২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন বিরাট কোহলি। প্রতিটি ম্যাচেই তাঁর ব্যাট থেকে রানের বৃষ্টি হচ্ছে। তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর নতুন করে বিতর্কে জড়িয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যান নুরুল হাসান। তিনি বলেছিলেন যে এই তারকা খেলোয়াড় ম্যাচ চলাকালীন ভুয়ো ফিল্ডিং বা ফেক ফিল্ডিং করেছিলেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা বিতর্ক। এই বিষয়ে এবার নিজের সিদ্ধান্ত জানিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান আকাশ চোপড়া।
আরও পড়ুন… এখন আর নেইমার নির্ভরশীল নয় ব্রাজিল- কলকাতায় বললেন কাফু
কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা তথা ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া প্রথমে টুইটারে ভক্তদের ফেক ফিল্ডিংয়ের নিয়ম জানিয়েছিলেন। এরপরে তিনি নিজের ইউটিউব চ্যানেলে পুরো বিষয়টি নিয়ে মতামত দিয়েছেন। আকাশ চোপড়া বলেছেন যে বিরাট কোহলি ফেক ফিল্ডিং করেছিলেন তবে তাকে শাস্তি দেওয়া আম্পায়ারের কাজ। তিনি যদি কোহলিকেও ধরতে না পারেন, তাহলে বাকি বিতর্ক অর্থহীন।
আরও পড়ুন… সেমিতে ওঠার আশা ছাড়ছেন না বাংলাদেশ, অলৌকিক কিছু ঘটার অপেক্ষায় তাসকিন আহমেদ
আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘এটা ছিল ফেক ফিল্ডিং ছিল, শতভাগ ফেক ফিল্ডিং ছিল, তিনি যে থ্রো মারার চেষ্টা করছিলেন সেটা যদি আম্পায়ার দেখতে পেতেন তাহলে ভারতকে পাঁচ রানের জরিমানা করতেও পারতেন। আচ্ছা, চুরি সেটাই যেটা ধরা পড়ে না। কেউ এই বিষয়টি খেয়াল করেনি। এখন কী করবেন যখন পাখি ক্ষেত থেকে দানা খেয়ে চলে গেল।’
আকাশ চোপড়া একই ইস্যু নিয়ে টুইট করেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন এটি কি ফেক ফিল্ডিং? এক ভক্তের জবাবে তিনি বলেন, আম্পায়ারই প্রথম সতর্কবাণী দেন। এর পরে, আকাশ চোপড়া ভক্তকে উত্তর দিতে গিয়ে নিয়মগুলি ব্যাখ্যা করেছিলেন। এই টুইটার ব্যবহারকারীকে উত্তর দিয়ে তিনি লিখেছেন, ‘এটা ঠিক নয়। আম্পায়াররাই এটাকে ফেক ফিল্ডিং হিসেবে বিবেচনা করবেন, এবং তারাই ঠিক করবেন ফিল্ডিং করা দলকে পাঁচ রানের জরিমানা দেবেন কি না। সেটা সম্পূর্ণ নির্ভর করবে আম্পায়ারের উপর। এরপর কি তিনি এই বলটিকে ডেড বল হিসেবে ঘোষণা করেন? প্রথমবার এমন করার শাস্তি আছে, আইসিসির নিয়মে কোথাও লেখা নেই যে প্রথমে সতর্ক করে তারপর শাস্তি দেওয়া হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।