বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে বুকে ভয় ধরে গিয়েছিল কিছুটা! স্বীকার বাটলারের

শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে বুকে ভয় ধরে গিয়েছিল কিছুটা! স্বীকার বাটলারের

জস বাটলার (AFP)

ম্যাচ শেষে জস বাটলার জানিয়েছেন ‘সত্যি বলতে আমি বসে বসে ম্যাচ খুব একটা দেখতে পারি না। বিষয়টা আমি একেবারে উপভোগ করি না। আমি জানতাম এই ম্যাচটা আমাদেরকে জিততেই হবে।’

শুভব্রত মুখার্জি: গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে ইংল্যান্ড দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টানটান উত্তেজনার ম্যাচে ইংল্যান্ড হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। উল্লেখ্য সেমিফাইনালে যেতে গেলে এই ম্যাচে জিততেই হত জস বাটলারদের। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের গলাতে সেই কথার প্রতিধ্বনি শোনা গেল। তিনি জানিয়ে দিলেন জানতাম আজকের ম্যাচটা জিততেই হবে। সৌভাগ্যবশত আমরা সেটা করে দেখিয়েছি।

ম্যাচ শেষে জস বাটলার জানিয়েছেন 'সত্যি বলতে আমি বসে বসে ম্যাচ খুব একটা দেখতে পারি না। বিষয়টা আমি একেবারে উপভোগ করি না। আমি জানতাম এই ম্যাচটা আমাদেরকে জিততেই হবে। সৌভাগ্যবশত আমরা সেটা করে দেখিয়েছি।' বেন স্টোকসের ম্যাচ জেতানো ইনিংস নিয়ে তিনি জানান, 'এই ধরনের পরিস্থিতিতে ও দুর্দান্ত খেলে। আমি ওর জন্য খুব খুশি। ও যতক্ষণ উইকেটে থাকে আমাদেরকে শান্ত থাকার একটা পরিবেশ উপহার দেয়। একাধিক রোলে ও খেলতে পারে। খেলার তিনটি বিভাগকেই ও নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে প্রভাবিত করতে পারে। ও একজন প্রকৃত যোদ্ধা। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে ওকে আরও উন্নতি করতে দেখে খুব ভালো লাগছে।'

এদিন ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের শুরু নিয়ে তিনি জানান 'ওদের ইনিংসের শুরুটা দেখে প্রথমে নার্ভাস ছিলাম। খুব ভালো শুরু হয়েছিল ওদের ইনিংসের। টসে হারার পর আমরা জানতাম ম্যাচ যতই এগোবে উইকেট ততই স্লো হবে। কারণ এই উইকেটটা আগেও ব্যবহার হয়েছে। আমি মনে করি ওদের পাওয়ার প্লের শেষ দিকে আদিল রশিদ দুর্দান্ত ওভারটা করে। আর ওটাই ম্যাচের মোমেন্টাম বদলে দেয়। আমি ওর পারফরম্যান্সে খুব খুশি। ও হয়তো খুব বেশি উইকেট নেয়নি। কিন্তু ও দারুণ বল করেছে। ওর বোলিংয়ে বেশ কিছু ক্যাচ পড়েছে। এই ধরনের উইকেটে ওকে খেলাটা বেশ কঠিন কাজ।'

হেলসের সঙ্গে তার ওপেনিং জুটি নিয়ে তিনি বলেন 'আজকে হেলস দুর্দান্ত খেলেছে। ওকে বল করাটা খুব কঠিন। আমি মনে করি ওই একটা ওভারে যেখানে ও শ্রীলঙ্কা বোলারদের আক্রমণ করে, সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ড্রেসিংরুমে বসে পরবর্তীতে আমার মনে হয়েছিল, আমি বা হেলস কেউ একজন শেষ পর্যন্ত উইকেটে থাকলে ব্যাপারটা খুব ভালো হত।'

অ্যাডিলেড ওভালে সেমিফাইনাল ম্যাচ খেলা প্রসঙ্গে বাটলার জানিয়েছেন 'বিষয়টা নিয়ে আমরা খুবই উত্তেজিত। আমি মনে করি আমাদের লক্ষ্য ছিল, আজকে যে কোনও উপায়ে ম্যাচটা জেতা। বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম অ্যাডিলেড ওভাল। সেখানে যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই খেলতে আমরা মুখিয়ে রয়েছি।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.