টি-২০ বিশ্বকাপে প্রথমবার হ্যাটট্রিকের ঘটনা দেখা গিয়েছিল ২০০৭ সালের উদ্বোধনী আসরেই। তার পরের পাঁচটি বিশ্বকাপে (২০০৯, ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৬) কোনও বোলার এমন কৃতিত্ব অর্জন করতে পারেননি। তবে এবার টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরে তিনটি হ্যাটট্রিকের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা।
২০০৭ সালে কেপ টাউনে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন অজি পেসার ব্রেট লি। সংক্ষিপ্ত ফর্ম্যাটের বিশ্বকাপে তিনিই প্রথম হ্যাটট্রিকের নজির গড়েন। চলতি বিশ্বকাপে আবু ধাবিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আইরিশ তারকা ক্যাম্পহার প্রথম হ্যাটট্রিক করেন। পরে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা শারজায় হ্যাটট্রিক করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এবার সেই শারজাতেই ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক:-
১. ব্রেট লি: বনাম বাংলাদেশ (২০০৭, কেপ টাউন)
শিকার:- শাকিব আল হাসান, মাশরাফি মোর্তাজা, অলক কাপালি।
২. কার্টিস ক্যাম্পহার: বনাম নেদারল্যান্ডস (২০২১, আবু ধাবি)
শিকার:- কলিন অ্যাকারমান, রায়ান টেন দুশখাতে, স্কট এডওয়ার্ডস, ভ্যান ডার মারউই।
৩. ওয়ানিন্দু হাসারাঙ্গা: বনাম দক্ষিণ আফ্রিকা (২০২১, শারজা)
শিকার:- এডেন মার্করাম, তেম্বা বাভুমা, ডোয়েন প্রিটোরিয়াস।
৪. কাগিসো রাবাদা: বনাম ইংল্যান্ড (২০২১, শারজা)
শিকার:- ক্রিস ওকস, ইয়ন মর্গ্যান, ক্রিস জর্ডন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।