বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 World Cup 2022: IND-NZ ফাইনাল হবে- এবি-র ভবিষ্যদ্বাণীর পরেও পরিসংখ্যান চিন্তায় ফেলেছে ভারতকে

T20 World Cup 2022: IND-NZ ফাইনাল হবে- এবি-র ভবিষ্যদ্বাণীর পরেও পরিসংখ্যান চিন্তায় ফেলেছে ভারতকে

ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া।

টিম ইন্ডিয়া বিশ্বকাপের সুপার-টুয়েলভ রাউন্ডে চারটি ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আর বৃহস্পতিবার সেমিফাইনালে রোহিত শর্মা ব্রিগেড ইংল্যান্ডের মুখোমুখি হবে। সেমিতে কিন্তু ভারতের বড় গাঁট ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি'ভিলিয়ার্স ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন। এবি বিশ্বাস করেন যে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে খেলা হবে এবং ভারত দ্বিতীয় বার সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হবে। তার বড় কারণ হিসেবে ডি'ভিলিয়ার্স বলেছেন, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের দুরন্ত ফর্ম।

টিম ইন্ডিয়া বিশ্বকাপের সুপার-টুয়েলভ রাউন্ডে চারটি ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আর বৃহস্পতিবার সেমিফাইনালে রোহিত শর্মা ব্রিগেড ইংল্যান্ডের মুখোমুখি হবে।

আরও পড়ুন: মালানের পর চোটের কবলে আরও এক ক্রিকেটার, ফিল সল্ট ঢুকতে পারেন দলে

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমার মনে হয় ভারত ফাইনালে নিউজিল্যান্ডের বিরদ্ধে খেলবে এবং ভারতই বিশ্বকাপ জিতবে। দুর্দান্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি। পুরো ভারতীয় দলই অত্যন্ত প্রতিভাবান।’

তবে বিশ্বকাপ জিততে হলে আগে বৃহস্পতিবার ইংল্যান্ডের বাধা টপকাতে হবে রোহিত শর্মাদের। যতই এবি ডি'ভিলিয়ার্স বলুন না কেন, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড খেলবে আর ভারতই চ্যাম্বিয়ন হবে। তবে ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখা যাব, কিউয়ি দলের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয়।

আরও পড়ুন: ফের ব্রোম্যান্স সুরবীর জুটির, কোহলিকে নিয়ে ফুট কাটলেন পিটারসেন

গত বছর অর্থাৎ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউয়িদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। তার পরে ২০১৯ ওডিআই বিশ্বকাপেও নিউজিল্যান্ড সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল।

টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত মোট ২২বার মুখোমুখি হয়েঠে। ১২ বার জিতেছে ভারত। ১০ বার জিতেছে ইংল্যান্ড। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং ইংল্যান্ড ২০০৭, ২০০৯ এব ২০১২ সালে মোট তিন বার মুখোমুখি হয়েছে। টিম ইন্ডিয়া দু'বার জিতেছে, আর ইংল্যান্ড জিতেছে এক বার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন