বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > Bangladesh vs Oman: ব্যাটে-বলে দুরন্ত শাকিব, ওমানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ
দুরন্ত লড়াই বাংলাদেশের। ছবি- আইসিসি।

Bangladesh vs Oman: ব্যাটে-বলে দুরন্ত শাকিব, ওমানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ

হাফ-সেঞ্চুরি করেন নঈম, ৪ উইকেট নেন মুস্তাফিজুর।

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার মানতে হয়েছে বাংলাদেশকে। এবার প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে ওমানের মুখোমুখি হন শাকিব আল হাসানরা। বাংলাদেশ এক্ষেত্রে ফেরারিট ছিল বটে, তবে কোনও কারণে ম্যাচ হেরে বসলে তাদের পক্ষে সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া সম্ভব হতো না। সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে শুরুতেই ছিটকে যেতে হতো বাংলাদেশকে। শেষ পর্যন্ত ওমানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকেন মুশফিকুররা।

19 Oct 2021, 11:40:33 PM IST

ম্যাচের সেরা শাকিব

ব্যাট হাতে ২৯ বলে ৪২ রান, বল হাতে ২৮ রানে ৩ উইকেট। ওমানের বিরুদ্ধে ব্যাটে-বলে এমন দুরন্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শাকিব আল হাসান।

19 Oct 2021, 11:29:14 PM IST

২৬ রানে জয় বাংলাদেশের

বাংলাদেশের ১৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ওমান ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৭ রানে আটকে যায়। ২৬ রানের ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। নদীপ ১৪ রানে অপরাজিত থাকেন। মুস্তাফিজুর নেন ৩৬ রানের বিনিময়ে ৪ উইকেট।

19 Oct 2021, 11:20:33 PM IST

বাটকে ফিরিয়ে ৪ উইকেট মুস্তাফিজের

১৭.৬ ওভারে ফৈয়াজ বাটকে ফিরিয়ে দিলেন মুস্তাফিজুর। ২ বলে খেলে খাতা খোলার আগেই মুশফিকুরের হাতা ধরা হেন বাট। ওমান ১১২ রানে ৯ উইকেট হারায়। ওমান ১৮ ওভার শেষে ১১২/৯। ক্রিজে শেষ ব্যাটসম্যান বিলাল খান।

19 Oct 2021, 11:18:23 PM IST

কালীমুল্লাহ আউট

১৭.৪ ওভারে মুস্তাফিজুরের বলে উইকেটকিপার নুরুলের দস্তানায় ধরা পড়েন কালীমুল্লাহ। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৫ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ১১২ রানে ৮ উইকেট হারায় ওমান। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফৈয়াজ বাট।

19 Oct 2021, 11:13:38 PM IST

নাসিম আউট

১৬.৪ ওভারে শাকিবের বলে সেই মাহমুদুল্লাহই ক্যাচ ধরেন নাসিমের। ৬ বলে ৪ রান করে আউট হন নাসিম। ওমান ১০৫ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নদীম। ওমান ১৭ ওভার শেষে ১০৭/৭। শাকিব ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করে।

19 Oct 2021, 11:12:57 PM IST

আয়ান আউট

১৬.৩ ওভারে শাকিবের বলে মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন আয়ান খান। ১৩ বলে ৯ রান করে আউট হন আয়ান। ওমান ১০৫ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কালীমুল্লাহ।

19 Oct 2021, 11:06:55 PM IST

সন্দীপকে ফেরালেন সইফুদ্দিন

১৫.৩ ওভারে সন্দীপকে ফেরালেন সইফুদ্দিন। ৮ বলে ৪ রান করে মুশফিকুরের হাতে ধরা পড়েন সন্দীপ। ওমান ১০১ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নাসিম খুশি। ১৬ ওভারে ওমান ১০৪/৫। জয়ের জন্য ৪ ওভারে দরকার ৫০ রান।

19 Oct 2021, 11:03:47 PM IST

৫ ওভারে দরকার ৫৪ রান

জয়ের জন্য শেষ ৫ ওভারে ওমানের দরকার ৫৪ রান। ১৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছে ওমান। আয়ান ৮ ও সন্দীপ ৪ রানে ব্যাট করছেন।

19 Oct 2021, 10:52:48 PM IST

যতিন্দরকে ফেরালেন শাকিব

১২.৬ ওভারে যতিন্দরকে ফেরালেন শাকিব। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৪০ রান করে লিটনের হাতে ধরা পড়েন যতিন্দর। ওমান ৯০ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যামন সন্দীপ।

19 Oct 2021, 10:43:44 PM IST

মেহেদি ফেরালেন জীশানকে

১১.২ ওভারে মেহেদি হাসান ফিরিয়ে দিলেন জীশানকে। ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১২ রান করে মুস্তাফিজুরের হাতে ধরা পড়েন। ওমান ৮১ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আয়ান খান।

19 Oct 2021, 10:34:42 PM IST

১০ ওভারে দরকার ৮৪ রান

১০ ওভার শেষে ওমান ২ উইকেটের বিনিময়ে ৭০ রান তুলেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৮৪ রান। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে যতিন্দর ২৫ বলে ৩০ রান করে অপরাজিত রয়েছেন। ১১ বল খেলে জীশান করেছেন ৪ রান।

19 Oct 2021, 10:22:34 PM IST

৭ ওভারে ওমান ৫৭/২

৭ ওভার শেষে ওমান ২ উইকেটের বিনিময়ে ৫৭ রান তুলেছে। শাকিবের বলে একটি চার ও একটি ছক্কা মারেন যতিন্দর। তিনি ১৬ বলে ২১ রান করে অপরাজিত রয়েছেন।

19 Oct 2021, 10:17:14 PM IST

কাশ্যপকে ফেরালেন মুস্তাফিজুর

৫.৪ ওভারে কাশ্যপ প্রজাপতিকে ফেরালেন মুস্তাফিজুর। ঠিক আগের বলেই ছক্কা মারেন প্রজাপতি। ইনিংসের তৃতীয় ওভারে এই কাস্যপেরই ক্যাচ মিস করেছিলেন মুস্তিফিজুর নিজে। সেদিক থেকে ভুল শুধরে নিলেন নিজেই। অবশ্য ৫.২ ওভারে মুস্তাফিজুরের বলে ক্যাচ পড়ে যতিন্দরের। ওমান ৪৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জীশান মাকসুদ। পাওয়ার প্লে-র ৬ ওভারে ওমান ৪৭/২।

19 Oct 2021, 10:11:52 PM IST

৫ ওভারে ওমান ৪০/১

৫ ওভার শেষে ওমান ১ উইকেটের বিনিময়ে ৪০ রান তুলেছে। তৃতীয় ওভারে মুস্তাফিজুরের হাত থেকে জীবনদান পাওয়া প্রজাপতি ১৫ বলে ১৫ রান করে অপরাজিত রয়েছেন। ৯ বলে ১০ রান করেছেন যতিন্দর।

19 Oct 2021, 10:02:22 PM IST

১১ বলের ওভার মুস্তাফিজুরের

ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে মুস্তাফিজুর ১টি উইকেট নেন বটে, তবে ১১ বলে ওভার শেষ করেন। তিনি ৫টি ওয়াইড বল করেন। একটি ছক্কা মারেন প্রজাপতি। ওভারে মোট ১২ রান ওঠে। ওমান ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে।

19 Oct 2021, 09:58:57 PM IST

আকিব আউট

বল হাতে নিয়েই আকিবকে ফিরিয়ে দিলেন মুস্তাফিজুর। দ্বিতীয় ওভারের প্রথম বলেই এলবিডব্লিউ হন ইলিয়াস। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৬ কান করে মাঠ ছাড়েন আকিব। ওমান ১৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কাশ্যপ প্রজাপতি।

19 Oct 2021, 09:44:36 PM IST

ওমানের রান তাড়া করা শুরু

ওমানের হয়ে ওপেন করতে নামেন আকিব ইলিয়ান ও যতিন্দর সিং। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন তাস্কিন। প্রথম বলেই ২ রান নিয়ে খাতা খোলেন আকিব। দ্বিতীয় বলে তিনি বাউন্ডারি মারেন। প্রথম ওভারে ১২ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ওমান।

19 Oct 2021, 09:34:05 PM IST

মুস্তাফিজুর আউট,  ১৫৩ রানে অল-আউট বাংলাদেশ

ইনিংসের শেষ বলে আউট হলেন মুস্তাফিজুর রহমান। ৩ বলে ২ রান করে জীশানের হাতে ধরা পড়েন তিনি। বাংলাদেশ ১৫৩ রানে অল-আউট হয়ে যায়। তাস্কিন ১ রান করে অপরাজিত থাকেন। জয়ের জন্য ওমানের দরকার ১৫৪ রান।

19 Oct 2021, 09:30:53 PM IST

মাহমুদুল্লাহকে বোল্ড করলেন বিলাল

১৯.৩ ওভারে মাহমুদুল্লাহকে বোল্ড করলেন বিলাল খান। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৭ রান করে আউট হন মাহমুদুল্লাহ। বাংলাদেশ ১৫১ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান।

19 Oct 2021, 09:24:23 PM IST

সইফুদ্দিন আউট

১৮.২ ওভারে ফৈয়াজ বাটের বলে যতিন্দরের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা সইফুদ্দিন। ১ বলে খেলে খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। ব্যাটসম্যানরা প্রান্ত বদল করায় হ্যাটট্রিক বলে ব্যাট করেন মাহমুদুল্লাহ। তিনি ২ রান নেন সেই বলে। বাংলাদেশ ১৩৮ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান তাস্কিন আহমেদ। ১৯ ওভারে বাংলাদেশ ১৪৬/৮। মাহমুদুল্লাহ ৯ বলে ১৭ রান করে অপরাজিত রয়েছেন। 

19 Oct 2021, 09:23:12 PM IST

মুশফিকুর আউট

১৮.১ ওভারে ফৈয়াজ বাটের বলে নাসিমের জস্তানায় ধরা পড়েন মুশফিকুর। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৬ রান করে মাঠ ছাড়েন মুশফিক। বাংলাদেশ ১৩৮ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ সইফুদ্দিন।

19 Oct 2021, 09:12:47 PM IST

সাজঘরে ফিরলেন নঈম

আফিফ আউট হওয়ার পর একই ওভারের চতুর্থ বলে আয়ান খানের হাতে ধরা পড়েন নঈম। একই ওভারে ওমানকে জোড়া সাফল্য এনে দেন কালীমুল্লাহ। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৬৪ রান করে ক্রিজ ছাড়েন নঈম। বাংলাদেশ ১২২ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি প্রথম বলেই বাউন্ডারি মারেন। ১৭ ওভারে বাংলাদেশ ১২৭/৬। এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার ব্যাটিং অর্ডারের ৮ নম্বরে ব্যাট করতে নামেন মুশফিকুর। শেষবার তাঁকে ৮ নম্বরে ব্যাট করতে দেখা গিয়েছিল ২০১৬ টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে।

19 Oct 2021, 09:07:12 PM IST

আফিফ আউট

১৬.১ ওভারে কালীমুল্লাহর বলে যতিন্দরের হাতে ধরা পড়েন আফিফ হোসেন। ৫ বলে ১ রান করে ক্রিজ ছাড়েন তিনি। বাংলাদেশ ১২০ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ।

19 Oct 2021, 08:56:35 PM IST

নুরুলকে ফেরালেন জীশান

১৪.৬ ওভারে জীশানের বলে সন্দীপের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা নুরুল হাসান। তিনি ৪ বলে ৩ রান করে মাঠ ছাড়েন। বাংলাদেশ ১১২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন। নঈম ৫৬ রানে ব্যাট করছেন।

19 Oct 2021, 08:53:03 PM IST

হাফ-সেঞ্চুরি নঈমের

৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মহম্মদ নঈম। জোড়া জীবন দান পাওয়ার সুযোগ যথাযথ কাজে লাগালেন সৌম্য সরকারের পরিবর্তে দলে ঢোকা বাংলাদেশের ওপেনার। 

19 Oct 2021, 08:48:45 PM IST

রান-আউট শাকিব

১৩.৩ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফেরেন শাকিব আল হাসান। ৬টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৪২ রান করে ইলিয়াসের সরাসরি থ্রোয়ে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় শাকিবকে। যে রকম খেলছিলেন, তাতে হাফ-সেঞ্চুরি কার্যত নিশ্চিত দেখাচ্ছিল শাকিবের। বাংলাদেশ ১০১ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নুরুল হাসান। ১৪ ওভারে বাংলাদেশ ১০৪/৩। নঈম ৪৯ রানে অপরাজিত রয়েছেন। 

19 Oct 2021, 08:40:40 PM IST

নদীমের ওভারে ১৭ রান তুলল বাংলাদেশ

১২ তম ওভারে নদীমের বলে ২টি চার মারেন শাকিব। ১টি ছক্কা মারেন শাকিব। ওভারে মোট ১৭ রান তোলে বাংলাদেশ। ১২ ওভার শেষে বাংলাদেশ ৮৮/২। শাকিব ২৫ বলে ৩৮ ও নঈম ৩৬ বলে ৪০ রান করে অপরাজিত রয়েছেন।

19 Oct 2021, 08:31:37 PM IST

১০ ওভারে বাংলাদেশ ৬৩/২

১০ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে ৬৩ রান তুলেছে। নঈম ৩১ বলে ৩২ রান করেছে অপরাজিত রয়েছেন। শাকিব নট-আউট রয়েছেন ১৮ বলে ২২ রান করে।

19 Oct 2021, 08:23:01 PM IST

৯ ওভারে বাংলাদেশ ৫৪/২

৯ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুলেছে। জোড়া জীবনদান পেয়ে নঈম ২৯ বলে ৩০ রান করেছেন। শাকিব অপরাজিত রয়েছেন ১৪ বলে ১৫ রান করে।

19 Oct 2021, 08:20:29 PM IST

ফের ক্যাচ মিস হল নঈমের

৭.৫ ওভারে নদীমের বলে ফের নঈমের ক্যাচ ছাড়লেন প্রজাপতি। এর আগে তিনি লিটনের ক্যাচ মিস করেছিলেন। বাংলাদেশ ৮ ওভারে ৪৫/২। নঈম ২৭ ও শাকিব ৯ রানে ব্যাট করছেন।

19 Oct 2021, 08:17:44 PM IST

জীবনদান পাওয়ার পাশাপাশি ৬ রান উপহার পেলেন নঈম

৬.৫ ওভারে বাটের বলে বাউন্ডারিতে ফিল্ডিং করা যতিন্দরের হাত থেকে জীবনদান পান নঈম। শুধু ক্যাচ মিস হয় এমন নয়। বরং বল ফিল্ডারের হাতে লেগে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে পড়ে। ফলে ৬ রান উপহার পান নঈম। ৭ ওভারে বাংলাদেশ ৪১/২।

19 Oct 2021, 08:14:48 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশ ২৯/২

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে ২৯ রান তুলেছে। নঈম ১৫ ও শাকিব ব্যক্তিগত ৬ রানে ব্যাট করছেন।

19 Oct 2021, 08:00:14 PM IST

মেহেদিকে ফেরালেন বাট

৪.৩ ওভারে ফৈয়াজ বাটের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে বসেন তিন নম্বরে ব্যাট করতে নামা মেহেদি হাসান। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি মেহেদি। বাংলাদেশ ২১ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাকিব আল হাসান। তিনি ক্রিজে এসে প্রথম বলেই বাউন্ডারি মারেন। ৫ ওভারে বাংলাদেশ ২৫/২। নঈম ১৩ রানে ব্যাট করছেন।

19 Oct 2021, 07:52:04 PM IST

লিটন আউট

২.৪ ওভারে বিলালের বলে প্রজাপতির হাত থেকে জীবনদান পান লিটন দাস। তবে ঠিক তার পররে বলেই তিনি এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। ৭ বলে ৬ রান করে ক্রিজ ছাড়েন লিটন। বাংলাদেশ ১১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদি হাসান।

19 Oct 2021, 07:33:46 PM IST

ম্যাচ শুরু

বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন নঈম শেখ ও লিটন দাস। ওমানের হয়ে প্রথম ওভারে বোলিং শুরু করেন বিলাল খান। প্রথম ওভারে ৩ রান ওঠে। কোনও উইকেট হারায়নি বাংলাদেশ।

19 Oct 2021, 07:30:11 PM IST

হারলেই বিদায় বাংলাদেশের

স্কটল্যান্ড গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে দেওয়ায় বাংলাদেশের সামনে ওমন ম্যাচে জয় ছাড়া আর উপায় থাকল না। স্টকল্যান্ড ইতিমধ্যেই ২টি ম্যাচ জিতে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ওমান এই ম্যাচ জিতলে তারাও পৌঁছে যাবে ৪ পয়েন্টে। সুতরাং, বাংলাদেশ তখন শেষ ম্যাচে জিতলেও সুপার টুয়েলভে জায়গা করে নিতে পারবে না। স্কটল্যান্ড এবং ওমান সেক্ষেত্রে পরের রাউন্ডে চলে যাবে। তবে বাংলাদেশ জিতলে শেষ ম্যাচ পর্যন্ত সুপার টুয়েলভের ছবিটা এলোমেলো থাকবে।   

19 Oct 2021, 07:27:06 PM IST

ওমানের প্রথম একাদশ

ওমান তাদের প্রথম একাদশে একটি পরিবর্তন করে। তাকা খাওয়ারের বদলে মাঠে নামায় ফৈয়াজ বাটকে।প্লেয়িং ইলেভেন: আকিব ইলিয়াস, যতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, জীশান মাকসুদ (ক্যাপ্টেন), মহম্মদ নদীম, আয়ান খান, সন্দীপ গউড, নাসিম খুশি (উইকেটকিপার), কালীমুল্লাহ, ফৈয়াজ বাট ও বিলাল খান।  

19 Oct 2021, 07:14:22 PM IST

বাংলাদেশের প্রথম একাদশ

বাংলাদেশ তাদের প্রথম একাদশে একটি রদবদল ঘটায়। তারা ওপেনার সৌম্য সরকারের জায়গায় মাঠে নামায় মহম্মদ নঈম শেখকে।প্লেয়িং ইলেভেন: লিটন দাস, মহম্মদ নঈম শেখ, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (ক্যাপ্টেন), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান, মহম্মদ সইফুদ্দিন, তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

19 Oct 2021, 07:10:14 PM IST

টস জিতল বাংলাদেশ

স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। যদিও শেষমেশ ম্যাচ হারতে হয় তাদের। এবার ওমানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও টস জিতল বাংলাদেশ। গত ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে মাহমুদুল্লাহ এবার শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাম নবমীতে শ্রী রামকে নিবেদন করুন এই বিশেষ ৫ রকমের ভোগ, পূর্ণ হবে সব মনস্কামনা একদা বামমনস্ক থেকে যাদবপুরের তৃণমূল প্রার্থী,সায়নী বললেন ‘লাল কাপড়টা এখন শুধু…' SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? বর্ষায় স্বাভাবিকের বেশি বৃষ্টি, তার আগে বৈশাখে ভাজাভাজা হবে বাংলা: IMD বউকে পাশে নিয়ে কেক কাটলেন নীলাঞ্জন, বরকে জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন ইমন রামনবমী বন্ধ করার সব ষড়যন্ত্র করেছিল TMC, মমতার আর্জির পরই বালুরঘাটে দাবি মোদীর ভোটের আবহে চরমে বিভ্রান্তি সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি ঘিরে! কলকাতা মেট্রোর ১ মাসের যাত্রী সংখ্যা টক্কর দেবে বন্দে ভারতের পরিসংখ্যানকে? টেলিগ্রাম অ্যাপে গ্রুপ খুলে চলত কথা, রামেশ্বরম কাফে বিস্ফোরণে নয়া তথ্য পেল এনআইএ ওড়িশায় দুর্ঘটনা, উদ্ধারের তদারকিতে সুজিতকে পাঠালেন মমতা, নিয়ম মেনে ক্ষতিপূরণ

Latest IPL News

SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি আমি গিয়ে ফ্যাফকে বলি..মানসিক,শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের ১০৮ মিটারের বিশাল ছক্কা কার্তিকের, চোখ কপালে তুললেন কামিন্স, হল রেকর্ডও- ভিডিয়ো চোখে মুখে রাগ,অভিমান, যন্ত্রণা স্পষ্ট,টানা পাঁচ ম্যাচ হারের পর হতাশ বিরাট-ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.