বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > এক হাতে হার্দিকের মারা ছয় বাঁচালেন নিশাম, হল ১ রান, সেই ভিডিয়ো হুহু করে ভাইরাল

এক হাতে হার্দিকের মারা ছয় বাঁচালেন নিশাম, হল ১ রান, সেই ভিডিয়ো হুহু করে ভাইরাল

এক হাতে ছক্কা বাঁচালেন নিশাম।

ভারতের ব্য়াটিংয়ের সময়ে ১৩.২ ওভারে সোধির বলে একটি ছক্কা হাঁকিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে থাকা জিমি নিশাম লাফ দিয়ে এক হাতে বলটি ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন। ক্যাচ মিস করলেও বলটি ছয় হতে দেননি তিনি।

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমনিতেই ভারতীয় ব্যাটিং অর্ডারে পুরো ধস নেমে গিয়েছিল। তার উপর আবার কিউয়ি প্লেয়ারদের দুরন্ত ফিল্ডিং। সব মিলিয়ে ব্যাট করতে নেমে পুরো ল্যাজেগোবরে হতে হয়েছে ভারতকে। এর মধ্যে আবার জিমি নিশামের এক হাতে ছক্কা বাঁচানোর দুরন্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেটা নিয়ে নেটপাড়ায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।

ভারতের ব্য়াটিংয়ের সময়ে ১৩.২ ওভারে সোধির বলে একটি ছক্কা হাঁকিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে থাকা জিমি নিশাম লাফ দিয়ে এক হাতে বলটি ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন। ক্যাচ মিস করলেও বলটি ছয় হতে দেননি তিনি। এক হাতেই ছক্কা বাঁচান নিশাম। ওই বলে মাত্র ১ রান হয়। অর্থাৎ ৫ রান বাঁচিয়ে দেন নিশাম। নিশামের দুরন্ত ফিল্ডিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১১০ রান করেছিল ভারত। সাতে নেমে রবীন্দ্র জাদেজা ১৯ বলে অপরাজিত ২৬ রান করেছিলেন। এটাই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল। ২৪ বলে ২৩ রান করেছেন হার্দিক পাণ্ডিয়া। এর বাইরে কোনও ব্যাটসম্যানই ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। যার নিট ফল, মাত্র ১১০ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। যে রানটা মাত্র ২ উইকেট হারিয়ে ৩৩ বল বাকি থাকতে সহজেই করে ফেলে নিউজিল্যান্ড। ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১১ রান করে কিউয়িরা। ৮ উইকেটে ম্যাচ জিতে যায় কেন উইলিয়ামসনের দল।

বন্ধ করুন