বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > চোটের জন্য T20 WC থেকেই ছিটকে গেলেন দুষ্মন্ত চামিরা, পরিবর্তে দলে কাসুন রাজিথা

চোটের জন্য T20 WC থেকেই ছিটকে গেলেন দুষ্মন্ত চামিরা, পরিবর্তে দলে কাসুন রাজিথা

চোটের জন্য দুষ্মন্ত চামিরা ছিটকে গেলেন। পরিবর্তে দলে এলেন কাসুন রাজিথা।

চামিরার পরিবর্তে দলে আসা কাসুন রাজিথা লাল বলের ক্রিকেটে প্রধানত শ্রীলঙ্কার হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন। রাজিথা শেষ বার একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ২০১৯ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যেটি তাঁর জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। কারণ তিনি তার চার ওভারের স্পেলে ৭৫ রান দিয়ে কোনও উইকেট পাননি।

শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে উদ্বোধন হয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের। সেই ম্যাচে অঘটন ঘটে। শ্রীলঙ্কা ম্যাচটি হেরে যায়। মঙ্গলবার অবশ্য সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে অক্সিজেন পায় শ্রীলঙ্কা। তবে এ সবের মাঝেই বড় ধাক্কা খেয়েছেিল লঙ্কা ব্রিগেড। বিশ্বকাপের শুরুতেই অনুশীলনের সময়ে হাঁটুতে চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তরুণ পেসার দিলশন মাদুশঙ্কা। বছর বাইশের পেসারের বদলে দলে এসেছেন বিনুরা ফার্নান্দো।

এ বার লঙ্কানদের চোটের তালিকায় নতুন নাম দুষ্মন্ত চামিরা। জানা গিয়েছে, কাফ ইনজুরির কারণেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন এই পেসার। চামিরার পরিবর্তে কাসুন রাজিথাকে দলে নিল শ্রীলঙ্কা। একই চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি চামিরা। তবে বিশ্বকাপের আগে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন। তবে পুরনো চোট ফের খোঁচা দেওয়ায় মেগা ইভেন্ট থেকেই ছিটকে গেলেন চামিরা।

আরও পড়ুন: গলফ খেলতে গিয়ে ঘটালেন বিপদ, হাসপাতালে নিয়ে যেতে হল অজি কিপারকে

মেডিকেল স্টাফেরা মনে করছেন, জিলংয়ের ঠান্ডা আবহাওয়া চামিরার সমস্যাটিকে আরও বাড়িয়ে তুলেছে। আসলে, চামিরাকে এই চোট ভোগাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেও অনেক বেশি সময় তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

এসএলসি-এর চিকিৎসা উপদেষ্টা কমিটির প্রধান অর্জুনা ডি'সিলভা ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘তিনি অবশ্যই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন, তবে তিনি গোড়ালির অস্ত্রোপচারের জন্য বিরতি নিতে পারেন, যা তাঁর প্রয়োজন। আগের আঘাতগুলি গোড়ালির সামনের অংশে ছিল, তবে এটি গোড়ালি আর কাফের মধ্যে। এটি একটি গ্রেড-টু টিয়ার।’

আরও পড়ুন: জলে কার্তিকের লড়াই, ৭৯ রানে বাজে হার UAE-র, T20 WC-এ বড় অক্সিজেন পেল শ্রীলঙ্কা

চামিরার পরিবর্তে দলে আসা কাসুন রাজিথা লাল বলের ক্রিকেটে প্রধানত শ্রীলঙ্কার হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন। উল্লেখযোগ্য ভাবে, রাজিথা শেষ বার একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ২০১৯ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে। যেটি তাঁর জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। কারণ তিনি তার চার ওভারের স্পেলে ৭৫ রান দিয়েছিলেন, কিন্তু কোনও উইকেট পাননি। শ্রীলঙ্কা ম্যাচটি হেরে গিয়েছিল।

এমনিতেই নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরে বিশ্বকাপে চাপে রয়েছে শ্রীালঙ্কা। তার উপর একের পর এক প্লেয়ারদের চোট তাদের চোট আরও তীব্র করে তুলেছে। তবে আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাশাহিকে ৭৯ রানে হারিয়ে দাপুটে প্রত্যাবর্তন করে এশিয়ান চ্যাম্পিয়নরা। দলের জয়ে মুখ্য ভূমিকায় ছিলেন দুষ্মন্ত চামিরার। ৩ ওভার ৫ বল করে মাত্র ১৫ রান খরচা করে তিন উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তাঁর চোট শ্রীলঙ্কার কাছে বিশাল ধাক্কা।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে শ্রীলঙ্কার খেলা এখনও অনিশ্চিত। যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না। দাসুন শনাকাদের তাকিয়ে থাকতে হবে নামিবিয়া-সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচের ফলের দিকেও। তার মাঝে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট উদ্বেগে রেখেছে শ্রীলঙ্কাকে।

এ দিকে সংযুক্ত আরব আমিরশাহির জোয়ার ফারিদের বাঁ-পা ভেঙে গিয়েছে। স্বাভাবিক ভাবেই তিনি মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় রিজার্ভে ঢুকলেন ফাহাদ নাওয়াজ়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন চোখ মেলানোর সাহস ছিল না! ধোনির ড্রেসিংরুমের কীর্তি ফাঁস একদা সতীর্থের বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.