ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জোড়া হ্যাটট্রিকের নজির গড়লেন আইরিশরা। গত বছর নেদারল্যান্ডসের বিরুদ্ধে কুর্তিস ক্যাম্পফের হ্যাটট্রিক করেছিলেন। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর তিনটি বলে তিনটি উইকেট নেন জোশ লিটল।
শুক্রবার অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯ তম ওভারে লিটল হ্যাটট্রিক করেন। দ্বিতীয় বলে আউট করেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তৃতীয় বলে লিটলের শিকারের তালিকায় যুক্ত হয় জেমস নিশমের নাম। তারপর মিচেল স্যান্টনারকে এলবিডব্লুউ করেন লিটল। সবমিলিয়ে ১৯ তম ওভারে তিন রান দিয়ে তিন উইকেট নেন বাঁ-হাতি আইরিশ বোলার। তাঁর সেই ওভারের সৌজন্যেই কিউয়িদের স্কোর ২০০ পেরিয়ে যায়নি।
এবার বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন লিটল। ‘সুপার ১২’ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান আইরিশ পেসার। ১৮.২ ওভারে আউট করেন উইলিয়ামসনকে। মিডল ও লেগ স্টাম্পে ব্যাক অফ দ্য লেন্থ বল করেন। বড় শট মারতে যান কেন। কিন্তু ঠিকমতো টাইমিং হয়নি। দৌড়ে এসে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ভালো ক্যাচ নেন গ্যারেথ ডেলানি।
আরও পড়ুন: IRE vs NZ Live Updates: ডেথ ওভারে ধাক্কা, কিউয়ি ইনিংস শেষ ১৮৫-তে
উইলিয়ামসন আউট হওয়ার পর ক্রিজে আসেন নিশম। লেগ স্টাম্পে লেন্থ বল করেন লিটল। উইকেটের সামনে পা যেন আটকে যায় নিশমের পা। আউট দেন আম্পায়ার। কিছুটা ভাগ্যের উপর ভরসা করেই ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) শরণাপন্ন হন নিশম। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। আউট হয়ে ড্রেসিংরুমের পথে হাঁটা দিতে হয় কিউয়ি তারকা নিশমকে।
তারপর ক্রিজে আসেন স্যান্টনার। তবে যাবতীয় ফোকাস ছিল লিটলের উপর। তাতে একটুও চাপে পড়ে যাননি আইরিশ বোলার লিটল। বরং হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে যে বলটা করেন, তা যে কোনওদিন করতে চাইবেন বোলাররা। লেংথ বল ছিল। কিছুটা ভিতরের দিকে ঢুকে আসে - ঠিক কিছুটাই। মিস করেন স্যান্টার। বল আছড়ে পড়ে কিউয়ি তারকার প্যাডে। রিভিউ নেন স্যান্টনার। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। রুখতে পারেননি চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক।
সবমিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নেন লিটল। যিনি এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়লেন। চলতি বছর এখনও পর্যন্ত ৩৯ টি উইকেট নিয়েছেন তিনি। ছাপিয়ে গেলেন নেপালের সন্দীপ লামিছানেকে। যিনি চলতি বছরেই ৩৮ টি উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।