভারতের ১০০ রান
অর্ধশতরান করলেন সূর্যকুমার যাদব। ৩০ বলে অর্ধশতরান করলেন সূর্য। এর ফলে ভারত
১৩ ওভার শেষে ভারতের স্কোর ৮৪/৫
২৩ বলে ৩৭ রান করে ইনিংসের হাল ধরেছেন সূর্যকুমার যাদব। ধীর গতিতে রান করছেন দীনেশ কার্তিক। ১১ বলে ৩ রান করেছেন।
সূর্যকুমার যাদবের ছক্কা
কেশব মহারাজের বলে সোজা ছক্কা হাঁকালেন সূর্যকুমার যাদব। ২২ বলে ৩৬ রান করে ব্যাট করছেন তিনি। এই ইনিংসে এখনও ২টি ছক্কা ও ২ চার হাঁকিয়ে
১২ ওভার শেষে ভারতের স্কোর ৭৩/৫
সূর্যকুমার ও ডিকে হাত ধরে এগিয়ে চলেছে ভারতের ইনিংস। বাকি আট ওভারে কত রান হয় সেটাই এখন দেখার
১১ ওভারে ভারতের স্কোর ৬৭/৫
১১তম ওভারে প্রথম স্পিন নিয়ে এলেন তেম্বা বাভুমা। এই ওভারে প্রথম বলেই চার হজম করেন কেশব মহারাজ। ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন দীনেশ কার্তিক ও সূর্যকুমার যাদব।
১০ ওভারে ভারতের স্কোর ৬০/৫
চাপের মধ্যে টিম ইন্ডিয়া। এখন বাকি দশ
৯ ওভারে ভারতের স্কোর ৫১/৫
দুরন্ত স্পেল করে টিম ইন্ডিয়ার ইনিংসের টপ অর্ডারকে ভেঙে দিলেন লুঙ্গি এনগিদি। তিন ওভার বল করে
ভারতের পঞ্চম উইকেটের পতন
ফের ভারতের উইকেট তুলে নিলেন লুঙ্গি এনগিদি। তিন বলে ২ রান করে আউট হলেন
৮ ওভারে স্কোর ৪৭/৪
চাপের মুখে টিম ইন্ডিয়া।
ভারতের চতুর্থ উইকেটের পতন
রানের খাতা না খুলেই সাজঘরে ফিরলেন দীপক হুডা। তিন বল খেলে শূন্য রানেই নরকিয়ার বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন
৭ ওভারে স্কোর ৪১/৩
চাপের মধ্যে টিম ইন্ডিয়া। ৭ ওভারের মধ্যেই তিন উইকেট হারাল ভারত। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৪১/৩
বিরাট আউট…
১১ বলে ১২ রান করে সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। এবারও বোলার এনগিদি। ভারতের টপ অর্ডা
শেষ হল পাওয়ার প্লে
পাওয়ার প্লে-তে এগিয়ে রয়েচে দক্ষিণ আফ্রিকা। ৬ ওভারে ভারতের স্কোর ৩৩/২ রান। রোহিত ও রাহুলের দুটো উইকেট তুলে নিয়েছেন লুঙ্গি এনগিদি
মাঠে নেমেছেন বিরাট-সূর্য
রোহিত শর্মা ও কেএল রাহুল আউট হয়ে যাওয়ার পরে সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া। তবে এখন ভারত
আউট হলেন কেএল রাহুল
মাত্র ৯ রান করে সাজঘরে ফিরে গেলেন কেএল রাহুল। লুঙ্গি এনগিদি
আউট হলেন রোহিত শর্মা
লুঙ্গি এনগিদির বলে লুঙ্গি এনগিদির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১৪ বলে ১৫ রান করলেন রোহিত। আউট হওয়ার সময়ে ৪.২ ওভারে ভারতের স্কোর ছিল ২৩/
চার ওভারে ভারতের স্কোর ২১/০
রোহিত শর্মা ১৩ রান করেছেন এবং কেএল রাহুল ৮ রান করেছেন। পাওয়ার প্লে শেষ হতে বাকি আর দু
তিন ওভারে ১৪ রান
প্রথম ওভার দক্ষিণ আফ্রিকা মেডেন দিলেও পরের দুই ওভারে রানে ফিরল রোহিত-রাহুল। মোট ১৮ বলে ১৪ রান করলেন ভারতীয় ওপেনাররা
দারুণ শুরু করল ভারত
প্রথম ওভার মেডেন দিলেও পরে ছন্দে ফিরেছেন কেএল রাহুল ও রোহিত শর্মা। ২.৫ ওভারে ১৪ রান তুললেন ভারতের দুই ওপেনার।দুজনেই একটি করে ছক্কা হাঁকিয়েছেন
টসের পরে কী বলেছিলেন দুই দলের দুই অধিনায়ক
টসের সময় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানান, দলে পরিবর্তন করা হয়েছে। অক্ষর প্যাটেলের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন দীপক হুডা। দক্ষিণ আফ্রিকা দলেও একটা পরিবর্তন দেখা গেছে। তাবরেজ শামসির জায়গায় সুযোগ দেওয়া হয়েছে লুঙ্গি এনগিদিকে। দক্ষিণ আফ্রিকা শিবিরে এখন চার পেসার।
দক্ষিণ আফ্রিকার একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তেম্বা বাভুমা (সি), রিলি রোসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া
ভারতের প্লেয়িং ইলেভেন
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), দীপক হুডা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি এবং আর্শদীপ সিং
দলে এলেন এনগিদি
শামসির জায়গায় দলে আনা হয়েছে এনগিদিকে। দলে পরিবর্তন করে ভারতের বিরুদ্ধে পেস আক্রমণকে আরও শক্তিশালী করলেন তেম্বা বাভুমা।
অক্ষরের জায়গায় দলে এলেন দীপক
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে দলে পরিবর্তন করলেন রোহিত শর্মা। অক্ষর প্যাটেলের জায়গা দলে এলেন দীপক হুডা। দলে একজন বাড়তি ব্যাটারকে দলে আনল ভারত।
টস জিতল ভারত
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে বেসি রান করতে চাইবে টিম ইন্ডিয়া।
টিম ইন্ডিয়ার সামনে জয়ের হ্যাটট্রিকের সুযোগ
T20 বিশ্বকাপ 2022-এর সুপার 12-এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচ পার্থে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা হবে। টানা তৃতীয় ম্যাচে জয়ের সুযোগ থাকবে ভারতের।
কখন শুরু হবে ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি ভারতীয় সময় বিকেল ৪.৩০ মিনিটে শুরু হবে, যখন টস হবে বিকাল চারটেতে। এর আগে পার্থে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ হচ্ছে। ভারতে যে সময় ম্যাচটি শুরু হবে, সেটি হবে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা। এই ম্যাচে পাকিস্তানি সমর্থকদেরও ভারতের জন্য গলা ফাটাতে দেখা যাবে।
দেখে নিন দুই দলের হেড টু হেডের রেকর্ড
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ২৩টি ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ১৩টি ম্যাচ জিতেছে ভারত, আর দক্ষিণ আফ্রিকা জিতেছে ৯ বার। ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার একটি টি-টোয়েন্টি ম্যাচের ফল পাওয়া যায়নি। শেষ তিনটিতে ভারত জিতেছে ২টি ম্যাচে। এমন পরিস্থিতিতে এই দলের বিপক্ষে ভারতের পাল্লা ভারী রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।