বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > পাকিস্তান ম্যাচে কোহলির 'অতিমানবিক' ইনিংস, তামিল ছবির প্রসঙ্গ টেনে কী বললেন অশ্বিন?

পাকিস্তান ম্যাচে কোহলির 'অতিমানবিক' ইনিংস, তামিল ছবির প্রসঙ্গ টেনে কী বললেন অশ্বিন?

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি (ছবি-এএফপি)

৫৩ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ জেতানো বিরাট কোহলিকে এবার গঙ্গা, চন্দ্রমুখীর সঙ্গে কি তুলনা করলেন তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন! পাক ম্যাচে নাকি বিরাটের ওই ইনিংস চলাকালীন একসঙ্গে বিরাটের মধ্যে নাকি গঙ্গা আর চন্দ্রমুখীকে দেখতে পেয়েছেন তিনি, এমনটাই জানালেন অশ্বিন।

শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপের সুপার-১২ পর্যায়ের প্রথম ম্যাচে ভারত চার উইকেটে পাকিস্তানকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডসের সঙ্গে। সিডনিতে সেই ম্যাচের আগেও ভারতীয় শিবিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন গত ম্যাচের নায়ক বিরাট কোহলি। ৫৩ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ জেতানো বিরাট কোহলিকে এবার গঙ্গা, চন্দ্রমুখীর সঙ্গে কি তুলনা করলেন তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন! পাক ম্যাচে নাকি বিরাটের ওই ইনিংস চলাকালীন একসঙ্গে বিরাটের মধ্যে নাকি গঙ্গা আর চন্দ্রমুখীকে দেখতে পেয়েছেন তিনি, এমনটাই জানালেন অশ্বিন।

আরও পড়ুন… এবার থেকে একই ম্যাচ ফি পাবেন হরমন-রোহিতরা, আয় বৈষম্য মুছে ফেলল BCCI

প্রসঙ্গত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বিরাট কোহলির ইনিংসে ভর করেই জয় পেয়েছে ভারতীয় দল । সেই ইনিংস চলাকালীন নাকি কোহলির মধ্যে গঙ্গা ও চন্দ্রমুখীর দেখা পেয়েছেন অশ্বিন। তার ব্যাখ্যা ও দিয়েছেন অভিজ্ঞ এই অফ স্পিনার।কোহলির ৫৩ বলে ৮২ রানের ইনিংসের মধ্যেই গঙ্গা ও চন্দ্রমুখীর দেখা একসঙ্গে পেয়েছেন অশ্বিন। এক ইউটিউবে ভিডিয়োতে পাক ম্যাচে কোহলির ইনিংস নিয়ে বলতে গিয়ে এমনটাই বলে বসেছেন অশ্বিন।

তিনি বলেছেন ' মনে হয় সেদিন কোহলি যেন ব্যাটিং করছিল না। ওর শরীরের মধ্যে অন্য কারুর আত্মা প্রবেশ করেছিল। অবিশ্বাস্য ইনিংস খেলে ও। ৪৫ বলের পর থেকে তো আমি কোহলির মধ্যেকার গঙ্গাকে, চন্দ্রমুখীতে পরিণত হতে দেখেছি।'

আরও পড়ুন… T20 World Cup Group 2 Points Table: NRR-র নিরিখে জোরদার ধাক্কা বাংলাদেশের! টাইগারদের উড়িয়ে শীর্ষে SA, ভারত কোথায়?

প্রসঙ্গত তামিল ভাষার খুব জনপ্রিয় সিনেমা ‘চন্দ্রমুখী’। সেই সিনেমার নায়িকার দু’টি রুপ ছিল গঙ্গা ও চন্দ্রমুখী। গঙ্গা যেমন একদিকে ছিল শান্ত, তেমন অন্যদিকে চন্দ্রমুখী ছিল ভয়ঙ্কর। কোহলির ইনিংসকে ব্যাখ্যা করে বোঝাতে গিয়ে সেই সিনেমার কথাই তুলে ধরে তুলনা টেনেছেন অশ্বিন। উল্লেখ্য সেদিন ম্যাচে ভারতের হয়ে জয়সূচক রানটি এসেছিল অশ্বিনের ব্যাট থেকে। ভারতের জয়ের জন্য ২ বলে ২ রান দরকার এই অবস্থায় স্টাম্প আউট হয়েছিলেন দীনেশ কার্তিক। তখন ব্যাট করতে নামেন অশ্বিনকে। জয়ের জন্য ১ বলে ২ রান প্রয়োজন ছিল। সেই অবস্থায় প্রথম বলেল লাইনের ভিতরে ঢুকে গিয়ে বলটিকে ওয়াইড করান অশ্বিন। পরবর্তীতে লংয়ের উপর দিয়ে উঁচু করে শট চালিয়ে ভারতের জয় নিশ্চিত করেছিলেন অশ্বিন।

বন্ধ করুন