টি-২০ বিশ্বকাপের ইতিহাসে আরও একটি সর্বকালীন রেকর্ড নিজের নামে করলেন বিরাট কোহলি। অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে হাফ-সেঞ্চুরি করার পথে সংক্ষিপ্ত ফর্ম্যাটের বিশ্বকাপে সব থেকে বেশি রানের মালিক হলেন কোহলি। এই নিরিখে তিনি ভেঙে দেন মাহেলা জয়াবর্ধনের রেকর্ড।
শ্রীলঙ্কার কিংবদন্তি টি-২০ বিশ্বকাপে ৩১টি ইনিংসে ব্যাট করতে নেমে ১০১৬ রান সংগ্রহ করেছেন। কোহলি ২৩টি ইনিংসে ব্যাট করতে নেমে ১০৬৫ রান সংগ্রহ করেন। বিশ্বকাপে তাঁর বিশ্বরেকর্ড ভাঙার পরেই মাহেলা অভিনন্দন জানান বিরাটকে। এই মুহূর্তে তিনি শ্রীলঙ্কা দলের সঙ্গে বিশ্বকাপের আসরেই উপস্থিত রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় আইসিসির পোস্ট করা এক ভিডিয়ো বার্তায় জয়াবর্ধনে বলেন, ‘রেকর্ড মানেই তা একদিন ভাঙা হবে। কেউ একজন সারক্ষণ আমার রেকর্ড ভাঙতে উদ্যত থাকে এবং সেটা হলে তুমি বিরাট। অসাধারণ কৃতিত্ব বন্ধু। তোমাকে অভিনন্দন। তুমি সর্বদা একজন প্রকৃত যোদ্ধা। ফর্ম সাময়িক, ক্লাসটা চিরকালীন। দারুণ খেলেছ।’
উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি হাফ-সেঞ্চুরি করার রেকর্ড ইতিমধ্যেই কোহলির দখল রয়েছে। তিনি ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ১০০০ রান করার কৃতিত্ব অর্জন করেন।
বুধবার অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ভারত শেষমেশ ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। কোহলি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি রান করা পাঁচ ক্রিকেটার:-
১. বিরাট কোহলি: ১০৬৫
২. মাহেলা জয়াবর্ধনে: ১০১৬
৩. ক্রিস গেইল: ৯৬৫
৪. রোহিত শর্মা: ৯২১
৫. তিলকরত্নে দিলশান: ৮৯৭
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।