শুভব্রত মুখার্জি: টি-২০ বিশ্বকাপের আগে সব দল ব্যস্ত বিপক্ষের সেরা ব্যাটারের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করতে। কী ভাবে কম রানে বিপক্ষের সেরা ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়েই চলছে শেষ মুহূর্তের পরিকল্পনা। ভারতের অন্যতম সেরা ব্যাটার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়েও বিপক্ষের বোলাররা আগে থেকে পরিকল্পনা তৈরি করে রাখছে। এ বার বিপক্ষের বোলারদের কিছুটা সুবিধে করে দিলেন হার্ষাল প্যাটেল।
কোহলির বিরুদ্ধে কী ভাবে বল করতে হবে, কার্যত সেই রহস্য উন্মোচন করে দিলেন জাতীয় দল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরাটের সতীর্থ হার্ষাল। তাঁর মতে, বিরাট কোহলি কোনও দিন বোলারদের বিরুদ্ধে শট মারার সময় শক্তির প্রয়োগ করেন না। তিনি টাইমিংয়ে বিশ্বাসী।
আরও পড়ুন: T20 WC-এর আগে রটনেস্ট দ্বীপে ফুরফুরে মেজাজে রোহিতরা, কোয়াকার সঙ্গে পোজ কোহলির
ইএসপিএন ক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাৎকারে হার্ষাল বলেছেন, ‘আমার হাতে দু'টো (স্লোয়ার বল) রয়েছে। দু'টিই অফ কাটার। এখানে যেটা গুরুত্বপূর্ণ, তা হল আমি পিচের ব্যবহার করতে চাই, কি চাই না। পিচ আমাকে স্বাভাবিক ভাবেই বল সুইং করতে সাহায্য করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। যদি পিচ সাহায্য না করে, তখন আমি বলটা হাতের সামনের দিক থেকে ডেলিভারি করার চেষ্টা করি। সে ক্ষেত্রে আমি বলে টপ স্পিন পাই। যে পিচে একটু ভালো বাউন্স রয়েছে, সেই পিচে এই বলটা খুব কার্যকরী। যদি বাতাসে তুমি ব্যাটারকে পরাস্ত নাও করতে পার, তা হলেও একটা সুযোগ থেকে যাচ্ছে। তখন বলটা পিচ থেকে অতিরিক্ত লাফালে সমস্যায় পড়তে পারেন ব্যাটার। ফলে ব্যাটার শট খেলতে সেই সঠিক টাইমিংটা পাবে না।’
আরও পড়ুন: কোহলির আরও একটি রেকর্ড ভাঙলেন বাবর, প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে নজির
এর পরেই বিরাট কোহলিকে নিয়ে তাঁর মন্তব্য, ‘বিরাট এমন একজন ব্যাটার যে আপনার বিরুদ্ধে কখনও শক্তি প্রয়োগ করে খেলবে না। আমি যে ধরনের স্লোয়ার বল করি, তা যে সব ব্যাটাররা গায়ের জোরকে কাজে লাগিয়ে মারার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে অনেক বেশি কাজে লাগবে। বিরাটের মতন একজন ক্রিকেটার যার সাথে আমি দীর্ঘদিন খেলেছি, দেখেছি, ও এগিয়ে এসে বল ফুলটস করে নিয়ে মিড উইকেট অঞ্চল দিয়ে খেলে দেয়। যদি ব্যাটে বলে সঠিক ভাবে লাগে, তা হলে ও লংঅন এবং মিড উইকেট অঞ্চল দিয়ে হয় চার না হলে দুই রান তো পাবেই। ফলে যখন কেউ ওই বলকে (স্লোয়ার অফ কাটার) ওই ভাবে খেলে, তখন তোমাকেই নতুন কিছু ভেবে মানিয়ে নিয়ে চলতে হয়। তবে যখন কেউ ক্রিজকে ব্যবহার করে একেবারে ভেতর দিকে গিয়ে লংঅন বা ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে স্লগ করতে চাইছে, তাঁর বিরুদ্ধে এমন (স্লোয়ার অফ কাটার) ডেলিভারি কাজে আসবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।