শুভব্রত মুখার্জি
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারতে ব্রিসবেনে একটি ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া দুই দল। ম্যাচে ৫৭ রানের একটি দুরন্ত ইনিংস উপহার দেন কেএল রাহুল। ৩৩ বলে অর্ধশতরানের এই ঝোড়ো ইনিংসটি উপহার দেন ভারতীয় ওপেনার। ম্যাচে রাহুল তাঁর ব্যাটিংয়ের মধ্যে দিয়ে ফিরিয়ে আনেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্মৃতি।
আরও পড়ুন: সকাল সকাল ম্যাচ জেতার পর কফি পান, সোমবার উপভোগ করছেন কেএল রাহুল
প্যাট কামিন্সের বলে লেগের উপর দিয়ে কব্জির মোচড়ে মারেন ধোনির হেলিকপ্টার শট। বল সোজা উড়ে গিয়ে পড়ে বাউন্ডারির বাইরে। তবে পরের বলেই একেবারে কড়া জবাব রাহুলকে উপহার দেন প্যাট কামিন্স।
এর পর দ্রুতগতির বাউন্সার ধেয়ে আসে রাহুলের দিকে। সেই বাউন্সারকে হুক করতে গিয়ে বল মিস করে বসেন রাহুল। বল সজোরে গিয়ে আঘাত করে তাঁর মাথায়। যদিও সেই বলেই একটি রানও নিয়ে নেন রাহুল। ঘটনাটি ঘটে ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারে। কামিন্সকে এক বিশাল ছক্কা হাঁকিয়ে বসেন রাহুল। লেগের দিকে হেলিকপ্টার শট খেলে মারেন ছয়। তার পরের বলেই প্রত্যাঘাত করেন কামিন্স। দ্রুতগতির বাউন্সার সোজা এসে লাগে রাহুলের হেলমেটে।
আরও পড়ুন: এ রকম ক্যাচ বিশ্বকাপেও ধরতে পারলে ভালো হবে- কোহলিকে ফের খোঁচা গম্ভীরের
রাহুল এদিন ৩৩ বলে ৫৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ২ টি ছয় এবং ছ'টি চারে। তবে এ দিন বলার মতন রান পাননি বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বিরাট ১৯ এবং রোহিত ১৫ রানে আউট হয়ে যান। ভারতের হয়ে ভালো ব্যাটিং করেন সূর্যকুমার যাদবও। তিনি ৩৩ বলে করেন ৫০ রান। ভারত ১৮৬ রান করতে সমর্থ হয়।
জবাবে অস্ট্রেলিয়া দল অল আউট হয়ে যায় ১৮০ রানে। ছয় রানে জয় পায় রোহিত বাহিনী। ম্যাচের শেষ ওভারে চার বলে চার উইকেট পায় ভারত। তার মধ্যে তিনটি উইকেট নেন শামি। ফলে ভারতকে লড়াকু জয় এনে দেন মহম্মদ শামি। উল্লেখ্য, জসপ্রীত বুমরাহ চোট পেয়ে ছিটকে যাওয়ার পরেই দলে পরিবর্ত হিসেবে জায়গা পেয়েছেন শামি। ভারত বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ অক্টোবর। মেলবোর্নে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।