বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > কেন মহারণের আগে হাঁটু মুড়ে বসলেন ভারতের ক্রিকেটাররা? কারণটা কী?
পাকিস্তানের ম্যাচের আগে #BlackLivesMatters আন্দোলনের প্রতি সমর্থন জানালেন ভারতীয় ক্রিকেটাররা। রবিবার দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণের শুরুতেই হাঁটু মুড়ে বসে বর্ণবিদ্বেষের বিরোধিতা করেন তাঁরা।
কেন হাঁটু মুড়ে বসা হয়?
গত বছর মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জের মৃত্যুর ঘটনার পর উত্তাল হয়ে উঠেছিল আমেরিকা। বর্ণবিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে শুরু হয় #BlackLivesMatters আন্দোলন। যা ক্রমশ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই বর্ণবিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই হাঁটু মুড়ে বসে মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে ধরা হয়। যা গত বছরে আইপিএলে করেছিলেন হার্দিক পান্ডিয়া। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে 'রাউন্ড ১২'-এর ম্যাচ শুরুর আগেই হাঁটু মুড়ে বসেছিলেন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়রা।
(বিস্তারিত আসছে)