টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের জশ লিটলের হ্যাট্রিক সাড়া ফেলেছেন ক্রিকেট দুনিয়ায়। ২০০৭ সাল থেকে শুরু হয় এই টি২০ বিশ্বকাপ। আর তারপর থেকেই এমন একাধিক রেকর্ডের সাক্ষী হয়ে রয়ে গেছে এই বিশ্বকাপ। টি২০ বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করেন অস্ট্রেলিয়ার ব্রেট লি।
এইদিন আয়ারল্যান্ডের ফাস্ট বোলার জশুয়া লিটল হ্যাটট্রিক করলেন। লিটল টি২০ বিশ্বকাপের ছয় নম্বর বোলার যে এমন একটি হ্যাট্রিক করল। কার্টিস ক্যামফারের পর আইরিশ টিমে লিটল দ্বিতীয় ব্যক্তি যে টি২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছে।
আয়ারল্যান্ডের ক্যামফর একমাত্র বোলার, যে টি২০ বিশ্বকাপে পর পর চারটে বলে চারটে উইকেট নিয়েছিলেন।
একবার দেখে নেওয়া যাক টি২০ বিশ্বকাপের হ্যাটট্রিকগুলি এবং কারা শিকার হয়েছেন তাঁদের। উল্লেখ্য এখনও কোনও ভারতীয় নেননি হ্যাটট্রিক টি২০ বিশ্বকাপে।
ব্রেট লি অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ (২০০৭)
১) শাকিব আল হাসান
২) মাসরাফি মুরতজা
৩) অলোক কাপালি
কর্টিস ক্যামফর আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস (২০২১)
১) কলিন একারম্যান
২) রায়ান টেন ডয়েসকাটে
৩) স্কট এডওয়ার্ড
৪) রয়েলফ ভ্যান ডের মেরেউই
ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকা ( ২০২১)
১) এডেন মার্করাম
২) তেমবা বাভুমা
৩) ডিওয়াইন প্রিটোরিয়াস
কাগিসো রাবাদা (সাউথ আফ্রিকা) বনাম ইংল্যান্ড ( ২০২১)
১) ক্রিস ওকস
২) ইওন মর্গান
৩) ক্রিস জর্ডান
কার্তিক মেইয়াপ্পান ইউএই বনাম শ্রীলঙ্কা (২০২২)
১) ভানুকা রাজাপাকসা
২) চারিথ আশালঙ্কা
৩) দাশুন শানাকা
জশ লিটল আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড (২০২২)
১) কেন উইলিয়ামসন
২) জিমি নিশাম
৩) মিচেল স্যান্টনার
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।